জার্মান ভাষা শেখার প্রথম ধাপ A1। সাধারনত spouse visa , family reunion, immigration purposes,student visa -ইত্যাদির A1  জন্য প্রয়োজন। A1 থেকে মূলত জার্মান ভাষার প্রাথমিক বিষয়গুলো  জানা যায়। আর আপনার যে নূন্যতম communication skill -রয়েছে তা প্রমান করে।

Goethe institut থেকে প্রায় আড়াই মাসব্যাপী কোর্স করে A1 এক্সাম দেয়া যায়। কিন্তু  A1 এর টপিক্সগুলো সীমিত। আর অনেকটাি সহজ। তাই বাড়িতে বসেও প্রস্তুতি নিতে পারেন। এক্ষেত্রে আপানার সময় ও অর্থ দুটোই সাশ্রয় হবে। কিন্তু যারা ঢাকায় থাকেন, সামর্থ্য ও সময় আছে তারা কোর্স করতে পারেন। এতে অনেক কিছু শেখা যায়।

আর আমার মত যারা কোর্স না করে পরীক্ষা দিতে চান তাদের জন্য আমার অভিজ্ঞতা থেকে কিছু নির্দেশনা দেয়া হল ঃ

১/ জার্মান  প্রবাসে  সাইট থেকে A1  এর কন্টেন্ট  গুলো সব ভাল মত পড়তে হবে।

ক্লিক করুনঃ কোর্স কন্টেন্ট ও ধাপ সমুহ

২/ বেসিক গ্রামার গুলো জানতে  হবে। এক্ষেত্রে আলফ্রেড ভৌমিক এবং আনিসুল হক খান – ভাইয়া অত্যন্ত  সহজভাবে গ্রামার গুলো ব্যাখ্যা  করেছেন । সেগুলো  দেখতে ক্লিক করুন- একনজরে সকল বেসিক গ্রামার

এছাড়া, কঠিন ভাবে জানতে চাইলে DW -deutch lernen এর 100 days of grammar  দেখতে পারেন।

৩/ Apps ব্যবহার করতে পারেন। আমি তিনটা apps ব্যবহার করেছিলাম।

  • DUOLINGO-for practise.

LINK: Duolingo

  • German fun easy learn – for vocabulary building

LINK:easy learn

  • Free german english dictionary + – for dictionary.

LINK:dictionary

৪/ A1  এর জন্য যেকোন বই কিনতে হবে। যেমনঃ netzwerk a1, studio d a1 etc. এই বই প্রতিদিন নিজে নিজে মিনিং করে পরতে  হবে। লিসেনিং গুলো  সিডি থেকে শুনতে হবে। আর আবশ্যই  ওয়ার্ড  বুক মুখস্ত করতে হবে।

৫/ LEARN GERMAN -ফেসবুক পেজ এ অনেক ছবি আছে, সেগুলাও ডাউনলোড করে  রাখতে পারেন । অবসরে চোখ বুলালেন।

LINK: LEARN GERMAN LANGUAGE

৬/ Goethe এর লার্নিং materials গুলো দেখতে পারেন।

LINK:A1 learning materials

৭/ এছাড়া easy learn german লিখে গুগল করেন অনেক কিছু পেয়ে যাবেন। যেমনঃ 

আজকে শুধু  A1   পরিক্ষার জন্য নিজের বেসিক গঠনের কথা বললাম ।পরবর্তীতে  A1   পরিক্ষা প্রস্তুতি নিয়ে বলব।

সর্বোপরি, যেকোন ভাষার প্রতি  ভালবাসা ,আগ্রহ রেখে শিখতে হবে।আমি অনেককে দেখেছি যারা কোর্স করেও  A1 এক্সাম পাশ করতে পারেনি আবার অনেকে  না করেই ৮৫-৯৩ মার্ক্স পেয়েছে।

হ্যাপি লার্নিং , Tschuss!

mm

By Jannatul Ferdous Joya

Karlsruhe Institute of Technology (KIT) থেকে Studienkolleg করেছি। Winter semester, 2018 থেকে Technical University of Munich (TUM) এ Informatik এ ব্যাচেলর করছি ।

Leave a Reply