নেট ঘেটে ঘেটে জার্মানিতে পড়াশুনা ও চাকরি নিয়ে তথ্য সংগ্রহ করা অনেকের পক্ষেই কঠিন হয়ে পড়ে। তাই আমি একটা এন্ড্রয়েড অ্যাপ তৈরি করেছি, যেটাতে এক প্ল্যাটফর্মেই সকল বিশ্বস্ত তথ্য পাওয়া যাবে।

বাংলা ও ইংরেজি দুই ভার্সনই রয়েছে এই অ্যাপে। ফেসবুক, ভাইবার বা অন্য কোন মিডিয়ার মাধ্যমে সহজেই অন্য কারো সাথে শেয়ার করা যাবে যেকোন তথ্য।

যেকোন মন্তব্য বা সমালোচনা সাদরে গ্রহনযোগ্য। এই অ্যাপটি আপনার উপকারে লাগলে দয়া করে প্লে-স্টোরে রেটিং দিতে ভুলবেন না। 😉
অ্যাপের লিংক: https://play.google.com/store/apps/details?id=sr.studyandjobingermany

আমার ফেসবুক পেইজের লিংক:
https://m.facebook.com/Smart-Innovator-612315075573834/

IMG-20151113-WA0001

IMG-20151113-WA0000Screenshot_2015-11-11-23-33-39

Screenshot_2015-11-11-23-35-7

mm

By Shariat Rahman

আমি বর্তমানে রাইন-ওয়াল ইউনিভার্সিটি অফ এপ্লায়িড সাইন্সে সায়েন্টিফিক এসিস্ট্যান্ট (Wissenschaftlicher Mitarbeiter) হিসেবে কাজ করছি। ২০০৯ সালে বুয়েট থেকে আইপিইতে ব্যাচেলর আর ২০১২ সালে রাইন-ওয়াল ইউনিভার্সিটি অফ এপ্লায়িড সাইন্স থেকে বায়োনিক্সে মাস্টার্স সম্পন্ন করি। অবসর সময়ে সোস্যাল মিডিয়া, আড্ডাবাজি আর খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকার চেষ্টা করি।

5 thoughts on “জার্মানিতে পড়াশুনা ও চাকরি নিয়ে অ্যাপ!”
    1. আমি ইতালীতে প্রায়ই 10বছর আমি EU কাড পেয়েছে. ইতালীতে কাজ না থাকার কারণে আমি চাইতেছি ফিনল্যান্ড অথবা জারমানে যাবার. এখন ঐইখানে য়ায কি বাভে কাজের পারমিট পাব, আমি ঘরে কাজ থেকে শুরুকরে প্রায় সব কাজই জানি

      1. এই ব্যাপারে সরাসরি যে শহরে যেতে চাইছেন তাঁদের Foreign Office(Ausländerbehörde) তে ইমেল বা ফোন করে জেনে নেয়া উচিত।

  1. আমি কি এই app এর উইনডোজ/ উইনডোজ ফোন ভার্সন বানাতে পারি?
    অফিসিয়াল অনুমতি চাচ্ছি… No AGB applicable I hope 😛

  2. App er kichu UI limitations/suggestions kothai bolbo. no offense . post e dekhlam lekha ae যেকোন মন্তব্য বা সমালোচনা সাদরে গ্রহনযোগ্য। 😀

Leave a Reply