ফ্লাইট তথ্য প্রদর্শন সিস্টেম (FIDS) এর সহযোগিতা নিন, উড়োজাহাজ ভ্রমণকেন্দ্রিক মানসিক চাপমুক্ত থাকুন
ফ্লাইট তথ্য প্রদর্শন সিস্টেম (FIDS) একটি কম্পিউটার ভিত্তিক সিস্টেম যা বাস্তব সময়ে উড়োজাহাজের আগমন এবং প্রস্থান ও ফ্লাইট কেন্দ্রিক অন্যান্য তথ্য প্রদর্শন করে। যান্ত্রিক বা ইলেকট্রনিক ডিসপ্লে বোর্ড বা টিভি পর্দায় যাত্রীদের প্রয়োজনীয় এ সকল তথ্য প্রদর্শিত হয়।
ঢাকা বিমানবন্দরের প্রতিটি টার্মিনালের বিভিন্ন পয়েন্টে এমনকি প্রতিটি প্রধান এয়ারলাইন্সের জন্য FIDS বিভিন্ন সেট আছে।
এই প্রদর্শনীর মাধ্যমে যাত্রী সাধারন কাউকে কিছু জিজ্ঞেস নাvকরে নিজেদের ফ্লাইট সম্পর্কিত তথ্য পেতে পারেন। এর উপর নির্ভরতা যাত্রীকে রাখবে নির্ভার, দুশ্চিন্তামুক্ত এবং চৌকষ।
একটি FIDS দ্বারা উড়োজাহাজের বিভিন্ন ফ্লাইট সংখ্যা নির্দেশ করে নিম্নোক্ত তথ্য প্রদর্শন করবে:
এয়ারলাইন্সের নাম লোগো এবং এয়ারলাইন্সের যাত্রা শুরুর স্থান, গন্তব্য, এবং কোন মধ্যবর্তী (Transit) পয়েন্ট।
প্রত্যাশিত আগমনের বা প্রস্থানের সময় অথবা কোনো বিলম্ব হলে তার আপডেট সময় জানাবে।
বোর্ডিং গেট নম্বর , চেক বা চেক ইন কাউন্টার নম্বর জানাবে।
উড়োজাহাজের অবস্থা (status) যেমন “বিলম্বিত” “ল্যান্ডেড” “বোর্ডিং” হিসেবে তথ্য প্রদর্শন করবে।
নিম্নোক্ত দেশী বিদেশী উড়োজাহাজ কোম্পানীগুলোর বাংলাদেশ থেকে ফ্লাইট আছে । এদের নাম এবং International Air Transport Association(IATA) code যা নামের পার্শ্বে দেয়া আছে তার মধ্যে আপনার ফ্লাইট আছে যে উড়োজাহাজে তা মনে রাখুন। যা প্রদর্শনীতে দেয়া থাকবে।
ঢাকা থেকে ছেড়ে যায় বা উড্ডয়ন (ফ্লাইট) আছে এমন বিদেশী এয়ারলাইন্সের তালিকাঃ
১।এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস লিঃ- AI
২।এয়ার এশিয়া-AK
৩।ব্যাংকক এয়ারওয়েজ-PG
৪।চায়না সাউদার্ন এয়ারলাইন্স-CZ
৫।ড্রাগন এয়ারওয়েজ-KA (ক্যাথে প্যাসিফিক-CX)
৬।দ্রুক এয়ার (রয়েল ভুটান এয়ারলাইন্স)-KB
৭।এমিরেটস -EK
৮।ফ্লাই দুবাই -FZ
৯।জেট এয়ারওয়েজ -9W
১০।কুয়েত এয়ারওয়েজ-KU
১১।মালয়েশিয়ান এয়ারলাইন্স -MH
১২।মিহিন লংকা -MJ
১৩।পিআইএ -PIA
১৪।কাতার এয়ারওয়েজ-QR
১৫।সৌদি এরাবিয়ান এয়ারলাইন্স-SV
১৬।সিঙ্গাপুর এয়ারলাইন্স-SQ
১৭।থাই এয়ারওয়েজ-TG
১৮।মালিন্দো এয়ার-OD
১৯।টাইগার এয়ারওয়েজ-TR
২০।মালদিভিয়ান এয়ারলাইন্স.Q2
২১।চায়না ইস্টার্ন এয়ারলাইন্স-MU
২২।ইতিহাদ-EY
২৩।রোটানা জেট -RG
২৪।এয়ার আরাবিয়া-G9
২৫।টার্কিশ এয়ারলাইন্স-TK
বাংলাদেশী উড়োজাহাজ কোম্পানি
১।বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-BG
২।নভোএয়ার-VQ
৩।ইউএস-বাংলা এয়ারলাইন্স-BS
৪।রিজেন্ট এয়ারওয়েজ-RX
৫।ইউনাইটেড এয়ারওয়েজ বাংলাদেশ লিঃ-4Hএরপরও কোন প্রশ্ন বা দুশ্চিন্তা থাকলে এয়ারপোর্ট আর্মড পুলিসের ডিঊটি এএসপির নাম্বারে কল করে জবাব জানুন।