জার্মান-প্রবাসে সাইটের পক্ষ থেকে বিশ্বকাপ-২০১৫ উপলক্ষ্যে ফটো-উৎসবের আয়োজন:

আমরা জার্মানিতে/বাংলাদেশে বসবাসরত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের মাঝে আসন্ন ক্রিকেট বিশ্বকাপ-২০১৫ উপলক্ষ্যে একটি ফটো-উৎসবের আয়োজন করতে চাইছি। এই উৎসবের আইডিয়া খুব সিম্পল:

১) আপনারা আপনাদের ভার্সিটি/শহরকে তুলে ধরে এমন কোথাও সমবেত হবেন। (জার্মানি বা বাংলাদেশ)

২) বাংলাদেশের পতাকা ও দেশের টিমকে উৎসাহ জানিয়ে প্ল্যাকার্ড নিয়ে ছবি তুলবেন সেই স্থানে।

৩) ফটো আপলোড করবেন আমাদের ফ্লিকারে/ফেসবুকে।

৪) ছবি পাঠাতে/পোস্ট করতে পারেন কিংবা যেকোন প্রশ্নে মেসেজ পাঠাতে পারেন এই পেইজেঃ “জার্মান প্রবাসে”

৫) কিংবা ছবি পোস্ট করতে পারেন আমাদের গ্রুপেঃ বাংলাদেশি স্টুডেন্ট এন্ড এলাম্নাই এ্যাসোসিয়েশন ইন জার্মানি (৪০,০০০+ মেম্বার্স)

৬) ডেডলাইনঃ ১৪/০২/২০১৫ (জি, ভালবাসা দিবসের দিনই শেষ সুযোগ! দেশের/ক্রিকেটের প্রতি ভালবাসা দেখানোর! 😀)


বিশেষ দ্রষ্টব্যঃ

  • সকল ভার্সিটির উৎসবগুলো স্থান পাবে আমাদের ম্যাগাজিনে এবং সকল ছবি বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিম এর কাছে কোলাজ করে পাঠানো হবে!
  • নির্বাচিত ছবির মধ্যে কম্পিটিশনের মাধ্যমে সেরা ছবি নির্বাচন করা হবে এবং সেই ছবিটি গ্রুপের/পেইজের কাভার ফটো করা হবে উদ্যোক্তা/শহর/স্টেইটের নামসহ!

By Seoul Raihan

সাইট অ্যাডমিন - জার্মান প্রবাসে.com

Leave a Reply