প্রকাশিত হল “জার্মান প্রবাসে – অক্টোবর ২০১৪” – ‘আলোর ফেরিওয়ালা’
হাজার মাইল দূরের দেশ যখন ব্যস্ত ঈদ আর পুজোর উৎসব মুখরতায়, তখন সেই শারদ প্রাতের শিউলি মেশানো সকাল এদেশে আসে না। এখানে স্ট্রীটল্যাম্পের আলোয় ঝাপসা চোখ খুঁজে মরে প্রবারণা পূর্ণিমার সেই ফানুস ভর্তি আকাশ। হিম ভেজা বিকেলের পড়ন্ত আলোয় মনে পড়ে ফেলে আসা মানুষ, ফেলে আসা দেশ। মা-বাবা, পরিবার কিংবা কাছের মানুষটিকে ছাপিয়ে হয়তোবা মনে পড়ে অনাত্মীয় লোকটির কথা, যাঁর কাছেই হাতেখড়ি জীবনের পাঠশালায়। যাঁর অযাচিত দানে, অশেষ কস্টের ফল এই আমি।
হ্যাঁ, সেই শিক্ষকটির কথায় বলছি যিনি দিনকে দিন একই পাঠ্যক্রম পড়িয়ে চলেছেন অসংখ্য শিক্ষার্থীকে, যাদের অনেকেই আজ কেঊকেটা, অনেকেই দেশের কৃতি সন্তান, অনেকেই দেশ-বিদেশে অর্জন করছেন চূড়ান্ত যোগ্যতা। অথচ সেই শিক্ষক আজো সেই একই পাঠ্যক্রম পড়িয়ে চলেছেন, তাঁকে বিশেষ কোন সম্মাননা কেউ দেয় না। তবু তিনি নিরন্তর ভিত রচনা করে চলেছেন আগামীদিনের যোগ্যসূরীদের। বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে তাই মানুষ গড়ার কারিগর সেই সমস্ত শিক্ষকদের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা।
——————————————————————–
চাইলে আপনিও লেখা/ছবি পাঠাতে পারেন, পরবর্তী সংখ্যার থিমঃ “যেমন খুশী তেমন”
# কারা লিখতে পারবেনঃ শুধু জার্মানি বা বাংলাদেশ থেকেই নয়, যেকোন দেশের প্রবাসী বাংলাদেশিদের সাদর আমন্ত্রন আমাদের ম্যাগাজিনে! তাই আমাদের ম্যাগাজিনে লিখতে হলে আপনাকে বাংলাদেশ বা জার্মানিতেই থাকতে হবে এমন কোন কথা নেই! 🙂
লেখা/ছবি পাঠানঃ [email protected]
অথবা পেজের ইনবক্সে পাঠানঃ www.facebook.com/pages/জার্মান-প্রবাসে/212610425614429
# ডেডলাইনঃ ২৬ শে অক্টোবর, ২০১৪
ছবির জন্য বিস্তারিতঃ http://goo.gl/90IVlk
লেখার জন্য, বিস্তারিতঃ https://www.germanprobashe.com/archives/1209
জার্মান প্রবাসে আড্ডা দিতে চাইলেঃ https://www.facebook.com/groups/BSAAG/ (৩৫,০০০+ মেম্বার্স)
——————————————————————–