নিজের খরচ মেটাতে কিংবা পেটের দায়েই হোক, কামলা দেয়া আমাদের জার্মান জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। কিন্তু কোনকিছুই যেমন অতিরিক্ত ভাল নয়, তেমনি আপনার ঠিক ততটুকুই কাজ করা উচিত যাতে আপনার চাহিদা মিটে যায়। স্টুডেন্ট হিসেবে বেশি টাকার পেছনে ছোটা হয়ত বুদ্ধিমানের কাজ হবে না। তবে ট্যাক্স নিয়ে বলার আগে যে বিষয়গুলো জানা উচিতঃ-

সাধারণ তথ্য

১, স্টুডেন্ট হিসেবে আপনি ১২০ দিন(সম্পূর্ণ, Full Days) বা ২৪০ অর্ধেক-দিন(Half Days) কাজ করতে পারবেন। এর বেশি কাজ করতে হলে ArbeitsAgentur থেকে অনুমতি নিয়ে হবে এবং সাধারণত তা দেয়া হয় না। তবে একাডেমিক লাইনে কাজ করলে এর চেয়ে বেশি কাজ করার অনুমতি দিয়ে দেয়। তবে এটাও Ausländerbehörde কে জানাতে হবে।

২, ঘন্টা প্রতি আপনার আয় সর্বনিম্ন সাড়ে আট ইউরো থেকে বার ইউরো (এভারেজ) হতে পারে। সবকিছু মিলিয়ে আপনার মাসিক খরচ হতে পারে ৪০০ ইউরো থেকে ৬০০ ইউরো। তাই সেই হিসেবে আয় করতে পারেন। খরচের হিসাব দেখে নিতে পারেন এখানে

৩,  অনেকেই “ল্যাংগুয়েজ স্টুডেন্ট” হিসেবে আসেন, তাঁদের জন্য কাজের অনুমতি পাওয়া সাধারণ শিক্ষার্থীদের তুলনায় বেশ বেশ কঠিন। সাধারণত অনুমতি দেয়া হয় না।

৪, কোথায়, কীভাবে চাকরি পেতে পারেন এজন্য এখানেদেখুন। Student Job/RA/TA/HiWi

৫, স্টুডেন্ট জব/চাকরি করতে হলে যেসকল কাগজপত্রলাগে তা জানতে হলে এখানে দেখুন।

৬, সাধারণত ছয়(৬) ধরণের ইনকাম ট্যাক্স ক্যাটাগরি আছে জার্মানিতে। এটাকে জার্মান ভাষায় বলেঃ ”Steuerklasse”। বেশীরভাগ স্টুডেন্ট ক্যাটাগরি ১ বা Steuerklasse 1 তে ট্যাক্স দিয়ে থাকেন। (হাল-নাগাদ তথ্যের জন্য এখানেদেখুন।)


কয়েকটি জার্মান শব্দ এখানে শিখে নেয়া ভাল। যেমনঃ

    • Ledig – Single
    • Verheiratet – Married
    • Verwitwet – Widowed
    • Alleinerziehend – Single parent
    • Gleichgeschlechtliche Ehe – Same sex marriage
    • Elterngeldbezieher – Parental allowance recipients
    • Getrennt – Separated
    • Zweitjob/Nebenjob – Second job or Side job
  • Rentner – Pensioner


Tax Category I: Single, separated or married not living together who don’t fall into the category II or III.

Tax Category II: Single or separated people living with their child, who are entitled to a child’s allowance.

Tax Category III : For people who are married, husband and wife are living together. Very interesting for people who are married and one of them has a high income while the other one has no income or a low income. Ideally the person with the low income will have Tax Category V and the other Tax Category III.

Tax Category IV : For people who are married, husband and wife are living together. Ideally for married employees while both of them receive similar wages. Both will then have Tax Category IV.

Tax Category V : For people who are married, husband and wife are living together. One of them has a Tax Card of Category III (form more information refer to Tax Category III).

Tax Category VI : For employees who have more than one employer, receiving wages from different employments will need a second or third, or… tax card of Tax Category VI. Ideally the employment with the lower income will get Tax Category VI.


ট্যাক্স

এবার আসা যাক ট্যাক্স এর ব্যাপারে। শিক্ষার্থী হিসেবে আপনি জার্মানিতে পড়তে এসেছেন। তাই নিজের খরচ নিজে চালানোর জন্য আপনার কাজ করতে হতে পার। আর কাজকর্ম করলে ট্যাক্স দিতে হবে। এটা থেকে কোন মাফ নেই। তবে স্টুডেন্ট বা শিক্ষার্থী হিসেবে আপনার জেনে রাখা উচিত নিচের কয়েকটা পয়েন্টঃ

