বিশিষ্ট লেখক এবং কোপ বিশারদ…তাই ওনার ব্যাপারে’ লিখতেও ভয় লাগে কখন আবার কোপ খাই। তিনি আমাদের আজকের bsaag contributor এর বিশেষ নাম। সবথেকে বড় কথা তিনি আমাদের সাথে আছে কোপ মারলে ও সাথে আর মারলেও সাথেই থাকেন। তবে ছেলে ভালো জার্মান ভাষায় রয়েছে নানান sehr gut কথা বার্তা ওনার লেখার ব্যাপারে…আপনারাও পড়ুন আর পড়েই জানুন ওনার ট্যালেন্ট! ওনার ব্যাপারে বেশি কথা বলা অনাবশ্যক…যার পরিচয় তার কলমের ধারে, তার কথা ।
***এই BSAAG contributor সিলেকশন প্রসেসটিতে নিম্নোক্ত বিষয়গুলো নজরে রেখে নামগুলো প্রস্তাব করা হয়েছে
১. BSAAG র নানান অংশে কমপক্ষে ছয় মাস এর কনট্রিবিউশন
২. গ্রুপ, জার্মান প্রবাসে ম্যাগাজিন এবং ওয়েবসাইট এর অবদানের প্রেক্ষিতে
৩. কাজের স্বচ্ছতা এবং অনুরোধের ভিত্তিতে টিম সাপোর্ট
৪. নীতি এবং কাজের মন মানসিকতাতে সহমত পোষন করা
৫. নিজের পড়াশোনা, চাকরি, ক্যারিয়ার ঠিক রেখে আমাদের সাথে একই লক্ষ্যে কাজ করার ইচ্ছা
৬. সময়ে-অসময়ে নীতি এবং লক্ষ্য এক হওয়াতে একসাথে পথ চলা
আমরা বিশ্বাস করি, যারা নিজের উন্নতি করতে পারে না, তারা অন্যের ও সাহায্য করতে পারে না। আমাদের সাথে যারা কাজ করেন, আমরা একে অপরের ভালোমন্দের দিকে খেয়াল রেখেই এক সাথে পথ চলার চেষ্টা করি।
সাথে থাকুন এক সাথে পৃথিবীর বুকে গড়ে তুলি আদর্শ এক টুকরো বাংলাদেশ আমাদের নিজেদের জন্যে।