ভিনদেশী শহর ঘেরা স্ফটিক দেয়াল
আটকে পড়া আমার হাজারো খেয়াল,

উড়ে যায় পায়রার পালক শত
ক্ষত নিয়ে নীল হওয়া কাব্য যত,

সকাল গড়ানো সন্ধ্যার অজুহাতে
অসীম গল্প শুধু ফাঁকির সাথে

কাগজখেয়ায় ডুবে মনের নাবিক
হয় না তবুও ফেরারী সাবেক

ফেলে আসা অতীতের বেহালা বেহাল
স্বপ্ন চাষীর ক্ষেতে মারীর আকাল

এই ভিনদেশী শহর ঘেরা এ কোন দেয়াল
আটকে পড়া আমার কত না খেয়াল

-মিউনিখ, জার্মানি
২৮.০৬.২০১৮

mm

By Rim Sabrina Jahan Sarker

A biologist. My PhD was on chronic lung disease and now doing a postdoc on image analysis on cancer tissues. I enjoy creative writing and running.

Leave a Reply