জার্মানির একটি উড়োজাহাজ ফ্রান্সে বিধ্বস্ত হয়েছে। ফ্রান্সের আল্পস পর্বতের কাছে দুর্গম এলাকায় সেটি বিধ্বস্ত হয়। ওই উড়োজাহাজে ১৪৪ যাত্রী ও ছয়জন ক্রু ছিলেন। তাঁদের কেউ বেঁচে নেই বলে আশঙ্কা করা হচ্ছে।
ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদ এই ঘটনাকে ‘বিয়োগান্ত’ ঘটনা বলে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, দুর্ঘটনার ধরন দেখে মনে হচ্ছে বিমানের কেউ বেঁচে নেই। ঘটনাস্থল দুর্গম হওয়ায় সেখানে উদ্ধারকর্মীদের যেতে বেগ পেতে হচ্ছে।
জার্মান উইংস নামের বিমান সংস্থার ওই উড়োজাহাজটির মডেল নম্বর এ৩২০।
কর্মকর্তারা বলেছেন, স্পেনের বার্সেলোনা শহর থেকে উড়োজাহাজটি জার্মানির ডুসেলডর্ফ শহরে যাচ্ছিল। বার্সেলোনা এয়ারপোর্টের কর্মকর্তারা বলেছেন, গ্রিনিচ মান সময় মঙ্গলবার সকাল আটটা ৫৫ মিনিটে উড়োজাহাজটি ডুসেলডর্ফের উদ্দেশে রওনা হয়। পথে ফ্রান্সের আল্পস পর্বত ঘেঁষা বার্সেলোনেত্তে শহরের কাছে দিগনে এলাকায় এসে সেটি বিধ্বস্ত হয়। তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ জানা যায়নি।
ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদ বলেন, যেখানে বিমান দুর্ঘটনা ঘটেছে সেই এলাকাটি দুর্গম হওয়ায় উদ্ধার কাজ চালানো কঠিন হবে।
ফ্রান্সের প্রেসিডেন্ট শিগগিরই জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা ম্যারকেলের সঙ্গে এ ব্যাপারে কথা বলবেন বলে কর্মকর্তারা জানিয়েছেন।
বিভিন্ন টিভি চ্যানেল এবং ইন্টারন্যাশনাল নিউজপেপারে বিস্তারিত দেখুনঃ(ভিডিও)
ABC News:
The Telegraph:
BBC:
DW English (About AirBus)
তথ্যসূত্রঃ প্রথম আলো, ইউটিউব, ইন্টার্নেট