আইইএলটিএস(IELTS) টেস্ট! এই পরীক্ষার কথা শুনলেই অনেকের গায়ে জ্বর চলে আসে। কিন্তু আমার মতে এই পরীক্ষা যতটা না আপনার ইংরেজি জ্ঞান যাচাই করে, তার চেয়ে বেশি যাচাই করে আপনি কত “স্মার্টলি” এই জ্ঞান ব্যবহার করতে পারছেন তা। তাই এই সিরিজে আমরা স্মার্ট হব এবং আয়ত্ব করে ফেলব “স্মার্ট আইইএলটিএস”! :)

আইইএলটিএস রিডিং এ দেয়া তিনটি প্যাসেজ/সেকশন থেকে সর্বমোট ৪০টি(চল্লিশটি) প্রশ্নোত্তর করতে হয়। এই প্রশ্নগুলোর প্রায় ১১ টি ধরণ হতে পারে। আজকে আমরা এরকম এক ধরণের প্রশ্ন এবং কীভাবে উত্তর করা যায়, তা নিয়ে আলোচনা করব। এই সিরিজটি শুধুমাত্র তাঁদের জন্য যাঁদের হাতে মাত্র ২ সপ্তাহ সময় এবং এভারেজ IELTS Score 6 বা 7 পেলেই চলবে। তাহলে চলুন, শুরু করা যাক।

              আইইএলটিএস                                                                             রিডিং সেকশন

সময় ৬০ মিনিট (উত্তর লেখার সময়সহ)
কয়টি বিভাগ/প্যাসেজ থাকে? ৩টি; সবগুলো মিলিয়ে শব্দ সংখ্যা ২১৫০ থেকে ২৭৫০ হতে পারে।
প্রশ্ন সংখ্যা ৪০টি (চল্লিশটি)
মার্কস/নম্বর প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ মার্কস দেয়া হয়।
আপনার ফাইনাল রিডিং স্কোর দেয়া হবে ব্যান্ড হিসেবে। যেমনঃ 4.5 কিংবা 7 ইত্যাদি।

বাক্যের শেষ অংশ কীভবে মেলাবেন? (Matching Sentence Endings)

এই ধরণের প্রশ্নে সাধারণত কয়েকটা বাক্যের প্রথম অংশ দেয়া থাকে। এরপর উত্তরমালায় একাধিক বাংকাংশ থাকে। সেখান থেকে সঠিক উত্তর চিহ্নিত করে উত্তরমালায় লিপিবদ্ধ করতে হবে। এই ধরণের প্রশ্ন রিডিং সেকশনে ঘন ঘন আসে না। কিন্তু তাই বলে প্র্যাকটিস না করাটা বোকামি হবে। কারণ পচা শামুকেই বা কেন পা কাটবেন? আপনিই বলুন!

এই ধরণের প্রশ্ন দিয়ে সাধারণত পরিক্ষার্থীর কোন কিছু পড়ে তা দ্রুত বোঝার ক্ষমতাকে যাচাই করা হয়।

উদাহরণঃ (সূত্রঃ ক্যামব্রিজ আইইএলটিএস)

সাধারণত যেভাবে ভুল হয়ঃ

রিডিং টেক্সট না পড়েই উত্তর শুরু করে দেয়ার চেষ্টা করেন অনেকেই। এটা একটা বড় ভুল। কারণ শুধু গ্রামার ঠিক হলেই সঠিক হবে না। প্রশ্নকর্তা আপনাকে এইভাবে ট্রিক করতে পারে। সাবধান!

প্রতিবারের মত আবারো বলছি, সিনোনিম বা প্রতিশব্দ খুঁজুন। হুবহু শব্দ বা বাক্য দেয়ার সম্ভাবনা খুবই কম। তাই সময় নষ্ট করবেন না।

তাহলে কীভাবে উত্তর করবেন? টিপ্সঃ

এই টাইপ প্রশ্নে একটা বিশাল সুবিধা আছে। কী সেটা? আরে বলছি, বলছি। 🙂

প্রশ্নগুলো সিরিয়ালি আসবে। মানে ধরুন, আপনার রিডিং টেক্সট এর ১০ নাম্বার লাইনে যদি প্রথম প্রশ্নের উত্তর হয়, তবে ২য় প্রশ্নের উত্তর কিছুতেই ১০ নং লাইনের আগের কোন লাইন থেকে হবে না। বরং আসবে এরপরের কোন লাইন থেকে। তাই প্রশ্নগুলো আগে-পিছে থেকে আসবে এরকম ভেবে সময় নষ্ট করতে হবে না। শুধুমাত্র সিরিয়ালি পড়ে গেলেই উত্তর বের করে ফেলতে পারবেন।

