প্রথম ছবিটা হলো বার্লিনের অন্যতম দর্শনীয় স্থান ‘ফার্নসেহটার্ম বার্লিন'(Fernsehturm Berlin) যেটার আংরেজী নাম হইলো বার্লিন টিভি টাওয়ার। দ্বিতীয়টা বার্লিনের আরেক বিখ্যাত স্থাপনা ‘বার্লিন ক্যাথেন্ড্রাল’ যেটা বার্লিন ডোম নামেও পরিচিত।
আর তৃতীয় ছবিটা হলো পার্ক ইন’র। ‘ডন ২’ মুভিতে শাহরুখ খান এই টাওয়ারটা থেকেই লাফ দিসিলো। ঐটাতে কোনো ভিজ্যুয়াল ইফেক্ট ব্যবহার করা হয় নাই, খেয়াল করলে দেখতে পারবেন যে বিল্ডিংয়ের ডানে দড়ি বেধে লাফ দেয়ার ব্যবস্থা আছে। ৫০ ইউরোতে দুইবার লাফ দেয়া যায় যতোটুকু শুনলাম। বার্লিন টিভি টাওয়ারের ছায়া পড়সে পার্ক ইন’র কাচের উপরে।
————————
আপনার প্রবাস জীবনের অনুভূতি লিখুন আমাদের পেইজ এর ওয়ালে! আমরা অবশ্যই তা পেইজ থেকে শেয়ার করব! আপনাদের পোস্ট করা এবং প্রাইভেসি পাব্লিক করা এলব্যামও শেয়ার করা হবে আপনার হয়ে এবং ভাগ করে নিব সুখ-দুঃখ সবার সাথে! !
————————
আপনার ছবিও দিতে পারেন আমাদের পেইজে! বিস্তারিতঃ http://goo.gl/90IVlk
————————