পাসপোর্ট হাতে ঢাকা ইমিগ্রেশনে দাড়িয়েছিলাম গতমাসে যখন হুট করেই দেশে যেতে হলো অল্প কয়েক দিনের জন্যে। আমার সামনে অপেক্ষারত একজনের হাতে দেখি চার-পাঁচটি বাংলাদেশি পাসপোর্ট আমি তো পুরাই “স্পিকটি নট” যার মাঝে দুই খানা পাসপোর্ট আবার MRP! আমার মনে হলো জিজ্ঞেস করি আঙ্কেল পাঁচটা বই নিয়ে ঘুরতেছেন কেন? সেই থেকে মাথায় আসলো কিছু ছোটখাট প্রশ্ন যা অনেকের মাথায় ঘোরপাক খায় এবং জানেন না তাদের জ্ঞাতার্থে…
MRP পাসপোর্ট মানেই আপনার পূর্ববর্তী কোনো পাসপোর্ট থেকে থাকলে তার সকল তথ্য যোগ করা থাকে নতুনটাতে- তারমানে আপনাকে এক গাদা পাসপোর্ট নিয়ে ঘুড়তে হবে না। তবে যদি আপনার কোনো ভ্যালিড ভিসা (মেয়াদ উত্তীর্ণ হয়নি) আগের পাসপোর্ট এ থেকে থাকে সেই ক্ষেত্রে নতুন পাসপোর্ট এর নম্বর পুরনো পাসপোর্টে যুক্ত করে নিতে হয় পাসপোর্ট অফিস/ দুতাবাস থেকে নতুন পাসপোর্ট গ্রহন করবার সময়।
এখনকার সব ডাটাবেজ এই আপনি দেশের বাহিরে যেখানেই বর্ডার কন্ট্রোল পার হবেন, সেইখানে আপনার তথ্য পাসপোর্টে জমা হয়ে যায়।
এখন আসা যাক কিছু সাধারন জ্ঞানকথায়:
আমার পাসপোর্টের মেয়াদ আছে আর … মাস আমি তো বিদেশে যেতে চাচ্ছি…
বিশ্বের বেশিরভাগ দেশেই ভিসা নিয়ে যেতে হলে আপনাকে পাসপোর্টের মেয়াদ অন্তত ৬ মাস থাকতে হবে। তারমানে নতুন পাসপোর্ট না করে কোথাও যেতে পারবেন না কেবলমাত্র বিদেশে থাকাকালীন দেশে ফিরতে পারবেন।
আমি ভিসা এপ্লাই করার সময়কার পাসপোর্ট এখন আর নেই, নতুন পাসপোর্টের কথাতো তাদের বলা নেই
আপনার পাসপোর্টে পূর্ববর্তী পাসপোর্টের নম্বর লেখা থাকে তাই এটা কোনো ব্যাপারই না
ছাত্র সমাজের জিজ্ঞাসা আমার ielts এর সময়কার পাসপোর্ট এখন নেই
ওই যে বললাম আগের পাসপোর্টের নম্বর লেখা থাকে
নামের বানান ভুল হয়েছে এখন কি হবে?
অবশ্যই সংশোধন করতে হবে কারণ বিদেশের মাটিতে পাসপোর্টই আপনার সবথেকে প্রয়োজনীয় পরিচয় পত্র
যারা নতুন বিদেশে আসছেন তাদের জন্যে কিছু উপদেশ
পাসপোর্ট দয়াকরে নিজের কাছে সবসময় রাখবেন, অন্যকারো দ্বায়িত্বে না
যেই শহরে থাকবেন সেখান থেকে আসেপাশে কোথাও বেড়াতে গেলেও সাথে নিয়ে যাবেন
যেকোনো আইনি সহায়তা এবং রেজিষ্ট্রশন এর সময় কিন্তু পাসপোর্ট বারবার দরকার হবে
***সবকথার শেষ কথা আপনি যে বাংলাদেশী তার প্রমান কিন্তু আপনার পাসপোর্ট 🙂 এই কথাটা ভুললে চলবে না তবে চার-পাঁচটা সাথে নিয়ে ঘোরার দরকার নেই!
আরো পড়তে চাইলে
বাংলাদেশ এমব্যাসি বার্লিন আবার এপয়েন্টমেন্ট দেয়া শুরু করেছে
বাংলাদেশ দূতাবাস, বার্লিন এর নতুন ঠিকানা
”বাংগালীয়ানা” সততঃ সর্বদা
[…] পাসপোর্ট বিষয়ক কিছু সাধারন জ্ঞান […]
আপু নামের বানানের ভুলটার ব্যাপারে একটু জানতে চাইছি। বাবা মার নামে একটা দু’টা অক্ষর মিল না থাকলে কি খুব সমস্যা হবে?? সমস্যা হলে কিরকম সমস্যা হবে বা এড়ানো যাবে কিনা একটু জানাবেন দয়া করে।