বাংলাদেশের জন্মকথা বলতে বসলে শেষ করা যাবে না। কিন্তু যে লক্ষ্য, উদ্দেশ্য, শ্রম, ত্যাগের বিনিময়ে এই স্বাধীনতা, কতটুকু পূরণ হয়েছে আমাদের সেই স্বপ্ন? প্রতিদিনের খারাপ খবর এবং শত বাধা বিপত্তি পারি দিয়ে আমাদের বাংলাদেশ কিন্তু তাঁর লক্ষ্যে আছে এখনও অটুট! আসুন দেখে নেই তারই এক ঝলক! সবাইকে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা! কার্টেসিঃ PeddleCloud