জার্মান আর্টিকেল – প্রারম্ভিকা
Singular | Plural | |||
Maskulinum | der | der Mann (The Man) | die | die Männer (The Men) |
Femininum | die | die Frau (The Woman) | die | die Frauen (The Women) |
Neutrum | das | das Kind (The child) | die | die Kinder (The Children) |
আমরা জানি জার্মান ভাষায় তিনটা আর্টিকেল আছে der,die and das. জার্মানরা এই তিনটা আর্টিকেল দিয়ে বিভিন্ন ও নির্দিষ্ট বস্তু, প্রাণীকে একেক রকম আর্টিকেল দিয়েছে। সাধারণত পুরুষবাচক কে der, স্ত্রীবাচক কে die এবং ক্লীববাচক কে das দিয়েছে। কিন্তু সব ক্ষেত্রে সেটা প্রযোজ্য নয়। এমন কি প্রাণী, আকাশ, বাতাস, সাগর, পর্বত এরও একেকটি নির্দিষ্ট আর্টিকেল আছে। সঠিক জার্মান বলতে, লিখতে গেলে সেইসব নির্দিষ্ট বস্তুর আর্টিকেল মনে রাখতে হবে। কিন্তু সেটা যদি Plural হয় তাহলে সর্বদা die দিয়ে চালিয়ে দিতে হয়। যেকোনো Noun এর প্রথম অক্ষর সর্বদা বড় হাতের হবে ,সেটা ব্যাকের শুরুতে, মাঝখানে আর শেষেই থাকুক না কেন। সব সময় বড় হাতের অক্ষর দিয়েই শুরু হবে।
ঊদাহরনঃ
Singular | Plural |
Der Mann isst. (পুরুষটি খাচ্ছে) | Die Männer essen. (পুরুষগণ খাচ্ছে) |
Die Frau rennt. (মহিলাটি দৌড়াচ্ছে) | Die Frauen rennen. (মহিলাগণ দৌড়াচ্ছে) |
Das Kind spielt. (বাচ্চাটি খেলছে) | Die Kinder spielen. (বাচ্চাগুলো খেলছে) |