বাংলাদেশের মত জার্মানির বিখ্যাত শহর মিউনিখে হয়ে গেল দেশীয় ঐতিহ্য আর সংস্কৃতির ঢংয়ে পহেলা বৈশাখ উদযাপনের মাধ্যমে বাংলা নতুন বছর ১৪২৩ সালকে বরণ।
আয়োজনে ছিল জার্মানিতে বসবাসরত বাঙ্গালীদের সংগঠন আড্ডা মিউনিখ।
মুল অনুষ্ঠানের পরিচালনায় মাহফুজ আর তমা, রাজিব, তরু দম্পতি, সুমন-আনা , সাকিব, সাকিফ এবং আড্ডা মিউনিখের সকলে।
অনুষ্ঠানে বাঙ্গালী বৈশাখী খাবার, নাটক, যাদুর পেঠরা খেলা, সমবেত সঙ্গীত, নাচ, কবিতা আবৃতি, এইখানে বেড়ে উঠা বাঙ্গালী কচি কাচাদের কবিতা আবৃতি, নাচ, গল্প বলা এবং আরো অনেক কিছু।
এসো হে বৈশাখ গানে গানে শুরু
ছাত্রদের আয়েসি ভাব
ময়ূরী পরিবেশনা দলীয় নৃত্য