জার্মান এমব্যাসির স্টুডেন্ট ভিসা রেগুলেশন অনুয়ায়ী ২০,০০০ টাকা (মাস্টার্স) এবং ১৫,০০০ টাকা (ব্যাচেলর্স) দিতে হয়।
.
এটা দিয়ে তাঁরা ভিসা প্রার্থীদের সার্টিফিকেট সত্যাখ্যান (verification) করে দেখেন।
.
তবে জানুয়ারী ২০১৬ এর আপডেটে দেখা যাচ্ছে তাঁরা এই টাকাটা তখনই নিবেন যদি তাদের সন্দেহ হয় এবং সত্যাখ্যান (verification) করার প্রয়োজনীয়তা অনুভব করেন। তাই সবাইকেই আর ২০,০০০ টাকা খরচ করতে হবে না।
.
জার্মান প্রবাসের তরফ থেকে জার্মান এমব্যাসিকে সাধুবাদ জানানো হল। 🙂
.

জার্মান এমব্যাসি ওয়েবসাইটের পিডিএফটির লিংক পাবেন এখানে

নিচে লোড হবে পিডিএফটিঃ


আরো পড়তে পারেনঃ

mm

By টিম জার্মান প্রবাসে

আমি জার্মান প্রবাসে! আপনাদের সাথে ছিলাম, আছি, থাকব! :)

Leave a Reply