জার্মান প্রবাসের এই মাসের সংখ্যার সবাইকে স্বাগতম। এইবারের ম্যাগাজিন নিয়ে বলার আগে সবাইকে আরো একবার ধন্যবাদ এবং অভিনন্দন দিতে চাই। আপনাদের ভোটেই “জার্মান প্রবাসে” ডয়চে ভেলে আয়োজিত ‘দ্য বব্স – বেস্ট অফ অনলাইন অ্যাক্টিভিজম প্রতিযোগিতায় ইউজার বিজয়ী হয়েছে। জার্মান প্রবাসে ম্যাগাজিন জার্মান প্রবাসে ওয়েবসাইটের একটি গুরুত্বপূর্ণ অংশ। আপনাদের ভালবাসার যে বহিঃপ্রকাশ আমরা দেখেছি সেজন্য “জার্মান প্রবাসে ম্যাগাজিন” টিমের পক্ষ থেকে আমাদের আন্তরিক অভিবাদন রইল।

website mai magazine

এই বারের সংখ্যায় শাওন ও সৌরভ লিখেছেন কালচারাল শক নিয়ে, আমেরিকা থেকে জনাব বাবুল লিখেছেন দেশের বর্তমান হালচাল নিয়ে তাঁর ভাবনা, রশিদুল জানাচ্ছেন, আলোর বেগে ছোঁড়া বলের গল্প, মস্তিষ্ক নাড়া দেয়া হিমনের লেখা জঙ্গিবাদ কিংবা জাহান্নামের রূপকথা ছাড়াও আছে জার্মানিতে ছেলে ধরা বা বাচ্চা নিখোঁজের অদ্ভুতুড়ে সত্য কাহিনী!

আমাদের খুবই প্রত্যাশা এবারের সংখ্যার ভিন্ন আঙ্গিক, ভিন্ন উপস্থাপনা আপনাদের অবশ্যই ভাল লাগবে।


ম্যাগাজিন ডাউনলোড/দেখতে ক্লিক করুন

(প্রায় 12.8 মেগাবাইট)


আশা করি, আমাদের এই পরিবেশনা আপনারা বরাবরের মত ভালবাসবেন। গত ২ বছর ধরে নিরবিচ্ছিন্ন প্রকাশনা আপনাদের ভালবাসার জন্যই সম্ভব হয়েছে। আপনারাই আমাদের ম্যাগাজিনের প্রাণ! তাই যেকোন মতামত আমাদের জানাতে ভুলবেন না।

ধন্যবাদ।

টিম জার্মান প্রবাসে

২৭ মে ২০১৬,

১৩ জ্যৈষ্ঠ ১৪২৩

team german probashe

অনিচ্ছাকৃত বানানভুল ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার আবেদন রইল।


ম্যাগাজিন ডাউনলোড/দেখতে ক্লিক করুন

(প্রায় 12.8 মেগাবাইট)


চাইলে আপনিও লেখা/ছবি পাঠাতে পারেন!


এবারের লেখার বিষয়ঃ ভ্রমণ – কীভাবে? কখন? কোথায়?

দেশের বাইরে পড়ছেন কিংবা চাকরি করছেন এররকম অনেকের স্বপ্নই থাকে ইউরো-ট্রিপের কিংবা আরেকটু বড় করে বললে বিশ্ব-ভ্রমনের।

প্রচুর শিক্ষার্থী সেমিস্টার ব্রেকে প্যারিস, লিসবন, বার্সেলোনা, প্রাগ, আর্মস্টারডাম, লনডন, ব্রাসেলস ইত্যাদি শহর কিংবা বিভিন্ন দেশের দর্শনীয় সব জায়গা ঘুরে দেখেছেন ইতিমধ্যে! কিংবা জার্মানির ভেতরেও ঘুরে দেখার মত জায়গা রয়েছে প্রচুর। তাই যেকোন জায়গায় ভ্রমণ নিয়ে ঝটপট লিখে ফেলুন এবারের সংখ্যায়।

যে পয়েন্টগুলো যোগ করতে ভুলবেন না তা হলঃ

১, কেন ঐ জায়গা বা শহরে যেতে ইচ্ছে হল? (ঐতিহাসিক কারণ বা মনোমুগ্ধকর জায়গা ভ্রমণ ইত্যাদি)

২, কীভাবে গেলেন তার প্ল্যানিং (বাস, ট্রেন, প্লেন ইত্যাদি। এই জায়গায় আমরা একটু জোর দিতে বলব, কারণ যাঁরা ভ্রমনবিলাসী তাঁরা জানেন একটু কৌশলী হলে কত ইউরো বাঁচানো যায়!)

৩, ঐ জায়গায় থাকার ব্যবস্থা (যদি থেকে থাকেন)

৪, খাবার ব্যবস্থা (কোথায় খাওয়া উচিত বা সাথে করে কী স্ন্যাক্স নিয়ে যাওয়া উচিত)

৫, ছবি! ছবি!! ছবি!!! (আপনার ভ্রমনের প্রচুর ছবি আমরা আর্টিকেলে দেখতে এবং দিতে চাই। তাই অবশ্যই ছবি দিবেন।)

৬, সবশেষে আর যা কিছু আপনি যোগ করতে চান। (আপনার সম্পূর্ণ সৃজনশীলতা এখানে ব্যবহার করতে পারেন।)

যেকোন দেশের প্রবাসী বাংলাদেশিদের সাদর আমন্ত্রণ আমাদের ম্যাগাজিনে! তাই আমাদের ম্যাগাজিনে লিখতে হলে আপনাকে বাংলাদেশ বা জার্মানিতেই থাকতে হবে এমন কোন কথা নেই!

ডেডলাইনঃ ৫ জুন ২০১৬

লেখা পাঠানঃ [email protected]
অথবা পেজের ইনবক্সে পাঠানঃ www.facebook.com/pages/জার্মান-প্রবাসে/212610425614429
ছবির পাঠানোর জন্য বিস্তারিতঃ http://goo.gl/90IVlk

লেখার সাথে নাম ঠিকানা পেশা আর একটি ছবি অবশ্যই পাঠাবেন।

বিশেষ দ্রষ্টব্যঃ শুধু জার্মানি বা বাংলাদেশ থেকেই নয়, যেকোন দেশের প্রবাসী বাংলাদেশিদের সাদর আমন্ত্রণ আমাদের ম্যাগাজিনে! তাই আমাদের ম্যাগাজিনে লিখতে হলে আপনাকে বাংলাদেশ বা জার্মানিতেই থাকতে হবে এমন কোন কথা নেই!


জার্মান প্রবাসে আড্ডা দিতে চাইলেঃ www.facebook.com/groups/BSAAG/(বিশ্বস্ততার সাথে ৫২,০০০+ সদস্য নিয়ে)

——————————————————————–

অনলাইনে পড়তে চাইলেঃ http://goo.gl/unYLZD

mm

By Debjani Ghosh

চিফ এডিটরঃ জার্মান প্রবাসে ম্যাগাজিন। বর্তমানে EWS, Ulm University তে পিএইচডি রিসার্চার হিসেবে কর্মরত। রিসার্চ টপিক "ইলেক্ট্রিক ফ্লাইট"। মাস্টার্স করেছি ইলেক্টিক্যাল পাওয়ার ইঞ্জিনিয়ারিং, RWTH Aachen University তে।

Leave a Reply