তাই সবসময় প্রথম প্রশ্ন দিয়ে উত্তর করা শুরু করুন।

প্রথমে প্রশ্ন ভালোভাবে পড়ুন। এরপর উত্তরের দিকে তাকান। কারণ উত্তরমালায় একাধিক বাক্যাংশ থাকবে যা ব্যবহার করা যাবে না। তাই আগে-ভাগে উত্তর পড়া বোকামি।

এরপর, কিছু পদাংশ সিলেক্ট করুন। এটা আপনি সহজেই করতে পারবেন। কারণ সকল পদাংশ গ্রামাটিক্যালি সঠিক হবে না বাক্য গঠনে। মনে করুন, প্রথম বাক্যের শেষ অংশ হিসেবে আপনার মনে হচ্ছে C,E এবং F সঠিক হতে পারে গ্রামাটিক্যালি।

এখন সেগুলো “Key-Word” গুলো দাগ দিয়ে দিন। অনেকসময় হবহু শব্দ পাবেন না। তাই প্রতিশব্দ আসতে পারে, এটাও মাথায় রাখবেন।

এবার রিডিং টেক্সট থেকে খুঁজে দেখুন কোনটা আসলেই মিলছে C,E নাকি F।

বাক্যে কোন তারিখ, জায়গার নাম ইত্যাদি আছে কিনা দেখুন। থাকলে তো বেশ সুবিধা। এগুলো সহজেই রিডিং টেক্সটে খুঁজে পাবেন।

প্রথম বাক্যটির শেষ অংশ মেলাতে কিছুটা সময় লাগতে পারে। এতে বিচলিত হবেন না। কারণ এরপর আপনি সহজেই জানেন কোন অংশ আর পড়তে হবে না। বা বাকি প্রশ্নগুলো সিরিয়ালি কোন জায়গা থেকে আসতে থাকবে।


এটি কীভবে উত্তর করতে পারেন তা নিচের কয়েকটি ধাপে দেখানো হলঃ (সূত্রঃ learn2speakenglishonline)


Go into a coffee bar, sit down, relax and try to talk to someone. It may look to others as though you are wasting your time. It may even feel that way to you. But so long as you are doing this in a foreign country, where you speak the language badly or not at all, you are probably acquiring a new language better than you ever could by formal study with a teacher and a textbook.

.
The social situation, properly used, beats the classroom hollow. It is full of native speakers asking you questions, telling you to do things, urging you to take an active part in conversation, and using gestures freely to make their intentions clearer – just like your parents did when you were an infant. So plunge in. All you have to do it talk back.
.
The proposition that infants can acquire languages by prolonged exposure to them is self-evidently true: it is the only way available to them. Older children and teenagers who move to a different country can pick up a new language with a speed that baffles their parents. But in adulthood we find ourselves envying our rare contemporaries who can still acquire languages easily.
.
There may be biological reasons why the capacity to learn languages falls away with age, even more than the capacity to learn other things. The brain may be designed to do its best language-learning in infancy, and then to redeploy its resources at puberty. But psychological factors play a big part too. As we get older, we get more self-conscious, more inhibited, more dependent on other people’s judgements. This process may undermine our capacity to acquire a new language, because language underpins our sense of personality and identity. We fear to make mistakes in it.
.
Stephen Krashen, an expert on second-language acquisition, makes a strong case for the dominance of psychological factors. According to Mr Krashen, people with outgoing personalities do best at learning a new language because ‘they have the ego to make the necessary mistakes involved in learning’.
.
When we want to learn a new language in mid-life for reasons of career or curiosity, we commonly but wrongly tackle it with the sense of doing something difficult and unnatural. We turn to grammar books and compact discs expecting a fight. We are going to ‘struggle’ with the language. We will ‘master’ it, unless it defeats us. And with that sort of attitude, it probably will.
.
All other things being equal, the best learner will be the person who is most relaxed in conversation, and the most self-confident.

