আজ জার্মান গ্রেড কনভার্শন ফর্মুলা নিয়ে আলোচনা করা হবে এবং সবশেষে আপনারা নিচে গ্রেড কনভার্ট করেও দেখতে পারবেন। কনভার্ট করার জন্য যে ফর্মুলা ব্যবহার করা হয়ছে তাকে বলে মোডিফাইড ব্যাভারিয়ান ফর্মুলা (modified Bavarian formula), এটা হল:
Highest possible grade(Nmax) minus grade earned(Nd), divided by the highest possible grade(Nmax) minus lowest possible grade(Nmin), multiply the result by 3, and add1 The graphic below may also be helpful:
সোজা বাংলায়ঃ মনে করুন, আপনার প্রাপ্ত সিজিপিএ হল ৩.৫০। সর্বোচ্চ গ্রেড হল ৪.০০ এবং সর্বনিম্ন হল ২.০০। তাহলে আপনার জার্মান গ্রেড হলঃ [(৪.০০ – ৩.৫০) / (৪.০০ – ২.০০) x ৩ + ১] = ১.৭৫
Shaon Sutradhar : কেউ যদি জার্মান গ্রেড থেকে % স্কেলে স্কোর জানতে চান তাহলে নীচের লিংকের ১৬ নং পৃষ্ঠাতে কনভার্সন টেবিল থেকে সেটি দেখে নিতে পারেন। বলা বাহুল্য, যেভাবে বাংলাদেশের cgpa থেকে জার্মান গ্রেড বের করা হয়, জার্মান গ্রেড থেকে % মার্কস বের করার নিয়ম কিন্তু একটু ভিন্ন। কারন জার্মানিতে ৫০% হচ্ছে পাস মার্ক। তাই অনেকের খারাপ জার্মান গ্রেড থাকলেও সেটিকে % মার্কসে রূপান্তর করলে অনেক ভাল % চলে আসে। http://www.rug.nl/feb/education/exchange/courseinformation/gradeconversionfeb.pdf
এখানে আপনি আপনার গ্রেড ইনপুট করে দেখতে পারেন জার্মান স্কেলে আপনার গ্রেডিং কীরকম!
প্রশ্নঃ NSU/IUB/BRAC এ total average cgpa ২ এর নিচে সার্টিফিকেট দেয় না কিন্তু সব কোর্সে minimum possible grade is D=1, প্রশ্ন হলঃ আমাদের grading system থেকে জার্মান grading system এ convert করার নিয়ম জানি কিন্তু ওখানে maximum and minimum grade কত ধরতে হবে? Uni Assist কি এক্ষেত্রে ভুল করতে পারে? . উত্তরঃ আমি আপনার প্রশ্ন বুঝতে পারছি। Uni Assist কাজ করে Anabin এর উপর। আবার আমার মতে Anabin হাল নাগাদ করা হয় নি ঠিকমত। যেমনঃ Uni Assist is following www.anabin.kmk.org which is not up to date for Bangladesh. (I have checked and they wrote that our secondary education system is division based, but it is now gpa based.)
এখন আপনার সমস্যায় চলে আসা যাক। আপনি বলছেন, আমাদের মিনিমাম গ্রেড ১, কিন্তু সার্টিফিকেট ইস্যু করতে হলে মিনিমাম সিজিপিএ ২ থাকতে হবে। এখন গ্রেড কনভার্শন এর সময় মিনিমাম(Nmin) কি ১ হবে নাকি ২? . প্রথমে দেখি বাংলাদেশের পাব্লিক ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে কী হয়? All public Engineering univ. has the following grading system: . Min. Pass Grade Point, D = 2.00 Min. CGPA to obtain the degree = 2.20 . Let us check what TU Munich wrote here, about Grade Conversion.
ভাল করে খেয়াল করুনঃ Overall Grade = CGPA, Pass Grade = GP . So in my opinion, as you are saying your passing grade is 1(not 2, which is the general case.), I will suggest you to write it back to uni-assist. And let them know what is what. They are the authentic person to decide. NOT you and me, NOT that SENIOR brother also.
প্রশ্নঃ গ্রেড কনভার্শন ভুল হলে Uni-assist কে কীভাবে জানাবো?
(1) In the case of a justified complaint due to mistakes in our grade calculation, the Applicant is entitled to re-calculations and new pre-check documentation from uni-assist within a maximum of 14 calendar days after our receipt of their objection. The universities concerned will also be duly notified within this time period.
(2) Error reports can be made by post or via the contact form in the Applicant’s online account. uni-assist will check the application again and clarify the cause for the faulty decision. If uni-assist is unable to remedy any erroneous issues, and if the Applicant makes another complaint, uni-assist will forward the application together with an explanation to the university for a final decision to be made.
যোগাযোগ করার জন্য Uni-Assist পেইজে দেখতে পারেন। সরাসরি ফোন করা কিংবা ইমেল করা।
তাই আপনি তাদেরকে সরাসরি ফোন করতে পারেনঃ Phone: +49 30 666 44 345 (Monday to Friday | 9 a.m. to 3 p.m. (CET))
Founder and currently coordinator of the largest community platform of Bangladeshi people in Germany, named ''Bangladeshi Student and Alumni Association in Germany'' (www.facebook.com/groups/BSAAG) and GermanProbashe.
