কী খবর বন্ধুরা,
সম্প্রতি অনেক ভাইদের দেখলাম যে তারা Uni-assist এর খুব payment নিয়ে কিছু ঝামেলায় পরেছেন। আগে অনেকে DBBL virtual credit card দিয়ে payment করতে অনেক সমস্যা মোকাবেলা করছেন। তাই সবাই কে বলছি, আপনারা NRB Commercial Bank এর International Prepaid Card দিয়ে খুব সহজে অ্যান্ড কম খরচে Euro/payment দিতে পারবেন।
ইউনি এসিস্ট এর ব্যাপারে যাঁদের কোন ধারণা নেই তাঁরা এখানে ক্লিক করে এই ব্যাপারে জেনে নিতে পারেন।
International Prepaid Card ইস্যু করতে যা যা লাগবে……
- ৫৭৫ টাকা annual charge for the transaction for a year.
- passport Main Copy and 1 set photocopy.
- 2 passport Pictures.
- National ID card and 1 set photocopy.
এই Card issue করতে NRBC bank এ Account থাকার প্রয়োজন নেই। Main Branch অথবা Any branch এ এই card ইস্যু করা যায় এবং সময় লাগবে 3-4 working days.
আরো পড়তে পারেনঃ ডিবিবিএল(DBBL) কার্ডের মাধ্যমে পেমেন্ট
টাকা recharge করার নিয়মাবলি ঃ
আপনি Branch গিয়ে Euro কে Dollar এ convert করে যে Amount (BDT) হয় সেটা জমা ্দিবেন। যে দিন Uni-assist এ files (Application) send করবেন সে দিন Card Division এ call অথবা Email দিয়ে বলবেন যে E-commerce যেন open রাখে। তারপর নাকে তেল দিয়ে ঘুমান। 🙂
ব্যাংকের ওয়েবসাইট নিচে লোড হবেঃ http://www.nrbcommercialbank.com/
ইউনি এসিস্ট একটি সংস্থা যার মাধ্যমে কিছু জার্মান বিশ্ববিদ্যালয় তাঁদের মাস্টার্স বা ব্যাচেলর্স লেভেলের শিক্ষার্থী সংগ্রহ করে থাকে। বিস্তারিত ইউনি এসিস্ট এর ওয়েবসাইটে জানতে পারবেন।
In terms of card payment.i have to fill the card information form and send it to uni assist along with my documents.After that uni assist deduct my application fee from my card or i have to do something.
Uni Assist will deduct it from your credit card.
thank you rashidul vai
বেষ্ট অফ লাক। কোথায় এপ্লিকেশন করছ?
vay bachelor eu ki blocked account lage?
হ্যাঁ, লাগে।
It it a virtual card like DBBL virtual card?
Bhaiya, akhetre ki UNI ASSIST ar payment slip ta neyar proyojon nai??
r Euro K Dollar a convert kore j amount (BDT) hoy seta joma dite Hoy naki Direct Euro to BDT amount??
Assalamualaykum bhaia,
apni ki ei card issue korechen? I’ve contacted with the manager of NRBC Bank main branch and he has said that this product hasn’t even started issuing.