ভদ্রলোক TU Darmstadt এ পিএইচডি করছেন ২০০৭ সাল থেকে।
কী মনে হল! কয়েকদিন আগে পাব্লিশ করলেন একটি ইউটিউব ভিডিও।
সেখানে তিনি প্রকাশ করলেন জঙ্গি সংগঠন ISIS এর বিরুদ্ধে মার্কিন আগ্রাসন এবং অবিচারের কথা।
কিন্তু বুদ্ধি(!) করে তা করেছিলেন এরাবিক ভাষায়।
আরো প্রকাশ করলেন কেন তিনি ভালবাসেন, জার্মানি! 🙂
এখানে দেখা যাচ্ছে ভদ্রলোক কীভাবে সে কথা বলতে চেয়েছেন তারই একঝলক (ছবিঃ Spiegel)
ফলাফলঃ
১, ভদ্রলোককে গ্রেফতার করা হয়েছে।
২, তাকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে জঙ্গিবাদের সাথে যোগসাজশের অভিযোগে।
The doctoral committee of the Mathematics Department decided to withdraw the acceptance of the doctoral project without notice. "He will be de-registered as of March 31, the end of the current winter semester", said the university.
তাই এত দ্বারা সকলকে অনুরোধ করা হচ্ছে, এই ধরণের মনোভাব যদি থেকে থাকে, তবে আপাতত জার্মানি আপনার জন্য নয়।
ভাল থাকুন। সুস্থ থাকুন। সকল জঙ্গি সংগঠন থেকে দূরে থাকুন। নিরাপদে থাকুন। 🙂
তথ্যসূত্রঃ Spiegel, TU Darmstadt
এছাড়া পড়তে পারেনঃ
- এজেন্সি- স্বপ্ন ও বাস্তবতা (পর্ব ১ )
- এজেন্সি – স্বপ্ন ও বাস্তবতা (পর্ব 2 ) – ফাঁদে পা দেয়া
- এজেন্সি – স্বপ্ন ও বাস্তবতা (পর্ব ৩ ) -বিশ্বাস এখানে ও সেখানে
- এজেন্সি – স্বপ্ন ও বাস্তবতা (পর্ব ৪)- খরচের আসল হিসাব
- এজেন্সি – স্বপ্ন ও বাস্তবতা- (পর্ব ৫ )- ইনকাম এর হিসাব
- এজেন্সি স্বপ্ন ও বাস্তবতা- পর্ব ৬ – ভুলের সূচনা
- এজেন্সি- স্বপ্ন ও বাস্তবতা (পর্ব ৭) – বন্ধুত্বতা
- এজেন্সি- স্বপ্ন ও বাস্তবতা (পর্ব ৮ ) – সম্মান আর ভালবাসা
- এজেন্সি- স্বপ্ন ও বাস্তবতা (পর্ব ৯ ) – নতুন আত্মপরিচয়
- এজেন্সি- স্বপ্ন ও বাস্তবতা (পর্ব ১০ ) – স্বপ্ন ভাঙ্গার প্রহর
- এজেন্সি- স্বপ্ন ও বাস্তবতা (পর্ব১১ ) – বাংলাদেশি মেয়ের স্বপ্নভঙ্গ
- এজেন্সি- স্বপ্ন ও বাস্তবতা (পর্ব ১২ ) – স্পেশ্যাল কনট্রাক্ট
- Agency: এজেন্সি/দালাল – মেহেদি হাসানের প্রতারণার ফাঁদ থেকে সাবধান – পর্ব – ১
- Agency: এজেন্সি/দালাল – মেহেদি হাসানের প্রতারণার ফাঁদ থেকে সাবধান – পর্ব – ২(Audio Clips)