আমি Kempten University of Applied Science এর এপ্লিকেশন ফর্ম (application form) পূরণ করতে গিয়ে মোটামুটি কিছু কনফিউশনে পরে গিয়েছিলাম। বড় ভাইদের সাহায্য নিয়ে আমি যে গুলো সমাধান পাই। সময় মত আপনি বড় ভাই দের নাও পেতে পারেন । তাই অ্যাপ্লিকেশন ফর্মের এ টু জেট কিভাবে পূরণ করতে হবে এই লেখাটা পড়লেই আশা করি বুঝবেন । উল্লেখ্য যে, এইটা Kempten University of Applied Science এ Master’s Study “Electrical Engineering” এর Application Form।

প্রথম অংশঃ Personal Details

  • First/Given name(s): আপনার নামের প্রথম অংশ লিখবেন। যেমনঃ আমার নাম Md. Sajjad Hossain সুতারং  First/Given name হবে Md. Sajjad
  • Surname/Family name(s):আপনার নামের শেষ অংশ লিখবেন। যেমনঃ আমার নাম Md. Sajjad Hossain সুতারং  Surname/Family name(s) হবে Hossain
  • Date of birth (dd/mm/yyyy ) : আপানার সার্টিফিকেট অনুযায়ী লিখবেন।
  • Nationality: বাংলাদেশি হলে লিখবেন Bangladeshi.
  • Email address: খুব গুরুত্বপূর্ণ কারণ অফার লেটারের সফট কপি এই ইমেলাই আসবে।
  • Home address: মানে পার্মানেন্ট এড্রেস বা স্থায়ি ঠিকানা ।
  • Correspondence address: মানে প্রেজেন্ট এড্রেস বা অস্থায়ি ঠিকানা।

দ্বিতীয় অংশঃ Study Background

  • Name and location of university: এখানে আপনার বিশবিদালয়ের নাম এবং কোন জায়গাতে অবস্থিত লিখবেন। যেমনঃ Dhaka University, Dhaka.
  • Study and optional specialization: আপনি কোন বিষয়ে বি এস সি কমপ্লিট করেছেন তার নাম এবং ঐটার মেজর লিখবেন। যেমনঃ Electrical and Electronics Engineering (Specialised in Power)
  • Study period from /to: লিখবেন।
  • Total number of semesters: লিখবেন।
  • Degree: শুধু  BSc লিখবেন না ।  BSc এর পুরোটা  Bachelor of Science লিখবেন।
  • Grade: আপনার সি জি পি এ অনুযায়ীয়  আপনার ভার্সিটির গ্রেডিং সিস্টেমে যেই গ্রেডে পরবে সেইটা লিখবেন। যেমনঃ A, B, C etc.
  • CGPA: লিখবেন।
  • Percentage of maximum achievable points: আপনার ভার্সিটির গ্রেডিং সিস্টেম অনুযায়ী আপনার সি জি পি এ এর ভিত্তিতে বের করে নিবেন।

তৃতীয় অংশঃ English Proficiency

মনে রাখবেন এখানে আপনি যেই ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট দিয়ে আপ্পলাই করতেছেন সেইটা পূরণ করে বাকি দুইটা ঘর খালি রাখবেন।

  • TOEFL (IBT) – Grade: টোফেল স্কোর লিখবেন।
  • IELTS – Grade: এখানে গ্রেড মানে আপনার আই ই এল টি এস স্কোর । যেমনঃ ৭ হলে ৭ লিখবেন , ৬.৫ হলে ৬.৫ লিখবেন ।
  • Bachelor’s study completely taught in English (evidence required): যদি মিডিয়াম অফ ইন্সট্রাকশন সার্টিফিকেট দিয়ে আপ্লাই করেন তাহলে লিখবেন Yes.

চতুর্থ অংশঃ Attached Documents

  • যে সকল ডকুমেন্ট দিতে বলা হয়ছে সেই গুলোর পাশে টিক চিহ্ন দিবেন।

শেষ অংশঃ

  • Place:কোথাই থাকেন সেই জায়গার নাম। যেমনঃ ঢাকা থাকলে লিখবেন Dhaka.
  • Date (dd/mm/yyyy):সিগনেচার যে ডেটে করবেন সেই ডেট লিখবেন।
  • Signature: উপরের সকল তথ্য কম্পিউটার দিয়ে পূরণ করে প্রিন্ট আউট বের করে কলম দিয়ে নিজের হাতে সাইন করবেন।

আরো পড়তে পারেনঃ

 

mm

By Sajjad Hossain

আমি সাজ্জাদ। পড়ছি/পড়ব জার্মান কোন একটি বিশ্ববিদ্যালয়ে।

One thought on “Kempten University of Applied Science এর এপ্লিকেশন ফর্ম পূরণ !”
  1. ভাইয়া। খুব জানতে ইচ্ছে করছে, এরকম সিম্পল একটা এপ্লিকেশন ফর্ম পূরণ করতে মেট্টিক পাশ ছেলেরও সমস্যায় পড়ার কথা না। আপনি সমস্যায় পড়লেন কিভাবে?

Leave a Reply