জার্মান-প্রবাসে সাইটের পক্ষ থেকে বৈশাখ-২০১৫ উপলক্ষ্যে ফটো-উৎসবের আয়োজন:

আমরা জার্মানিতে/বাংলাদেশে বসবাসরত বাংলাদেশিদের মাঝে ১লা বৈশাখ উপলক্ষ্যে একটি ফটো-উৎসবের আয়োজন করতে চাইছি। এই উৎসবের আইডিয়া খুব সিম্পল:

১) আপনারা আপনাদের ভার্সিটি/শহরে করা বৈশাখী উৎসবের ছবি তুলুন। (জার্মানি বা বাংলাদেশ)
২) ছবি আপলোড করবেন ফ্লিকারে/ফেসবুকে।
৩) ছবি পাঠাতে/পোস্ট করতে পারেন কিংবা যেকোন প্রশ্নে মেসেজ পাঠাতে পারেন এই পেইজেঃ “জার্মান প্রবাসে” বা ইমেল করুনঃ [email protected] এ।
৪) কিংবা ছবি পোস্ট করতে পারেন আমাদের গ্রুপেঃ বাংলাদেশি স্টুডেন্ট এন্ড এলাম্নাই এ্যাসোসিয়েশন ইন জার্মানি (৪৪,০০০+ মেম্বার্স)
৫) ডেডলাইনঃ ৩০/০৪/২০১৫


বিশেষ দ্রষ্টব্যঃ

  • সকল ভার্সিটির উৎসবগুলো স্থান পাবে আমাদের ম্যাগাজিন, ওয়েবসাইট, ফেসবুক গ্রুপ এবং পেইজে
  • নির্বাচিত ছবির মধ্যে কম্পিটিশনের মাধ্যমে সেরা ছবি নির্বাচন করা হবে এবং সেই ছবিটি গ্রুপের/পেইজের কাভার ফটো করা হবে উদ্যোক্তা/শহর/স্টেইটের নামসহ!
mm

By Rashidul Hasan

Founder and currently coordinator of the largest community platform of Bangladeshi people in Germany, named ''Bangladeshi Student and Alumni Association in Germany'' (www.facebook.com/groups/BSAAG) and GermanProbashe.

Leave a Reply