ভাইয়া, আমি ঢাকা বিশ্ববিদ্যালয় অধীনস্থ একটি মেডিকেল ইন্সটিটিউট থেকে ব্যাচেলর সম্পন্ন করেছি। আমাদের রেজাল্ট দেওয়া হয় পাশ/ফেল এই ভিত্তিতে। কোন ধরনের গ্রেডিং সিস্টেম নেই। পাশ মার্ক ভাইভার জন্য ৫০% আর লিখিত পরীক্ষার জন্য ৪০%। জার্মান ইউনিতে যোগাযোগ করার পর আমাকে উনারা জানালো আমার রেজাল্ট অবশ্যই গ্রেডিং এ হতে হবে। সেটা না হলে আমি আবেদন করতে পারব না। ব্যাপারটা সমাধানের জন্য আমি ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছি, উনারা আমাকে জানালো ঢঃবিঃ-তে এরকম নম্বর পদ্ধতিতে দেওয়া রেজাল্ট গ্রেডিং-এ কনভার্সনের কোন সুযোগ নেই।
এখন আমার প্রশ্ন হল – ১) বিষয়টি সমাধানের জন্য আমি কি করতে পারি ? ২) WES – এর মত প্রতিষ্ঠান থেকে নেওয়া কনভার্সন জার্মান ইউনিতে কতটা গ্রহণযোগ্য হবে ?
ধন্যবাদ ভাইয়া। আমি আর্টিকেলটা পড়েছি। ঢাঃবিঃ ফ্যাকাল্টী অব মেডিসিনের অধীনে যত কোর্স আছে তার প্রায় সব গুলোতেই রেজাল্ট হয় পাশ/ ফেল এই ভিত্তিতে। কোন গ্রেডিং সিস্টেম নেই। আমি টার্গেট ইউনিতে কথা বলে দেখি, উনারা কী বলে WES এর ব্যাপারে।
Ami Dhaka University theke pass korechhi….
minimum CGPA to obtain certificate=2.5
minimum GPA to pass a subject = 2.0
tahole eikhane Nmin(minimum pass grade) ki hbe? 2.00?
ami National University theke Economics e Hons & Masters korechi with 2nd Class. amader somoy result publish hoto “class” e, not CGPA. kivabe convert korbo? National university theke ki kono document pawa jay, and kivabe? please janaben…
inform me about the procedure
[…] জার্মান স্কেলে আপনার CGPA কত সেটা জানার জন্য : http://www.germanprobashe.com/archives/2550 […]
How can we calculate or converted National University class/ devision result to CGPA and what is the result of uni-assist assessment in that case.
এখানে দেখুনঃ http://www.germanprobashe.com/archives/7725
ভাইয়া, আমি ঢাকা বিশ্ববিদ্যালয় অধীনস্থ একটি মেডিকেল ইন্সটিটিউট থেকে ব্যাচেলর সম্পন্ন করেছি। আমাদের রেজাল্ট দেওয়া হয় পাশ/ফেল এই ভিত্তিতে। কোন ধরনের গ্রেডিং সিস্টেম নেই। পাশ মার্ক ভাইভার জন্য ৫০% আর লিখিত পরীক্ষার জন্য ৪০%। জার্মান ইউনিতে যোগাযোগ করার পর আমাকে উনারা জানালো আমার রেজাল্ট অবশ্যই গ্রেডিং এ হতে হবে। সেটা না হলে আমি আবেদন করতে পারব না। ব্যাপারটা সমাধানের জন্য আমি ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছি, উনারা আমাকে জানালো ঢঃবিঃ-তে এরকম নম্বর পদ্ধতিতে দেওয়া রেজাল্ট গ্রেডিং-এ কনভার্সনের কোন সুযোগ নেই।
এখন আমার প্রশ্ন হল – ১) বিষয়টি সমাধানের জন্য আমি কি করতে পারি ? ২) WES – এর মত প্রতিষ্ঠান থেকে নেওয়া কনভার্সন জার্মান ইউনিতে কতটা গ্রহণযোগ্য হবে ?
আপনি এই আর্টিকেলটা দেখেছেন? http://www.germanprobashe.com/archives/7725
WES এর কাজের ব্যাপারে সুনাম আছে। তবে আগে টার্গেট ইউনিভার্সিটিকে ইমেল করে নিশ্চিত হলে ভাল হবে।
ধন্যবাদ ভাইয়া। আমি আর্টিকেলটা পড়েছি। ঢাঃবিঃ ফ্যাকাল্টী অব মেডিসিনের অধীনে যত কোর্স আছে তার প্রায় সব গুলোতেই রেজাল্ট হয় পাশ/ ফেল এই ভিত্তিতে। কোন গ্রেডিং সিস্টেম নেই। আমি টার্গেট ইউনিতে কথা বলে দেখি, উনারা কী বলে WES এর ব্যাপারে।
In German scale,2.7 is good or bad??? Does it in a better position to apply for bachelor??? It is my Cgpa of last 2 years bachelor.
it is avarage. not good or excelent
Wiki’s explanation is not accurate I think. Please follow this described by University of Bonn which is applicable for all over the Germany.
https://www.uni-bonn.de/studium/studium-in-bonn-fuer-internationale-studierende/kurzzeit-junior-year-und-austausch-programme/jyp-und-austauschprogramm/kursprogramm/notenskala
thank you we will check and add the link
আমার অনার্স এর সিজিপিএ ২.৯। আর জার্মান স্কেলে হচ্ছে ২.৬৫। আমি কি মাস্টার্স এর জন্য এপলাই করতে পারবো?
What’s the current update of the situation ? Is it still the same ?
Ami Dhaka University theke pass korechhi….
minimum CGPA to obtain certificate=2.5
minimum GPA to pass a subject = 2.0
tahole eikhane Nmin(minimum pass grade) ki hbe? 2.00?
ami National University theke Economics e Hons & Masters korechi with 2nd Class. amader somoy result publish hoto “class” e, not CGPA. kivabe convert korbo? National university theke ki kono document pawa jay, and kivabe? please janaben…