সুধী,
আগামী ২৮-২৯ মে ২০১৬ (শনিবার ও রবিবার) মিউনিখে/মুনসেনে এবং ৩-৪ জুন ২০১৬ (শুক্রবার ও শনিবার) স্টুটগার্টে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সরাসরি এমআরপি ফিঙ্গার প্রিন্ট সেবা প্রদান করা হবে। মিউনিখে এবং স্টুটগার্টে বসবাসকারী আগ্রহী বাংলাদেশিদের দূতাবাসের ওয়েবসাইট হতে MRP Munich অথবা MRP Stuttgart বাটনে ক্লিক করে দ্রুত এপয়েন্টমেন্ট বুক করার জন্য অনুরোধ করা যাচ্ছে। উল্লেখ্য, এমআরপি ফিঙ্গার প্রিন্ট সেবা প্রদানের সংখ্যা যান্ত্রিক সীমাবদ্ধতার কারণে সীমিত বিধায় পূর্বেই ওয়েবসাইট হতে এপয়েন্টমেন্ট বুক করা ব্যতীত সরাসরি ফিঙ্গার প্রিন্ট গ্রহণ সম্ভব হবে না।
নিচের বাটন দুটি থেকে সুবিধামত একটিতে ক্লিক করে এপয়েন্টমেন্ট নিশ্চিত করুন।
Dear All, The Embassy of Bangladesh has arranged MRP fingerprint service in Munich on 28-29 May 2016 and Stuttgart on 3-4 June 2016. For appointment please click button at Embassy website: www.bangladeshembassy.de
নিচের বাটন দুটি থেকে সুবিধামত একটিতে ক্লিক করে এপয়েন্টমেন্ট নিশ্চিত করুন।
সূত্রঃ www.bangladeshembassy.de