ডয়েচে ব্যাঙ্কের নতুন নিয়মে ব্লক একাউন্ট খোলা একটু জটিল বিধায় অনেকেরই বুঝতে সমস্যা দেখা দিয়েছে। এখানে গত কিছুদিনের আলোচনা ও আমার অভিজ্ঞতা থেকে পুরো প্রসেস তুলে ধরা হলঃ

১। ডয়েচে ব্যাঙ্কের নতুম ফর্ম ডাউনলোড করুন।

২। অবশ্যই কম্পিউটারে সঠিকভাবে ফর্ম পূরন করবেন।

৩। সরাসরি চলে যান ফেডএক্স বনানী শাখায়। গিয়ে জার্মান এম্বাসীর জন্য প্রিপেইড এনভেলপ বললেই হবে। দাম ৩১০০ টাকা। আপনার ঠিকানা দিন, ডয়েচে ব্যাঙ্কের ঠিকানা ওরাই লিখে দিবে।

ফেডএক্স বনানী শাখার ঠিকানাঃ

Bangladesh Express Co. Ltd.
House # 16, Road # 10/A, Block H
Banani Com. Area
Dhaka 1213

৪। ব্লক একাউন্টের ফর্ম প্রিন্ট করুন। সিগনেচার আগেই দিবেননা কারন এম্বাসীতে অফিসারের সামনে সিগনেচার করতে বলবে।

৫। এবার পাসপোর্টের ফটোকপি (অবশ্যই খেয়াল রাখবেন সমস্ত তথ্য যেন ভালভাবে বোঝা যায়। এক্ষত্রে হাই রেজুলেশনে স্ক্যান করে ইঙ্কজেট পেপারে প্রিন্ট করা ভাল।),  ব্যাঙ্ক ষ্টেট্মেন্ট (অরিজিনাল কপি), পূরনকৃত ফর্ম, অফার লেটার, এনভেলপ এবং ১৭০০ টাকা (২০ ইউরো) নিয়ে বেলা ১টায় চলে যান জার্মান এম্বাসীতে। বাকীটা ওরাই দেখবে।

শুভকামনা সবার জন্য। 🙂

mm

By Ankur Mahadi

Lazy n Logical!

14 thoughts on “ব্লকড একাউন্ট ওপেনিং ও প্রিপেইড এনভেলপ”
  1. Bank statement er bapare bistarito jante chassilam……………………account statement ta kar hote hobe……….nijer name a 1 ta account khule sekhane block er somoporiman taka transfer kore sei account er staement diley hobe naki Baba-Mar bank statement deoa ta valo hobe.JOdi baba-mar moddhe jekono 1 joner account statement ta diy tahole sei account ta ki jekono bank er holey cholbe naki J account theke taka DB a transfer hobe shudhumatro sei Bank er account staement dite hobe ? bank statement 1/2 din boyosher hole ki somossa hobe ??? ektu jodi bistarito bujhiye bolten…………………

    1. ডয়েচে ব্যাংকে আপনার নিজের নামে একাউন্ট থাকতে হবে। আর সেই একাউন্টে যেকোন জায়গা থেকেই টাকা পাঠানো যাবে। যেমনঃ বাবা-মা, আত্মীয় ইত্যাদি।

    1. না, এরকম কোনকিছু এখনও ডয়েচে ব্যাংকের ফর্মে নেই। তবে সবসময় চেক করে নিতে হবে।

  2. vaia ami age account khulesi…amr ki taka rakhar jonne notun account khulte hobe.? naki otatei cholbe… r jodi na chole tahole amk ki korte hobe?

  3. Dear vaia and apu,
    I am working as a full time employee in Munich for last one year. Recently, my cousin got admission for masters in one of the german university. I would like to transfer total amount of block money to her german block account directly from my german personal account which is easy for me instead of transferring money to Bangladesh. She will mention every information about me in block account (Deutshce bank) opening form. My question is, will it be a problem for her to get a visa if i transfer money in her account? If it is not a right way then could you please explain me what is the right way to do that? Thank you

Leave a Reply