১, ট্যাক্স সবাইকেই দিতে হয়।

২, কাজ সন্ধানের জন্য যে কাগজপত্র লাগবে তা দেখতে পারেন এখানে

৩, আপনার মাসিক আয় ৪৫০ ইউরো হলে, তাহলে আপনাকে ট্যাক্স দিতে হবে না। এটা হল সর্বনিম্ন আয়, যার জন্য ট্যাক্স দিতে হয় না। (একসময় এটা ৪০০ ইউরো/মাস ছিল। তাই হাল-নাগাদ তথ্য দেখুন এখানে। এই মিনি জব বা খন্ডকালীন চাকরির জার্মান হল Geringfügige Beschäftigungen)

৪, এখন মনে করুন আপনি মাসে ৪৫০ ইউরো এর বেশি আয় করলেন। ফলে আপনাকে ট্যাক্স দিতে হল। কিন্তু এর পরিমাণ কত হবে তা জানতে চাইছেন? তাহলে আপনার জন্য রয়েছে ট্যাক্স ক্যালকুলেটর। নির্ধারত জায়গায় লিখুন আপনার মাসিক আয় কত আর হিসাব করে দেখে নিন আপনি কত ট্যাক্স দিচ্ছেন। 🙂

৫, ট্যাক্স দিয়ে মন খারাপ! তাহলে শুনুন, বছরের আপনার আয় যদি ৮,১৩০ ইউরো (হাল-নাগাদ তথ্য এখানে) এর কম হয়, তবে আপনি যে পরিমাণ ইনকাম ট্যাক্স দিয়েছেন তা ফেরত পাবেন। ফেরত পেতে হলে বছর শেষে ফিনাঞ্জামট(Finanzamt) এ গিয়ে বলবেন আপনি Tax Return (Steuererklärung) করতে চাইছেন। বাকি কাজ তারাই করে দিবে। শিক্ষার্থীদের জন্য হিসাব-নিকাশ বিনামূল্যে করে দিয়ে থাকে। Tax Return এর জন্য আবেদন করার পর চার থেকে ছয় সপ্তাহের মাঝে টাকা আপনার ব্যাংক একাউন্টে চলে আসবে। স্টুডেন্ট হিসেবে এতটুকু জানলেই আপাতত কাজ চালিয়ে নিতে পারবেন। 🙂


এত টাকা কই যায়?

এখন বলব খুবই মজার একটি কথা। মনযোগ দিয়ে পড়বেন। খেই হারিয়ে যেন না যায়! এই যে বেতন থেকে অনেক টাকা কেটে রাখে, এটা কিন্তু শুধুমাত্র সরকারী কোষাগারের জন্য না! একজন সাধারণ চাকরিজীবী পাঁচ ধরণের সোশিয়্যাল সিউকিরিটি পেয়ে থাকেন। তাই সব টাকা সরকার নিয়ে যায়, এটা ঠিক না। বরং এটা আপনার ভবিষ্যতের জন্যই সংরক্ষণ করা থাকে। সেগুলো হলঃ


জার্মানি অবশ্যই স্বল্প রাজস্ব আদায়কারী দেশ নয়! কিন্তু এটি এত খারাপও না যতটা সবাই মনে করে। অনেকেই বলে ট্যাক্স রেট প্রায় ৫০% এর কাছাকাছি বা এইরকমই বেশী। কিন্তু আপনি জানেন কি ব্যাক্তিবিশেষে যার বার্ষিক আয় ৫০,০০০ ইউরো তার ট্যাক্স ১২,০০০ ইউরো মানে ২৪% ট্যাক্স এবং যারা বিবাহিত এবং যদি তাদের সম্মিলিত বার্ষিক আয় ৮০,০০০ ইউরো হয় তবে দিতে হবে ১৬,০০০ ইউরো তার মানে ২০% ট্যাক্স। এভাবে বিভিন্নভাবে ট্যাক্স বাড়ে কমে। অতি উৎসাহীদের ট্যাক্স ক্যালকুলেটরব্যবহার করতে অনুরোধ করা হল। 🙂

সূত্রঃ উইকি


প্রশ্ন?তাহলে কমেন্ট সেকশনে লিখুন। আমরা উত্তর করার চেষ্টা করব।

আরো পড়তে পারেন

জার্মানিতে স্টুডেন্ট এসিস্টেন্টশিপ বা HiWi

জার্মান কোন কোম্পানিতে চাকরি পেতে হলে কোন লেভেল পর্যন্ত জার্মান শেখা উচিত?

জার্মান ভাষায় চাকরির ইন্টার্ভিউর জন্য কীভাবে প্রস্তুতি নিবেন

জার্মান প্রবাসে কীভাবে চাকরি খুঁজতে হবে? (হাসিব মাহমুদ)

স্বপ্ন এবং বাস্তবতার জার্মান জীবন-যাপন – স্টুডেন্ট জব

খন্ডকালীন চাকরি, ডায়ামলার(মার্সিডিস-বেঞ্জ) – Ferienjob In Daimler

খন্ডকালীন চাকরির নিয়মকানুন – Laws of Part-Time Work in Germany

জার্মানিতে স্টুডেন্ট জবের ধরণ ও কাজের আইন

স্টুডেন্ট থাকা অবস্থায় জার্মানিতে পয়সা উপার্জন করার পন্থাসমূহ

mm

By Rashidul Hasan

Founder and currently coordinator of the largest community platform of Bangladeshi people in Germany, named ''Bangladeshi Student and Alumni Association in Germany'' (www.facebook.com/groups/BSAAG) and GermanProbashe.

