আগের পর্বগুলো
প্রতিদিনের ডয়েচ (জার্মান)শেখা – ১২ (পরিবার -Familie)
প্রতিদিনের ডয়েচ (জার্মান)শেখা – ১১ (সাত দিনের নাম)-Days of the week
জার্মানির বুকে এক টুকরো বাংলাদেশ
সবাইকে স্বাগতম আমাদের প্রতিদিনের জার্মান শেখা আজকের পাঠে । গতকাল আমরা শিখেছি জার্মান ভাষায় কি করে পারসনগুলোকে বলতে হয় তা।
জার্মান জার্মান বর্নমালা ও তাদের উচ্চারন এখনও আমাদের যাদের শোনা হয় নি বা পরিচিত হই নি, চলুন শুনে নেই।
নিচের ইউটিউভ ভিডিওগুলো দেখে আসুন- উচ্চারনগুলো শুনার জন্য
অথবা এটিঃ
জার্মান Alphabet ও তাদের উচ্চারন ইংরেজি বর্ণমালার মতই জার্মান ভাষায় ২৬ টি বর্ণমালা। তাদের সাথে ä, ö, ü and ß চারটি অতিরিক্ত বর্ণমালা জার্মান ভাষায় ব্যবহার করা হয়। বর্ণমালাগুলো দেখতে ইংরেজির মত হলেও অনেকগুলোরই উচ্চারণে ভিন্নতা রয়েছে।
জার্মান বর্ণ W এর উচ্চারন ইংরেজি বর্ন V এর মত।
জার্মান বর্ণ V এর উচ্চারন ইংরেজি বর্ন F এর মত।
অধিকাংশ সময়েই জার্মান বর্ণ S এর উচ্চারন ইংরেজি বর্ণ Z এর মত।
জার্মান বর্ন ß একমাত্র বর্ণ যেটি কখনও শব্দের শুরুতে বসবে না।
A= আ,
B= বে,
C= ছে,
D= ডে,
E= এ (ইংরেজি A এর উচ্চারণ),
F= এফ,
G= গে,
H= হা
I= য়ি (ইংরেজি E এর উচ্চারণ),
J= ইয়োট,
K= কা,
L= এল
M=এম ,
N=এন,
O=ও,
P= পে,
Q=কু
R=এরর (এইটাই সবচেয়ে ডিফিকাল্ট উচ্চারণ করা) ,
S=এস,
T=টে
U=য়ু( উদাহরণ, ইউনিভার্সিটি=উনিভার্সিটেট),
V= ফাউ,
W=ভে
X=ইক্স
Y=উপ্সিলন
Z=ছেট
Umlaut + ßä(এএ ) sounds similar to the e in melon
ö (উউ ) sounds similar to the i in girl
ü (ওও ) no equivalent nor approximate sound in English
প্রতিদিনের ডয়েচ (জার্মান)শেখা – ১২ (পরিবার -Familie)
প্রতিদিনের ডয়েচ (জার্মান)শেখা – ১১ (সাত দিনের নাম)-Days of the week
****************************************************
জার্মান ভাষা নিয়ে চলছে আমাদের ২টি সিরিজ –
ব্যাসিক জার্মান পাঠ-http://goo.gl/H5OIIP
ব্যাসিক গ্রামার সিরিজ –https://www.germanprobashe.com/archi…/category/german-grammar
*************************************************
Vice-President (Media & Marketing) Overall moderation, group, page, website, magazine. Responsible for learn German for FREE movement.
You must be logged in to post a comment.
[…] প্রতিদিনের জার্মান শেখা – ৩ (জার্মান ব… […]
the effort u guys are giving, is tremendous! ❤️