কিছুদিন আগে UIU তে আমাদের একটি সেমিনার হয়েছিল। সেখানে উপস্থিত সকলের মাঝে বিনামূল্যে এই পোস্টারটি বিতরণ করা হয়। অনেকেই এরপর আমাদের কাছে জানতে চেয়েছেন যে কীভাবে এটা আপনারা পেতে পারেন। আপনাদের সুবিধার জন্য ঐ পোস্টারটির ডাউনলোড লিংক আমরা এখানে যোগ করে দিচ্ছি। প্রিন্ট করে দেয়ালে টাঙ্গিয়ে রাখুন কিংবা পড়ার টেবিলের উপর সেঁটে দিন। চোখের সামনে থাকলে ভুল হওয়ার সম্ভাবনা কমে যায়। এটা বৈজ্ঞানিক সত্য! 🙂
- যদি আপনার ইউনিভার্সিটিতে করতে চান কোন সেমিনার তবে আমাদের সাথে যোগাযোগ করুন! যেকোন প্রশ্ন/সাজেশনের জন্য মেসেজ পাঠানঃ [email protected] বা ফেসবুক পেইজে! ধন্যবাদ।
- সেমিনার নিয়ে সকল পোস্ট দেখতে পারেন এখানে।