এখান থেকে এতো বেশি তথ্য পেয়েছি এখানে নিজের অভিজ্ঞতা প্রকাশ করা দায়িত্ব মনে করি। তাই আজ আমার ভিসা ইন্টার্ভিউ এর অভিজ্ঞতা শেয়ার করছি। অনেক দিন ধরে লিখবো ভাবছিলাম, আলসতার কারণে হয়ে উঠে নি। তাই আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি।

আরো পড়তে পারেনঃ আইইএলটিএস(IELTS) স্কোর ৫.৫ নিয়ে কি ভিসা সাক্ষাৎকার দেয়া উচিত?

আমি ইন্টার্ভিউ দিয়েছি ০৭ ই জানুয়ারি ২০১৬। সকাল ৮ টা ৩০ তে ইন্টার্ভিউ। টাইম এর আগেই পৌঁছে যাই। আমি একাই ছিলাম স্টুডেন্ট সকালের টাইমে। যা যা ডকুমেন্ট সাজাতে বলল সেভাবে সাজালাম। প্রায় ১ ঘণ্টা বসে থাকার পর আমার নাম ডাকলো ১ নং কাউন্টারে দুরু দুরু বুকে ঢুকলাম। এর পরের Question নিচে তুলে ধরলাম।


যেভাবে কাজ করে জার্মান এমব্যাসি ঢাকা online student visa appointment পদ্ধতি


ভিসার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র


ভিসা ইন্টার্ভিউ

VO: Good Morning! You are ……?

Then VO asked me to give my finger print, 3 times may be.

VO: What are doing now?

VO: I can see you have completed your BSc in 2007, in which subject?

VO: Can you explain me difference between Electrical & Electronic?

VO: In what area are you working now? What is your responsibility?

VO: So, you have been selected as a student at Kiel University of Applied Science, right?

VO: In which subject? ME: In MSc in Information Engineering.

VO: Well, can you describe what courses you need to take are?

VO: Why do you want to go to Germany?

VO: Why you need to go to Germany, then?

VO: What is your future plan?

VO: How you use your MSc degree in future?

Then he gave me deposit slips for fees and asked me to return him one. It will take 5-7 Minutes for my interview. Now i’m waiting for Visa. Please keep me in your prayers.


এছাড়া পড়তে পারেনঃ

mm

By Raihan Islam

বাংলাদেশে পড়েছি AIUB তে। পড়ছি/পড়ব জার্মান কোন বিশ্ববিদ্যালয়ে! :)

5 thoughts on “ভিসা সাক্ষাৎকার অভিজ্ঞতা ০৭/০১/২০১৬”
    1. অবশ্যই ভাই জানাবো, দোয়া করবেন 🙂 আমি সামার ২০১৬ এর জন্য এপ্লাই করেছি

  1. ভাই আপনি কি কোনো accommodation letter দিয়েছিলেন , actually আমি confused , is it mandatory or not? যদিও instructions এ নাই but still অনেকেই বলে accommodation letter submit করতে হবে।

    1. এটা লেখা নেই। কিন্তু ভিসা অফিসাররা এটা অটোমেটিক চায়। ৮০% ক্ষেত্রে। মনে করতে পারেন এটা একটা অলিখিত নিয়ম। আপনি কোথায় থাকবেন তার সুনির্দিষ্ট একটা উত্তর থাকতে হবে।

Leave a Reply