জার্মান এম্বাসি থেকে Attestation এর অভিজ্ঞতা…………….
Prerequisite:
1. Fill up Attestation Form ( URL: https://dhaka.diplo.de/…/720431f3…/attestation-form-data.pdf)
2. Passport
3. Original documents
4. Photocopies
5. Print Out the university website page where it’s mention about attested document.
Documents: ( Total number of page: 7 )
Varsity certificate+ transcript
HSC certificate + transcript
SSC certificate + transcript ( not mandatory )
Cost: Absolutely free
Days required: 5-7 working days. At most 10 days.
Process:
1. Fill up the “Attestation form” using Computer. ( Handwriting NOT allowed ).
Name, Passport no, Mobile no, Submission date and No of originals submitted ( total number of page ).
2. Then, fill up the description
Name of the university, City, Degree sought, Course name and
Website URL ( যেই পৃষ্ঠায় ডকুমেন্ট সত্যায়িত করার ব্যাপারে লিখা আছে ওই পৃষ্ঠার URL, এই পৃষ্ঠা প্রিন্ট করলেই হবে )
—— আপনি যে কোন ভার্সিটির URL দিতে পারেন, এমন না যে আপনাকে ওই ভার্সিটিতেই অ্যাপ্লাই করতে হবে.
Example: (check image)
আমি ৫ সেট ডকুমেন্ট সত্যায়িত করিয়েছিলাম।( আপনি চাইলে ২/৩ সেটও করাতে পারবেন ) আমার টোটাল ৩৫ পৃষ্ঠা ফটোকপি ছিলো। অরিজিনাল ডকুমেন্ট এর যেই order (varsity -> HSC -> SSC ) এ সাজানো আছে, একইভাবে ফটোকপি সাজিয়ে ৫ সেট আলাদা করে নিতে হবে। রবি থেকে বুধবারের মধ্যে যে কোন দিন সকালে ৮.৩০ থেকে ১১ টার মধ্যে এম্বাসিতে গেলেই হবে। জমা দেওয়ার পর দুইটা টোকেন দিবে। দুটিতেই নাম, পাসপোর্ট নং, মেইল, মোবাইল নম্বর লিখতে হবে। একটা এম্বাসি জমা রেখে দিবে, অন্যটি আপনাকে দিবে, যা ডকুমেন্ট ফেরত নেওয়ার সময় নিয়ে যেতে হবে। ৫-৭ কর্মদিবসের মধ্যেই আপনাকে ফোন দেওয়ার হবে ডকুমেন্ট কালেক্ট করার জন্য। সকালে ৮ – ১১ টার মধ্যেই গেলেই হবে। আমি ৮.১৫ তে দিয়েছিলাম।
:::::::::::: ডকুমেন্ট নেওয়ার পর আমি মনে করছিলাম, ছোটবেলার মত প্রত্যেক পেইজে attested সাইন থাকবে!!!!! পরে দেখি প্রত্যেক সেট একসাথে স্টেপোল করে পিছনে একটা সাইন দেয়া
note: এইটা আমার প্রথম অভিজ্ঞতা শেয়ারিং পোস্ট। কোন ভুল হলে আশা করি বড় ভাইয়া-আপুরা ঠিক করে দিবেন
notary and attestation…….are they same thing?
yes
I like to apply with medium of Instructions. Do I need to Attestation this ? Kindly tell me.
Medium of Instruction
IELTS
Any other documents(Bachelor) which provided from my Bangladeshi university, will Ambesssy attest photocopy of these documents.
good job
Total page to 6. 7 kano?
* Original document o dite hoy?
Please post your ques. with this BLOG-POST ref. here: https://www.facebook.com/groups/BSAAG/