,,damit‘‘ , um ….zu, zum/zur এগুলো হলো Preposition যার পরে Nomen বা noun যোগ হয় । মানে ,,damit‘‘ , um ….zu, zum/zur+Nomen.
damit ব্যবহার করলে Verb বাক্যের শেষে গিয়ে বসে । যেমনঃ Fachleute betreuen die Freiwilligen, damit diese das Ökosystem ,,Bergwald‘‘ verstehen.( এক্সপার্টরা ভলেন্টিয়ারদের দেখা শুনা করে, যাতে তারা পাহারের বনের ইকোসিস্টেম সম্পর্কে বুঝে ।) এই বাক্যকে অন্যভাবেও লেখা যায় যেমনঃ Damit die Freiwillingen das Ökosystem ,,Bergwald‘‘ verstehen, betreuen Fachleute sie .
- এখন …zu দিয়ে দেখি। um….zu+infinitiv মানে verb এর infinitiv বসবে zu এর পরে। যেমনঃ Du musst vorher Mitglied werden, um die Liste der Höfe zu erhalten. (তোমাকে অবশ্যই সদস্য হতে হবে, এই ফার্মের লিস্ট পাওয়ার জন্য। )। আরেক ভাবেও লেখা যায় যেমনঃ Um die Liste der Höfe zu erhalten, musst du vorher Mitglied werden.
- Zum/Zur ব্যবহার করলে তার পরে অবশ্যই Noun বসবে। যেমনঃ Zum Mitmachen sind keine Vorkenntnisse nötig. এই বাক্যকে …zu ফর্মে ও লেখতে পারবেন যেমনঃ Um mitzumachen, sind keine Vorkenntnisse nötig.
- যখন Haupt আর Nebensatz এর সাবজেক্ট এক হয়, তাহলে সেটা damit অথবা ..zu দিয়ে প্রকাশ করা যায়। যেমনঃ Damit man mitmachen kann, braucht man keine Vorkenntnisse. অথবা Um mitzumachen, braucht man keine Vorkenntnisse.
- কিন্তু যখন Haupt আর Nebensatz এর সাবজেক্ট এক হবে না, তাহলে সেটা সর্বদা damit দিয়ে প্রকাশ করতে হয়। যেমনঃ Die Fachleute betreuen die Freiwilligen, damit die Freiwilligen das Ökosystem ,, Bergwald‘‘ verstehen.