দুটি ক্ষেত্রেই ব্যাপারটা নেগেটিভ। প্রথম ক্ষেত্রে, আপনি জানেনই না কোম্পানি বা এই পজিশনে কত বেতন হওয়া উচিত। আর ২য় ক্ষেত্রে, আপনি নিজেকে অনেক কম মূল্যায়ন করলেন যা প্রশ্নকর্তাকে আপনার ব্যাপারে মোটেই ভাল ইম্প্রেশন দিবে না।
যারা একদম নতুন তাদের জন্যঃ (ট্যাক্স হিসাব করতে চাইলে এখান থেকে ঘুরে আসুনঃ ট্যাক্স(Income Tax) হিসাব করা – চাকরি এবং জার্মানি – পর্ব – ০৫)
🎲 এসবের বাইরে আরো এক ধরণের খরচ আছে। সেটা হলঃ “সংহতি অধিভার” – SOLIDARITY SURCHARGE (SOLIDARITAETSZUSCHLAG)। এটি ১৯৯১ সালে প্রথম আরোপ করা হয়। এটি নেয়া হয়ে থাকে সাধারণত দুই জার্মানি একত্রীকরণের খরচসহ বিভিন্ন যুদ্ধে জার্মানির ব্যয় মেটাতে!(কী যুদ্ধ? আমাকে জিজ্ঞেস করে লাভ নাই। জানি না।)। এর পরিমাণ হল আপনার দেয়া ইনকাম ট্যক্সের ০৫.৫০%। তাই টোটাল ট্যাক্স = ইনকাম ট্যাক্স + ইনকাম ট্যাক্স x ০৫.৫০%
আগের কথায় ফিরে আসি। তাই চাকরির খোঁজার প্রাক্কালে সঠিক বেতন বলতে পারাটাও একটি স্মার্টনেস। এক্ষেত্রে বিভিন্ন টুলস/ওয়েবসাইট আছে। যেমন একটি হলঃ
GEHALT.de
এখানে আপনি চাকরিভেদে, কোম্পানিভেদে, স্টেইটভেদে, শহরভেদে ইত্যাদির উপর নির্ভর করে বেতন কত হতে পারে তা জেনে নিতে পারেন। যেমন আমি Test Engineer হিসেবে বেতন কত হতে পারে সেটি জানতে চেয়েছি। মজার ব্যাপার হল এটি StepStone, Monster সহ বিভিন্ন ওয়েবসাইটে এই পজিশনে কী কী চাকরি আছে এবং সেটার বেতন কত হতে পারে তাও দেখাচ্ছে। দেখুনঃ
এখন আমার প্রশ্ন হলঃ আপনি কোন কোন ওয়েবসাইট ব্যবহার করেন এক্ষেত্রে? এবং সেটি ঠিক কী কী সুবিধা দেয়। মন্তব্য করে জানাতে পারেন। আমরা যোগ করে দিতে পারি। ধন্যবাদ। 🙂
আরো পড়তে পারেনঃ
- বাংলাদেশে থেকে জার্মান ব্লু কার্ড এবং ভিসা পেতে হলে
- চাকরি এবং জার্মানি – পর্ব – ০০ – এপ্লিকেশন প্রিপারেশন (১০টি টিপস)
- চাকরির জন্য কাভার লেটার – চাকরি এবং জার্মানি – পর্ব – ০১
- চাকরি এবং জার্মানি – পর্ব – ২ – এপ্লিকেশন এবং রিপ্লাই
- চাকরির জন্য সিভি/লেবেন্সলাউফ – চাকরি এবং জার্মানি – পর্ব – ০৩
- জার্মান সিভি/লেবেন্সলাউফ/CV/Lebenslauf (২০ টি উদাহরণ)
- ফ্রেশ গ্র্যাজুয়েটদের বেতন কত বা কোন অঞ্চলে চাকরি বেশি? – চাকরি এবং জার্মানি – পর্ব – ৪
- ট্যাক্স(Income Tax) হিসাব করা – চাকরি এবং জার্মানি – পর্ব – ০৫
- জার্মান প্রবাসে কীভাবে চাকরি খুঁজতে হবে? (হাসিব মাহমুদ)
- জার্মান কোন কোম্পানিতে চাকরি পেতে হলে কোন লেভেল পর্যন্ত জার্মান শেখা উচিত?
- জার্মান ইনকাম ট্যাক্স পদ্ধতি – Lohn- und Einkommensteuer!