সম্প্রতি রিফিউজি জনিত সমস্যার কারণে ডানপন্থী রক্ষণশীল দলগুলোর চরমপন্থী আচরণ লক্ষ্যনীয়। তাদের ধারণা এবং অন্যতম উদ্দেশ্য হল জার্মানি থেকে সকল শরনার্থীদের অপসারণ। তবে আপনি শরনার্থী না হলেও বিদেশী নাগরিকদের প্রতি তাদের চরমপন্থী মনোভাব রয়েছে। এই ব্যাপারে আপনি কিছুটা গার্ডিয়ান পত্রিকার নিম্নোক্ত আর্টিকেলটি পড়তে পারেনঃ

Two consecutive nights of violence force police to seal off shelter near Dresden as Germany prepares for biggest influx of asylum seekers since second world war

Neo-Nazi protesters clash with police near a new shelter for migrants in Heidenau. Photograph: Matthias Rietschel/Getty Images

The Syrian Civil War has resulted in what is often referred to as “the worst refugee crisis of our generation.” Using statistics from the UN, news reports, and the University of California, Berkeley, Statista details how the Syrian refugee crisis compares to other refugee crises in the past few decades: (Source: http://www.statista.com/chart/3632/syria-is-the-worst-refugee-crisis-of-our-generation/)

অথচ ২য় বিশ্বযুদ্ধের সময় ইউরোপের একটা বড় অংশ নর্থ আমেরিকায় শরনার্থী হিসেবে গিয়েছিল। সংখ্যাটা কিন্তু কম নয়, প্রায় ৬০ মিলিয়ন (Proudfoot, European Refugees, 21)। কিংবা ইউরোপের “Great Famine” এর সময়ও লাখ লাখ মানুষ পাড়ি দিয়েছিলেন ইউএসএ তে। এরকম কিছু ছবি আমরা নিচে দেখতে পাই। দুঃখের বিষয় অনেকই আজ ভুলে গেছেন তাদের সেই অতীতের কথা। তবে সংখ্যাটা এখনও অনেক অনেক কম।


A Haganah refugee ship Exodus-1947 impounded by the British at Haifa – July 1947.

“From the Old to the New World” shows German emigrants boarding a steamer in Hamburg, to New York. Harper’s Weekly, (New York) November 7, 1874

এই বিষয়ে বিস্তারিত আলোচনার ক্ষেত্র এই আর্টিকেলের প্রতিপাদ্য নয়। আমরা সাম্প্রতিককালে বেশ কিছু তথ্য পেয়েছি New NAZI (নাৎসি) দের ব্যাপারে। তাই সবাইকে সতর্ক থাকতে অনুরোধ করা হল। যেমনঃ কাল Jena শহরে এরকম একটি মিছিল/ডেমনস্ট্রেশন হতে পারে। এই ব্যাপারে Jena থেকে জনাব রোহিদ আমাদের জানিয়েছেনঃ-


Please be careful on on Saturday, 03rd Octobre, in Jena.
.
Three demonstrations of right-wings activists were announced for Saturday, especially in the centre of Jena. These right-wing activists demonstrate officially against refugees, but they mean everyone who is looking like a foreigner or an open-minded citizen. Several hundred people are expected to take part in these right-wing demonstrations. These activists will be in Jena the whole day and cause troubles.
.
Please, try to make sure you are not alone on the streets. It might be the best if you build a group of people. These right-wing activists are very aggressive. In the last days people were threatened again by such activists.
.
Take care.

New Nazi


এরকম কিছু ঘটনা প্রায় প্রতি শহরেই ঘটতে পারে, তাই নিজেই নিজের সাবধানতা বজায় রাখা জরুরি। যা করা উচিতঃ

১, একা একা কোন নির্জন জায়াগায় যাওয়া উচিত নয়।
২, এই ধরনের মিটিং/মিছিল থেকে দূরে থাকা উচিত।
৩, যেকোন সমস্যায় বা আক্রমনে নিচের ফোন নাম্বারগুলো মনে রাখা উচিতঃ-

# Emergency Doctor/ Ambulance: 19222
# Fire Department/Ambulance: 112
# Police: 110
# Car accidents: 110/112
# Emergency Poison Hotline: (0761) 192 40
# Airborne Rescue(Deutsche Rettungsflugwacht): (0711) 70 10 70

সর্বোপরি, আতঙ্কিত হওয়ার মত কিছু হয় নি। তবে সতর্ক থাকতে তো দোষ নেই।

সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন।

ধন্যবাদ।

বিঃদ্রঃ নিচের ছবিযুক্ত যেকোন জায়গা বা এলাকা বা মিছিল থেকে দূরে থাকুনঃ-

mm

By Rashidul Hasan

Founder and currently coordinator of the largest community platform of Bangladeshi people in Germany, named ''Bangladeshi Student and Alumni Association in Germany'' (www.facebook.com/groups/BSAAG) and GermanProbashe.

Leave a Reply