9 thoughts on “শিক্ষার্থীদের জন্য খন্ডকালীন চাকরির ট্যাক্স এর হিসাব এবং আইন-কানুন”
  1. আমার জন্ম ১৯৭৮ ইং। আমি ২০০৪ ইং বি-এস-সি ইন কমপিউটার সাইন্স এ পাশ করার পর প্রায় ১১ বছর ধরে আইটি তে চাকুরি করছি। এখনও চাকরি করছি। ২০০৪ ইং এর পর আমার মাস্টার্স করার ইচ্ছা থাকলেও বাস্ততা বা বিভিন্ন কারনে করা হয় নাই। গ্রাডুয়েশন করার পর ২০১৬ ইং অর্থাৎ ১২ বছর পর আমি যদি এখন মাস্টার্স করার জন্য জার্মানি আসতে চাই, সেক্ষেত্রে আমার সম্ভাবনা কতটুকু আছে? কি কি করতে হবে? জার্মানি ল্যাংগুয়েজ শেখার পর পড়ালেখা করতে পারবো কিনা, এসব ব্যাপারে বিস্তারিত জানালে অনেক ক্ ত জ্ঞ থাকবো। আপনাদের সু পরামর্শ ও উত্তরের অপেক্ষায় থাকলাম।

    অগ্রিম ধন্নবাদ আপনাদের সবাইকে।

    Montazer

    1. মন্তাজের ভাই, প্রক্রীয়া নিয়ে মানুশের মাথায় যতরকম প্রশ্ন আস্তে পারে তার সব কিছুর উত্তরি বিভিন্ন লেখার মদ্ধ্যে ইতিমধ্যেই এখানে দেওয়া আছে, আপনাকে একটু কষ্ট করে খুজে বের করতে হবে শুধু। তাই সেগুলো নিয়ে কথা বলতে চাই না, তবে আমার অবস্থাও আপনার কাছাকাছি, তাই মনষিক দৃষ্টীকোন থেকে কিছু কথা বলি। আমি ২০০৬ সালে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শেষ করেই চাকরী করা শুরু করি। এর মধ্যেই ইভিনিং এ ক্লাস করে ২০০৯ এ ব্যাচেলর আর ২০১১ তে এমিএ শেষ করেছি। তবে সিরিয়াস টাইপ পরালেখা ঐ ২০০৯ পর্যন্তই। ২০১৫ তে দেশ ছেরে আসার সময় ৮ বছরের বেশি চাকরি করা হয়েছে। শেষ চাকরী একটি টিভি চ্যানেলের মধ্যম পর্যায়ে, শীর্ষে ওঠার সিড়ি ও মসৃন ই ছিলো, কিন্তু নিজের মনেই ভয় ছিলো শীর্ষপদে শক্ত পায়ে দাড়াবার মত বিদ্যার কিছুটা ঘাটতি আছে, তাই অনেক কঠিন হলেও ২ বছরের জন্যে সব ছেরে আসার সিদ্ধান্ত নেই। এখানে এসে প্রথম চ্যালেঞ্জ মানসিকতার পরিবর্তন। আগে ছোটোখাটো ব্যাপার গুলো জুনিয়ার দের বললে ওরাই করে ফেলতো, আপনাকে এখানে সব নিজেকে করতে হবে 😉 । এরপরে পড়ালেখা, ২০০৯ এর পরে হটাত করেই যখন মহা সিরিয়াস টাইপ পরালেখা শুরু করতে হলো তখন মাথায় আকাশ ভেঙ্গে পরলো। তবে কাছিম কামড় দিয়ে লেগে ছিলাম। লেগে থাকলে আস্তে আস্তে দেখবেন মনবল ফিরে এসেছে। শেষ শেখার ইচ্ছা শক্তি, এইটা থাকলে দুনিয়ার কোনো প্রফেসর আপনাকে আটকাতে পারবেনা, আর ভাই ১১ বছর যেহেতু চাকরী করেছেন তাই প্রোগ্রাম ঠিক মত সিলেক্ট করতে পারলে ঐটার কোনো অভাব হবে নারে ভাই ঃ)

      1. খুবই সুন্দর একটি মন্তব্য। আরো কিছু যোগ করে এই বিষয়ে একটা আর্টিকেল লিখে ফেলতে পারেন। অনেক মানুষের আশার প্রতীক হবে। 🙂

  2. hello vaia, ami humayra disha.amar graduation 2016 ar December a shesh hobe tar por ami Germany te apply korte chassi.kivabe apply korbo kon link a giye? ar THM(Tourism and Hospitality management) ar jonno kon university amar jonno valo hobe jodi ektu kindly janan please.

    1. If you are a student, just go to the Finanzamt near you and tell them that you would like to do that. They will guide you all the way. It takes 10 to 15 min to fill up the form. Thanks.

Leave a Reply