.

জার্মানির বিভিন্ন বৃত্তি প্রদানকারী সংস্থার মাঝে Baden-Württemberg Foundation অন্যতম। তবে এই বৃত্তি পেতে হলে আপনাকে Baden-Württemberg স্টেট কিংবা সেটার পার্টনার কোন বিশ্ববিদ্যালয়ে পড়তে হবে। Baden-Württemberg এও কিন্তু অনেক ভাল ভাল বিশ্ববিদ্যালয় আছে, যেমনঃ স্টুটগার্ট ইউনিভার্সিটি, উলম ইউনিভার্সিটি, কার্লসরুহে ইউনিভার্সিটি ইত্যাদি।  🙂

 

এটি ২০০০ সালে প্রতিষ্ঠিত হয়। এই ফাউন্ডেশনের এসেট বা সম্পদের পরিমাণ এই মুহুর্তে প্রায় ২.২  বিলিয়ন ইউরো এবং প্রতি বছর বিভিন্ন প্রজেক্ট এর পেছনে এই সংস্থা ৩০ থেক ৪০ মিলিয়ন ইউরো ব্যয় করে থাকে ( হিসাব ২০১৪ সাল পর্যন্ত)।

কাদের বৃত্তি দেয়া হবে

সাধারণত স্নাতক (আন্ডার-গ্র্যাজুয়েট), মাস্টার্স এবং পিএইচডি লেভেলে এই বৃত্তি দেয়া হয়।

কয়জনকে বৃত্তি দেয়া হবে

সাধারণত প্রতি বছর ১৪০০ জন নতুন প্রার্থীকে বৃত্তি দেয়া হয়।

এপ্লিকেশন ডেডলাইন

সাধারণত ডেডলাইন ২৮শে ফেব্রুয়ারি কিংবা ৩১শে মার্চ (পরবর্তী উইন্টার সেমিস্টারে জন্য), ৩১শে আগস্ট কিংবা ১৫ই অক্টোবর (পরবর্তী সামার সেমিস্টারের জন্য)। তবে অফিশিয়াল ওয়েবসাইটে চোখ বুলাতে হবে। এখানে খুঁজে দেখুন কিংবা আপনার ইউনিভার্সিটির ওয়েবসাইটে দেখুন।


বৃত্তি নিয়ে আরো কিছু


স্কলারশিপের পরিমাণ

শিক্ষার্থীদের সাধারণত মাসে ৫০০ ইউরো থেকে সর্বোচ্চ ১৪০০ ইউরো বৃত্তি দেয়া হয়।

কতদিন বৃত্তি দেয়া হবে

সর্বনিম্ন ৩ মাস থেকে সর্বোচ্চ ১১ মাস।

এপ্লিকেশন করতে সাধারণত কী কী ডকুমেন্ট লাগে

কয়েকটি ধাপে বেশকিছু ডকুমেন্ট পূর্ণ করতে হয়। সেটার বিস্তারিত পাবেন এখানে। উদাহরণ হিসেবে KIT কে নেয়া হল। কিংবা এখানেও দেখতে পারেন। এটা মানহাইম ইউনিভার্সিটিতে দেয়া আছে এবং তথ্যগুলো ইংরেজিতে।

জার্মান দক্ষতা লাগবে?

না, এখনও পর্যন্ত এরকম কিছু লাগে না যদি আপনার কোর্স ইংরেজিতে হয়। তবে অফিশিয়াল ওয়েবসাইট থেকে দেখে নিবেন।

প্রার্থীদের যেসকল যোগ্যতা থাকবে হবে

  • ভাল ফলাফল/রেজাল্ট
  • সঙ্কল্প
  • সামাজিক কর্মদক্ষতা
  • সাধারণ জ্ঞান
  • সৃজনশীল চিন্তা
  • যোগাযোগের দক্ষতা

আবেদন/এপ্লিকেশন করার পদ্ধতি

এই লিংকে গিয়ে রেজিস্ট্রেশন করা যায়। কিন্তু তার আগে অবশ্যই আপনার বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল অফিসে সঠিক তথ্য নিয়ে আসতে হবে।

কারণ এই স্কলারশিপে আবেদন করতে হলে সর্বপ্রথম ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল অফিস থেকে প্রয়োজনীয় তথ্য জেনে নেয়ার জন্য বলা হয়েছে। তবে সাধারণত বাকি পদক্ষেপগুলো অন্যান্য স্কলারশিপগুলোর মতই। বিস্তারিত পাবেন এখানে। উদাহরণ হিসেবে স্টুটগার্ট ইউনিভার্সিটিকে দেয়া হল।

যোগাযোগ করতে চাইলে

BADEN-WÜRTTEMBERG INTERNATIONAL
Gesellschaft für internationale wirtschaftliche und wissenschaftliche Zusammenarbeit mbH

Haus der Wirtschaft
Willi-Bleicher-Str. 19
70174 Stuttgart

Tel +49 (0)711 227 87-0
Fax +49 (0)711 227 87-72

E-Mail: [email protected] und [email protected] 

অফিশিয়াল ওয়েবসাইট

http://www.bwstiftung.de/ কিংবা http://www.bw-stipendium.de/ (জার্মান ভাষায়, তাই ক্রোম ব্রাউজার ব্যবহার করতে পারেন। এরপর রাইট বাটন ক্লিক করে ইংরেজি করে নেয়া যায়।)


আরো পড়তে পারেনঃ

 

তথ্যসূত্রঃ bwstiftung.de, DAAD.de

mm

By Rashidul Hasan

Founder and currently coordinator of the largest community platform of Bangladeshi people in Germany, named ''Bangladeshi Student and Alumni Association in Germany'' (www.facebook.com/groups/BSAAG) and GermanProbashe.

Leave a Reply