জার্মান এমব্যাসির স্টুডেন্ট ভিসা রেগুলেশন অনুয়ায়ী ২০,০০০ টাকা (মাস্টার্স) এবং ১৫,০০০ টাকা (ব্যাচেলর্স) দিতে হয়।
.
এটা দিয়ে তাঁরা ভিসা প্রার্থীদের সার্টিফিকেট সত্যাখ্যান (verification) করে দেখেন।
.
তবে জানুয়ারী ২০১৬ এর আপডেটে দেখা যাচ্ছে তাঁরা এই টাকাটা তখনই নিবেন যদি তাদের সন্দেহ হয় এবং সত্যাখ্যান (verification) করার প্রয়োজনীয়তা অনুভব করেন। তাই সবাইকেই আর ২০,০০০ টাকা খরচ করতে হবে না।
.
জার্মান প্রবাসের তরফ থেকে জার্মান এমব্যাসিকে সাধুবাদ জানানো হল। 🙂
.
জার্মান এমব্যাসি ওয়েবসাইটের পিডিএফটির লিংক পাবেন এখানে।
নিচে লোড হবে পিডিএফটিঃ
আরো পড়তে পারেনঃ
- জার্মানিতে এপ্লাই করার ধাপসমূহ
- Fearless IELTS!
- IELTS made easy! সহজ কিছু উপায়
- ভিসা প্রাপ্তিতে বিলম্ব এবং আপনার করণীয়
- আমার cv তে গ্যাপ আছে, স্টাডি গ্যাপ(study gap) আছে আমার কি হবে?
- ভিসা সাক্ষাৎকারের নথিপত্র সাজানোর পদ্ধতি এবং প্রশ্নোত্তর
- “Visa Interview” সম্ভাব্য প্রশ্নাবলী!!!!!
- ভিসা ইন্টার্ভিউ অভিজ্ঞতা ২০১৫ – কিছু প্রশ্নোত্তর
- আপীল করে তবেই পেলাম জার্মান স্টুডেন্ট ভিসা
- প্রত্যাখ্যাত হয়েও অবশেষে যেভাবে ভিসা পেলাম
- যেভাবে কাজ করে জার্মান এমব্যাসি ঢাকা online student visa appointment পদ্ধতি
- বাসা নিয়ে প্রতারণা – Lesson Learnt – Experience Summer’2015
- স্টুডেন্ট ভিসা এপয়েন্টমেন্ট এবং ফর্ম পূরণ – স্বপ্ন যখন জার্মানির পথেঃ ২