DAAD STIBET I হচ্ছে মাস্টার্স থিসিস চলাকালীন আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য তহবিল সরবরাহ করে যা বিভিন্ন বিশ্ববিদ্যালয় দ্বারা প্রদান করা হয়। লক্ষ্য হ’ল যোগ্য শিক্ষার্থীদের সহায়তা করা যাতে তারা মনোনিবেশ করতে পারে তাদের পড়াশোনায়। জার্মানির প্রায় সব টেকনিক্যাল ইউনিভারসিটি এবং অন্যান্য ভাল ইউনিভারসিটির এই ফান্ড রয়েছে। আমি গত বছর টেকনিক্যাল ইউনিভারসিটি অব মিউনিখ থেকে পেয়েছিলাম। আমার অভিজ্ঞতা শেয়ার করছি,হয়তবা এই মহামারির সময়ে কারো কাজে লেগে যেতে পারে।
বৃত্তির পরিমানঃ ৯০০ – ২৫০০ ইউরো (ইউনিভারসিটি অনুযায়ী পরিবর্তিত)। কিস্তিতে প্রদান।আবেদন করার সময়সীমা: বছরে একবার দেয় তাই সময়সীমা ইউনিভারসিটির উপর নির্ভর করে। সাধারণত জুনে-জুলাই পর্যন্ত সময়সীমা থাকে।
কারা আবেদন করতে পারে? (Who can apply?)
– Registered international students with the aim of completing a degree.
– If you are writing your thesis in Germany.
– If you have a good GPA (minimum requirement 2.5).
– If you are going to submit the thesis within a specific time (e.g., within December).
উদাহরণস্বরূপ: https://www.uni-stuttgart.de/studium/leben-in-stuttgart/document/studium-lebeninstuttgart-finanzierung-international-ausschreibung-abschluss-stip.pdf
যা যা পেপারস লাগবে? (Which application documents are necessary?)
– Application form.- Motivational letter.
– CV / Resume.
– Current enrollment certificate.
– Transcript of Records.
– Passport and residence permit.
– Registration for the final thesis.
– Informal letter of recommendation from the supervisor.
– Bank statements of the last three months.
– Copy of the employment contract for part-time job as a student asisstant and other employment.
( বি.দ্র: শহর ও বিশ্ববিদ্যালয় অনুযায়ী প্রয়োজনীয় পেপারস ও যোগ্যতা ভিন্ন হতে পারে)
ঊদাহারন স্বরূপ TUM এর পোর্টাল শেয়ার করলামঃ https://www.tum.de/…/graduation-scholarship-awarded-by…/
ওদের আরো কিছু দাবি-দাওয়া থাকতে পারে তাই ইউনিভারসিটির ওয়েবসাইট ভাল করে দেখে নিবেন। ওহ আচ্ছা, এই স্কলারশিপের সব থেকে ভাল দিকটা বলা হয়নি! সেটা হল, জার্মান এবং এক্সচেঞ্জ স্টুডেন্টরা এটা আবেদন করতে পারবে নাহ তাই প্রতিযোগিতা অনেকটা কম। চেষ্টা করে দেখতে পারেন। (DAAD STIBET I)
সবার জন্য শুভকামনা।
আরো পড়তে পারেন:
- ডাড স্কলারশিপঃ শুরু থেকে শেষের গল্প
- বাংলাদেশের জন্য ক্রস-কালচারাল ইন্টার্নশিপ স্কলারশিপ
- জার্মানিতে আসতে হলে বৃত্তি কোথায় পাওয়া যায় জানতে হবে
- দেশের বাইরে পড়াশুনা
- উচ্চশিক্ষার ইতিকথা-তৃতীয় পর্ব (অষ্ট্রেলিয়া, স্কলারশিপ এবং সুযোগ-সুবিধা)
- “আমরা সম্ভাবনাকে সুযোগ দেই”: Stiftung der Deutschen Wirtschaft এর বৃত্তি
- সমাজবিজ্ঞান এর উপর পিএইচডি ফেলোশিপ, ১৩০০ ইউরো/মাস – ব্রেমেন, জার্মানি
- হাইনরিশ ব্যোল ফাউন্ডেশনের বৃত্তি নিয়ে জার্মানিতে লেখাপড়া