আমাদের সম্পর্কে

aboutus-germanprobashe

জার্মান প্রবাসে মূলতঃ প্রবাসী বাংলাদেশিদের সাথে দেশের একটি যোগসূত্র। জার্মান প্রবাসের ফেসবুকের ফ্যান/ফলোয়ার্স আজ অর্ধলক্ষেরও বেশি। এই পোর্টালটি ২০১৬ সালে ডয়েচে ভেলের বিখ্যাত দ্যা ববস এওয়ার্ড এর বাংলা ক্যাটাগরিতে সেরা হওয়ার খেতাব লাভ করেছে।

একজন শিক্ষার্থী জার্মানিতে পড়তে আসার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ, কোর্স বা ইউনিভার্সিটি নির্বাচন, এপ্লিকেশন করার পদ্ধতি, ভিসা মোকাবিলা, আসার পর করনীয় কাজ সমূহ, স্টুডেন্ট জব খোঁজা ইত্যাদি ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত সব তথ্যই আছে জার্মান প্রবাসে ওয়েবসাইটে।  

অন্যদিকে, জার্মান প্রবাসীদের জন্য আছে তাদের নিত্যদিনের নানান বিষয় যেমনঃ কোথায় কী জিনিস কেনা যায়, ড্রাইভিং, ইন্সুরেন্স, দেশে টাকা পাঠানো, ঘোরাঘুরি, ক্যারিয়ার, চাকরি খোঁজা, ব্লু-কার্ড ইত্যাদি বিভিন্ন বিষয়ের উপর আর্টিকেল। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আমাদের কন্টেট রাইটাররা প্রায় সবাই জার্মান প্রবাসী। তাই জার্মানির বর্তমান এবং ভবিষ্যতের সত্যিকার চিত্র তুলে ধরার অনন্যোতম প্লাটফর্ম জার্মান প্রবাসে।

এছাড়া, আমাদের “জার্মান প্রবাসে” অনলাইন ম্যাগাজিন, দেশে উচ্চশিক্ষা এবং ক্যারিয়ার বিষয়ক সেমিনার, এজেন্সি/দালালদের বিরুদ্ধে গ্ণসচেতনতা, জার্মান ভাষা শিক্ষা কার্যক্রমসহ বিভিন্ন উদ্যোগের কেন্দ্রবিন্দুতে রয়েছে অনলাইন পোর্টালটি।

যদিও আমরা মনে করি, আপনি এবং আপনারা সবাই মিলে আমাদের পুরো জার্মান প্রবাসে পরিবার। কিন্তু তারপরও কিছু মানুষ আছেন যারা প্রতিনিয়ত জার্মান প্রবাসেকে দেখাশোনা করছেন। তাঁদের নাম এবং সংক্ষিপ্ত পরিচয় নিচে দেয়া হল। ধন্যবাদ।

যেকোন প্রশ্নে ইমেলঃ [email protected]

We are a non-profit org. So if anyone of this group tries to claim money, let the admins or other group members know. Thanks.

Twitter: @BSAAG কিংবা @GermanProbashe

প্রতিষ্ঠাকালঃ ২৫শে জুলাই, ২০১১

কবে, কখন, কিভাবে প্রতিষ্ঠিত হলঃ http://www.youtube.com/watch?v=YlvjsQKxEd4


আমরা যারা জার্মান প্রবাসে

[tmm name=”%e0%a6%86%e0%a6%ae%e0%a6%b0%e0%a6%be-%e0%a6%af%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be-%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8″]

ওয়েবসাইট টিম

[tmm name=”%e0%a6%93%e0%a7%9f%e0%a7%87%e0%a6%ac%e0%a6%b8%e0%a6%be%e0%a6%87%e0%a6%9f-%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%ae”]