এটি বাংলাদেশ দূতাবাস, বার্লিনঃ ‘কনস্যুলার বিভাগ’ এর বিশেষ ঘোষণা।
পাসপোর্ট এর ব্যাপারে আরো জানতেঃ https://www.germanprobashe.com/archives/category/passport
অফিশিয়াল ওয়েবসাইটঃ http://www.bangladeshembassy.de/
Circular on Concular Services (25 January 2016)
The consular service of Bangladesh Embassy in Berlin will remain suspended from 27 – 29 January 2016 (Wednesday – Friday) due to the process of relocation of the Chancery/ Office of the Embassy.
The new address and timing of resumption of the consular services will be announced at the Embassy website:www.bangladeshembassy.de as well as posted on the notice board and entrance of the office building. The Embassy regrets the unavoidable inconveniences.
সম্মানিত Machine Readable Passport (এমআরপি) আবেদনকারী,
১) সকলের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশ দূতাবাস, বার্লিন –এর চ্যান্সারী ভবন (অফিস ভবন) স্থানান্তর করার কাজ চলছে। নতুন ঠিকানায় Machine Readable Passport (এমআরপি) এর সিস্টেম স্থাপনের জন্য ঢাকার পাসপোর্ট অধিদপ্তর–এর ইঞ্জিনিয়ার/টেকনিশিয়ান –এর সহায়তা প্রয়োজন। তাই নতুন ঠিকানায় এমআরপি সিস্টেম স্থাপন করে কাজ শুরু করা মাত্রই পুনরায় এ্যাপয়ন্টমেন্ট/ সাক্ষাতকার গ্রহনের প্রক্রিয়া শুরু হবে।
২) এছাড়াও দূতাবাস জানুয়ারী-২০১৬ –এর শেষ দিক থেকে ফ্রাঙ্কফুট সহ আরও কয়েকটি বড় শহরে মোবাইল এমআরপি সিস্টেম সেবা প্রদান শুরু করবে। কোন শহরে কোন তারিখে মোবাইল এমআরপি সিস্টেম সেবা প্রদান করা হবে তা দূতাবাসের ওয়েবসাইটে জানানো হবে।
৩) হাতে লেখা পাসপোর্ট প্রদানসহ দূতাবাসের অন্যান্য সকল সেবা (এমআরপি ব্যতীত) যেমন- ভিসা, এনভিআর, সার্টিফিকেট/ ডকুমেন্ট সত্যায়ন, হাতে লেখা পাসপোর্ট নবায়ণ ইত্যাদি যথারীতি পূর্বের মতই চালু রয়েছে।
৪) টেকনিক্যাল কারণে অপ্রত্যাশিত সাময়িক অসুবিধার জন্য বাংলাদেশ দূতাবাস আন্তরিকভাবে দু:খ প্রকাশ করছে।
কনস্যুলার বিভাগ
বাংলাদেশ দূতাবাস, বার্লিন
———————————–
কার্টেসিঃ রেজা আল সাদ
———————————–
আরো পড়তে পারেনঃ
- প্রবাসী বাংলাদেশীদের MRP পাসপোর্টের সাতকাহন
- পাসপোর্ট তৈরির অভিজ্ঞতা – বাংলাদেশ
- MRP Passport Berlin এবং একজন মোহাম্মদ আলী মহসিন রেজা
- ‘যার ধন তার ধন নয়, নেপোয় মারে দই’: কীভাবে বার্লিনে নির্ধারিত হল MRP পাসপোর্টের ফি? অজানা কিছু কথা
- এম, আর, পি বা ডিজিটাল পাসপোর্ট করবেন যারা পর্ব ২
- এম, আর, পি বা ডিজিটাল পাসপোর্ট করবেন যারা :পর্ব ১