Complete each sentence with the correct ending, A-H, below.

1. For adult language learners, an informal setting is better than D
2. It is obviously the case that children learn languages as a result of H
3. Adults who have a natural talent for new languages are generally B
4. Confident people learn languages fast because they are not afraid of F
5. Middle-aged language learners are often unaware that they are A

A.Taking a negative approach.
B.Demonstrating an unusual ability.
C. Worrying about the views of others.
D.Being in a classroom situation.
E. Losing all sense of identity.
F.Producing errors in front of others.
G. Moving to another country.
H.Living with other speakers of the language


IELTS Reading – Sentence Completion


এখন কয়েকটি প্যারাগ্রাফ দেয়া হবে, এরপর প্রশ্ন আকারে বাক্য দেয়া হবে।  যাচাই করে দেখুন কতটুকু পারলেন। আর না বুঝলে প্রশ্ন করুন। আমরা উত্তর করব। উত্তর থাকবে প্রথম কমেন্টে(সূত্রঃ BBC, ieltsliz)


Nasa’s Orion ‘Mars ship’ set for test flight

A US space capsule that could help get humans to Mars is about to make its maiden flight.

Orion will be launched on a Delta rocket out of Cape Canaveral in Florida on a short journey above the Earth to test key technologies.

The conical vessel is reminiscent of the Apollo command ships that took men to the Moon in the 1960s and 1970s, but bigger and with cutting-edge systems.

Given that this is a first outing, there will be no people aboard.

Nonetheless, the US space agency describes the demonstration as a major event.

Nasa has a window in which to see Orion get off the pad of two hours and 39 minutes, and this began at 07:05 local time (12:05 GMT).

The launch preparations had to be stopped shortly before the opening of the window because a boat strayed into the eastern part of the launch range. After that, the countdown had to be held because of strong winds and a technical issue.

“This is huge; Thursday is a giant day for us,” said Nasa administrator Charlie Bolden.

Flight profile

Orion is being developed alongside a powerful new rocket that will have its own debut in 2017 or 2018.

Together, they will form the core capabilities needed to send humans beyond the International Space Station to destinations such as the Red Planet.

For Thursday’s flight, the Delta IV-Heavy rocket – currently the beefiest launcher in the world – is being used as a stand-in.

It will send Orion twice around the globe, throwing the ship up to an altitude of almost 6,000km (3,600 miles).

This will set up a fast fall back to Earth, with a re-entry speed into the atmosphere close to 30,000km/h (20,000mph) – near what would be expected of a capsule coming back from the Moon.

It should give engineers the opportunity to check the performance of Orion’s critical heat shield, which is likely to experience temperatures in excess of 2,000C (4,000F).

They will also watch how the parachutes deploy as they gently lower the capsule into Pacific waters off Mexico’s Baja California Peninsula.

Although Orion is a Nasa project, the development has been contracted to Lockheed Martin, and the aerospace giant will be running the show on Thursday.

But the US space agency will be there in the background, keen to see that the LM designs meet their specifications.

A good example is the radiation protection built into the capsule. Radiation will be one of the major hazards faced on voyages into deep space, and Orion’s systems must cope with the challenge.


Complete the sentences by selecting the correct ending, A-G (not all letters will be used).

  1. The first ever flight of Orion is aimed to ……
  2. Although the shape of Orion is similar to previous ships, it ………..
  3. A new rocket is also being developed which …………
  4. The rocket which will be used as a replacement will ………….
  5. As temperatures reach extreme levels on re-entry, this maiden flight will ……….

a. send Orion twice around the world.

b. has state of the art technology.

c. test the critical heat shield.

d. check Orion’s performance.

e. test the most important technology.

f. will have its first voyage in a few years.

g. help humans get to Mars


আরো পড়তে পারেনঃ

 

mm

By Rashidul Hasan

Founder and currently coordinator of the largest community platform of Bangladeshi people in Germany, named ''Bangladeshi Student and Alumni Association in Germany'' (www.facebook.com/groups/BSAAG) and GermanProbashe.

One thought on “আইইএলটিএস রিডিং – বাক্যের শেষ অংশ কীভবে মেলাবেন? (Matching Sentence Endings) – পর্ব ৪/১১”

Leave a Reply