“Twenty years from now you will be more disappointed by the things you didn’t do than by the ones you did do.” – Mark Twain
ভ্রমণ বা ট্রাভেলিং নিয়ে আমাদের এই সংখ্যায় সবাইকে আমন্ত্রণ। নানান জায়গায় ঘুরতে যাওয়া নিয়ে আমাদের এই মাসের ম্যাগাজিন সবার মনোরঞ্জন করবে বলেই আমাদের বিশ্বাস। ঘরকুনো হিসেবে বাঙ্গালী কীভাবে মাথায় ট্যাগ লেগে গেল সেটা এক বিস্ময়। বিশেষ করে এইবারের লেখাগুলো পড়ে আপনাদেরও তা-ই মনে হবে। প্রাগ, মাল্টা কিংবা আমাদের আনিকার স্বপ্নের দেশ যেমন রয়েছে, তেমনি রয়েছে ভ্রমণ ও বিদেশ জীবন, ভ্রমণে রোমাঞ্চ অথবা মুনশী আরিফ রশীদের দুই দিনে তিনদেশ যা আপনাকে ঘোরাঘুরির নতুন স্বাদ পেতে সাহায্য করবে। আসাদুজ্জামান অপুর হযবরল ভ্রমণ, রাজু’র স্বর্ণকেশীর গল্প কিংবা তানজিয়া ইসলামের আইসল্যান্ড(গেইম অফ থ্রোন্স এর হোয়াইট ওয়াকারদের বসবাস কিন্তু সেখানে) ভ্রমণের টিপস এবং ফাহাদের ছবিমেলাও রয়েছে এইবারের সংখ্যাটিতে।
ইউরোপ ভ্রমণ যাঁদের স্বপ্ন, তাঁদের জন্য এইবারের সংখ্যাটি একটি তথ্যের খনি। আশা করি বরাবরের মত আপনাদের ভালবাসা এবং উৎসাহ রইবে আমাদের ম্যাগাজিনের সাথে। মনে রাখবেন, “মানুষ নতুন নতুন সাগর আবিষ্কার করতে পারত না, যদি সে সৈকত ছেড়ে যেতেই ভয় পেত।”
আমাদের খুবই প্রত্যাশা এবারের সংখ্যার ভিন্ন আঙ্গিক, ভিন্ন উপস্থাপনা আপনাদের অবশ্যই ভাল লাগবে।
ম্যাগাজিন ডাউনলোড/দেখতে ক্লিক করুন
(প্রায় ১৫.০৪ মেগাবাইট)
আশা করি, আমাদের এই পরিবেশনা আপনারা বরাবরের মত ভালবাসবেন। গত ২.৫ বছর ধরে নিরবিচ্ছিন্ন প্রকাশনা আপনাদের ভালবাসার জন্যই সম্ভব হয়েছে। আপনারাই আমাদের ম্যাগাজিনের প্রাণ! তাই যেকোন মতামত আমাদের জানাতে ভুলবেন না।
ধন্যবাদ।
টিম জার্মান প্রবাসে
১৯ জুন ২০১৬,
৫ আষাঢ় ১৪২৩
অনিচ্ছাকৃত বানানভুল ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার আবেদন রইল।
ম্যাগাজিন ডাউনলোড/দেখতে ক্লিক করুন
(প্রায় ১৫.০৪ মেগাবাইট)
চাইলে আপনিও লেখা/ছবি পাঠাতে পারেন!
***পিচ্চি বেলার স্কুল জীবন নিয়ে লিখুন জার্মান প্রবাসে- জুলাই সংখ্যায়***
ডেডলাইনঃ ৫ জুলাই ২০১৬
লেখা পাঠানঃ [email protected]
অথবা পেজের ইনবক্সে পাঠানঃ www.facebook.com/pages/জার্মান-প্রবাসে/212610425614429
ছবির পাঠানোর জন্য বিস্তারিতঃ http://goo.gl/90IVlk
লেখার সাথে নাম ঠিকানা পেশা আর একটি ছবি অবশ্যই পাঠাবেন।
বিশেষ দ্রষ্টব্যঃ শুধু জার্মানি বা বাংলাদেশ থেকেই নয়, যেকোন দেশের প্রবাসী বাংলাদেশিদের সাদর আমন্ত্রণ আমাদের ম্যাগাজিনে! তাই আমাদের ম্যাগাজিনে লিখতে হলে আপনাকে বাংলাদেশ বা জার্মানিতেই থাকতে হবে এমন কোন কথা নেই!
জার্মান প্রবাসে আড্ডা দিতে চাইলেঃ www.facebook.com/groups/BSAAG/(বিশ্বস্ততার সাথে ৫৩,০০০+ সদস্য নিয়ে)
——————————————————————–
অনলাইনে পড়তে চাইলেঃ https://goo.gl/Os3BWr
[…] মানুষ কেমন তা বলার ইচ্ছাটা সংবরণ করতে পারছি না কারণ রাকিব ভাই এর ব্যাপারে একটা ডেফিনেশনই দেয়া যায়, “he lives for physics!” মজার গল্প, আড্ডাবাজি, টই টই করে ঘুড়ে বেড়ানো সবকিছুই তার নেশা৷ কখনো নক করলে এখন আর কেমন আছ, ব্যস্ত নাকি-এই সব প্রশ্ন করার আগে জিজ্ঞেস করি, বার্লিনে আছ নাকি আবার দৌড়? অনেকের সাথে পাল্লা দেয়া যায় আমার ট্যুরের লিস্ট নিয়ে কিন্তু রাকিব ভাইয়াকে বলার আগেই বলে বসে, তানজিয়া অমুক অমুক জায়গাগুলা দেইখো বেশ ভালো লাগবে৷ ওহ ওইখানেতো আমি …বার গেছি, আবার যাইতেছি৷ আমি ছবি শেয়ার আইসল্যান্ড এর ছবি দেয়ার সাথে সাথেই একই জায়গায় ভাইয়ার ছবি হাজির৷ আমার ভার্সনটা জার্মান প্রবাসে ম্যাগাজিনে পাবেন দেখ… […]
[…] জার্মান প্রবাসে ম্যাগাজিন – জুন ২০১৬ &… সংখ্যায়। […]
আমি দীর্ঘ পনেরো বছর বাংলার প্রথম সারির সংবাদ মাধ্যমে সাংবাদিকতা করেছি। এই সূত্রে বহু লেখক লেখিকার, ব্লগ, বহু ম্যাগাজিনের সঙ্গে পরিচয় ঘটেছে। ঠিক একই সোপান আরোহনে আপনাদের উদ্যোগটাও দেখলাম বেশ ভালো লাগল। স্বতন্ত্র ভাবনা রয়েছে আপনাদের পত্রিকায়।
ধন্যবাদান্তে
পূর্ণেন্দু বন্দ্যোপাধ্যায়
অসংখ্য ধন্যবাদ। এই মন্তব্যটি আমাদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। ভাল থাকবেন। 🙂