চাকরি ইন্টার্ভিউ দেয়ার সময় খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হল “স্যালারি এক্সপেক্টেশন”। ধরুন, আপনি যে চাকরটিতে আবেদন করেছেন সেটার বাৎসরিক বেতন হল ৪২,০০০ ইউরো(উত্তেজিত হওয়ার কিছু নাই। ট্যাক্স-টুক্স/ইনস্যুরেন্স কেটে হাতে কিছুই থাকে না।)। কিন্তু আপনি ফট করে বলে আসলে ৫৫,০০০ ইউরো। কিংবা উলটোটাও হতে পারে। আপনি অনেক কম বলে আসলেন।

দুটি ক্ষেত্রেই ব্যাপারটা নেগেটিভ। প্রথম ক্ষেত্রে, আপনি জানেনই না কোম্পানি বা এই পজিশনে কত বেতন হওয়া উচিত। আর ২য় ক্ষেত্রে, আপনি নিজেকে অনেক কম মূল্যায়ন করলেন যা প্রশ্নকর্তাকে আপনার ব্যাপারে মোটেই ভাল ইম্প্রেশন দিবে না।


যারা একদম নতুন তাদের জন্যঃ (ট্যাক্স হিসাব করতে চাইলে এখান থেকে ঘুরে আসুনঃ ট্যাক্স(Income Tax) হিসাব করা – চাকরি এবং জার্মানি – পর্ব – ০৫)

🎲 বেতনের হিসাব বছর অথবা মাসিক হয়।
🎲 Brutto মানে সম্পূর্ণ বেতন। Netto মানে ট্যাক্স/ইনস্যুরেন্সের পর আপনার হাতে যা থাকবে। (বিশ্বাস করুন, কিছুই থাকে না।)
🎲 আপনার বেতন থেকে ইনকাম ট্যাক্স এর বাইরে প্রায় চার ধরণের ইনস্যুরেন্স এর টাকা কেটে রাখবে। যেমনঃ পেনশন বীমা(০৯.৩৫%), বেকারভাতার বীমা(০১.৫০%), জীবন বীমা(০৮.৪০%), অক্ষমতা বীমা(০১.৪২৫%)। তাই সব টাকা সরকার নিয়ে যাচ্ছে এমন চিন্তা আসলে, সেটা যদিও সঠিক(!)। কিন্তু বীমা ভেবে সান্ত্বনা পেতে পারেন। 😛

🎲 এসবের বাইরে আরো এক ধরণের খরচ আছে। সেটা হলঃ “সংহতি অধিভার” – SOLIDARITY SURCHARGE (SOLIDARITAETSZUSCHLAG)। এটি ১৯৯১ সালে প্রথম আরোপ করা হয়। এটি নেয়া হয়ে থাকে সাধারণত দুই জার্মানি একত্রীকরণের খরচসহ বিভিন্ন যুদ্ধে জার্মানির ব্যয় মেটাতে!(কী যুদ্ধ? আমাকে জিজ্ঞেস করে লাভ নাই। জানি না।)। এর পরিমাণ হল আপনার দেয়া ইনকাম ট্যক্সের ০৫.৫০%। তাই টোটাল ট্যাক্স = ইনকাম ট্যাক্স + ইনকাম ট্যাক্স x ০৫.৫০%


আগের কথায় ফিরে আসি। তাই চাকরির খোঁজার প্রাক্কালে সঠিক বেতন বলতে পারাটাও একটি স্মার্টনেস। এক্ষেত্রে বিভিন্ন টুলস/ওয়েবসাইট আছে। যেমন একটি হলঃ

GEHALT.de


এখানে আপনি চাকরিভেদে, কোম্পানিভেদে, স্টেইটভেদে, শহরভেদে ইত্যাদির উপর নির্ভর করে বেতন কত হতে পারে তা জেনে নিতে পারেন। যেমন আমি Test Engineer হিসেবে বেতন কত হতে পারে সেটি জানতে চেয়েছি। মজার ব্যাপার হল এটি StepStone, Monster সহ বিভিন্ন ওয়েবসাইটে এই পজিশনে কী কী চাকরি আছে এবং সেটার বেতন কত হতে পারে তাও দেখাচ্ছে। দেখুনঃ

salary-germany-%e0%a6%ac%e0%a7%87%e0%a6%a4%e0%a6%a8-%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a6%bf

এখন আমার প্রশ্ন হলঃ আপনি কোন কোন ওয়েবসাইট ব্যবহার করেন এক্ষেত্রে? এবং সেটি ঠিক কী কী সুবিধা দেয়। মন্তব্য করে জানাতে পারেন। আমরা যোগ করে দিতে পারি। ধন্যবাদ। 🙂


আরো পড়তে পারেনঃ

mm

By Rashidul Hasan

Founder and currently coordinator of the largest community platform of Bangladeshi people in Germany, named ''Bangladeshi Student and Alumni Association in Germany'' (www.facebook.com/groups/BSAAG) and GermanProbashe.

Leave a Reply