লিখেছেন- Airport Armed Police Battalion

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশনে কত রকম পরিস্তিতির সম্মুখিন হত হয় সেগুলো নিয়ে কত কথাই না শোনা যায়। বিশেষ করে যারা প্রথমবারের মত দেশের বাইরে যাবেন তাদের অনেকের মনেই অজানা আতঙ্ক কাজ করে ইমিগ্রেশনে অনাকাঙ্কিত ঝামেলার কথা চিন্তা করে। বিমানবন্দরে ইমিগ্রেশন পার হবার সময় অনেকেরই তিক্ত অভিজ্ঞতা হয়েছে , আর সে সকল  তিক্ত অভিজ্ঞতা কথা শুনেই এই আতঙ্ক আরো বেড়ে যায়। ইমিগ্রেশনে করনীয় কি বা অনাকাঙ্কিত পরিস্তিতে পড়লে করনীয় কি সে সম্পর্কে স্পস্ট কোন ধারনা আমাদের অনেকেরই নেই , যেটি আমারও ছিল না । কিন্তু সাম্প্রতিক সময়ে Magistrates, All Airports of Bangladesh ও Airport Armed Police Battalion  এর কিছু নতুন নতুন উদ্যোগ ও তাদের কাজের জন্য এয়ার্পোর্টের সামগ্রিক পরিবেশের অনেক উন্নতি হয়েছে।  Airport Armed Police Battalion সবার কথা চিন্তা করে এয়ার্পোর্টের বহির্গমন ইমিগ্রেশনে করনীয় নিয়ে তাদের ফেসবুক পেজে কিছু করনীয় বিষয় পোস্ট করেছেন । সবার সুবিধার জন্য তুলে ধরা হল। সাথে যে কোন সহযোগীতা জন্য ২৪ ঘন্টা ৭ দিন সব সময়ের জন্য একটি নাম্বারও দেয়া হয়েছে। ধন্যবাদ তাদের এ সুন্দর উদ্যোগের জন্য ।

এছাড়াও  হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যেকোন সহযোগিতার জন্য কল করুন… ২৪ ঘন্টা ৭ দিন সব সময়…

আরো পড়তে পারেন

শাহজালাল বিমানবন্দরে অনাকাঙ্খিত পরিস্থিতিতে পড়লে কী করবেন

 

তথ্যসুত্র-  Airport Armed Police Battalion

mm

By Anis

Vice-President (Media & Marketing) Overall moderation, group, page, website, magazine. Responsible for learn German for FREE movement.

7 thoughts on “হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বহির্গমন ইমিগ্রেশনে করনীয়”

Leave a Reply