• Possessive in the Nominative
    masculine noun (M) (der) neuter (N) (das) feminine noun (F) (die) Plural (M,N,F) (die)
    ich mein (আমার) Sohn (পুত্র/ছেলে)

     

     

    mein Kind meine Tochter (পুত্রী/ কন্যা) meine Söhne (পুত্ররা),Kinder (বাচ্চারা), Töchter(কন্যারা)
    du dein(তোমার/তোর) dein deine deine
    er+es/sie sein/ihr(তার+তার/সেটার) sein/ihr seine/ihre seine/ihre
    wir unser (আমাদের) unser unsere unsere
    ihr euer (তোমাদের) euer eure eure
    sie/Sie ihr/Ihr (তাহাদের/আপনার) ihr/Ihr ihre/Ihre ihre/Ihre

     

    der,das,die আর্টিকেল এর জন্য প্রত্যয় যোগ করা হয়। নিচে একটি উদাহরণ দিলাম কিভাবে এই প্রত্যয় যোগ করা হয়ঃ

    • Mein Sohn ist ein Student(আমার পুত্র একজন ছাত্র)-এখানে Sohn পুরুষবাচক তাই Mein হয়েছে।
    • Meine Tochter ist eine Studentin(আমার কন্যা একজন ছাত্রী)- এখানে Tochter স্ত্রীবাচক তাই Meine হয়েছে।

    Masculine এবং Neuter একই ভাবে প্রয়োগ হয়, শুধু Feminine এর ক্ষেত্রে e-প্রত্যয় যোগ করতে হয়।

    ঠিক এভাবেই M,N,F এর plural এর ক্ষেত্রেও  e-প্রত্যয় যোগ করতে হয়।

    • Meine Söhne möchten Filmen sehen(আমার পুত্ররা সিনেমা দেখতে চায়), Meine Töchter heißen Mary und Katrina(আমার কন্যাদের নাম মেরী এবং ক্যাটরিনা).
    • Ihre Kinderspielen Fußball (আপনার বাচ্চারা ফুটবল খেলছে)
mm

By Alfred Bhowmick

I am Alfred, currently living in Köln, Germany. I am doing M.Sc. in Communication Systems and Networks at TH Köln.

One thought on “German Basic Grammar 6-Possessive in the Nominative”

Leave a Reply