ডিএএডি রিজিওন্যাল স্কলারশিপ/বৃত্তি বাংলাদেশ এবং নেপালের শিক্ষার্থীদের জন্য যা দেয়া হবে আইআইটি বোম্বে তে মাস্টার্স করার জন্য (DAAD Regional Scholarship Programme for Students from Bangladesh and Nepal for Master studies at the Indian Institute of Technology (IIT) Bombay)! ভারতের IIT গুলো হল বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়য়ের মধ্যে অন্যতম। ফ্রম QS র‍্যাঙ্কিংঃ IITB ranks at 222 in the World, No.1 in India! এখানকার গ্র্যাজুয়েটদের গুগল, মাইক্রোসফট, ফেইসবুক, ইন্টেল ইত্যাদি কোম্পানি সরাসরি ক্যাম্পাস রিক্রুটমেন্ট এর মাধ্যমে নিয়ে নেয়! তাই এখানে পড়তে পারা মানে ক্যারিয়ার নিয়ে সকল চিন্তা ভুলে যাওয়া! এমনকি পড়াশোনা শেষ হওয়ার আগেই বেতন হয়ত হবে ১ কোটি রুপি! টাকাপয়সা সব নয়। তাদের বিশ্বমানের রিসার্চ এর অভিজ্ঞতা আপনাকে এগিয়ে নেবে অনেকদূর! তাই তাড়াতাড়ি প্রিপারেশন নিন এবং এপ্লাই করুন! বাংলাদেশের পতাকা কিন্তু আপনার হাতেই। ধন্যবাদ!

আরো পড়তে চাইলেঃ ডিএএডি রিজিওন্যাল স্কলারশিপ/বৃত্তি – আইআইটি বোম্বে(IIT Bombay)


The DAAD has announced its Regional Scholarship Programme for students from Bangladesh and Nepal for Master and PhD studies at the Indian Institute of Technology (IIT) Bombay, India.

A webinar to introduce the programme to prospective applicants and their mentors in Bangladesh and Nepal, and to give an overview of the application procedure, timeline etc. will take place as follows:


DAAD Regional Scholarship Programme for Students from Bangladesh and Nepal

Thursday, 4 February 2016, 15:00 hrs Indian Standard Time (BD time 14.30)

Venue: Any place convenient to you with a good internet connection

Registration: https://attendee.gotowebinar.com/register/8984454029756994306


This information is also available on DAAD’s website:

http://www.daaddelhi.org/en/23920/index.html


এছাড়া পড়তে পারেনঃ

mm

By টিম জার্মান প্রবাসে

আমি জার্মান প্রবাসে! আপনাদের সাথে ছিলাম, আছি, থাকব! :)

Leave a Reply