প্রতি সেমিস্টারে সাধারণত ১৫০ ইউরো থেকে ২৫০ ইউরো ফিস দিতে হত শিক্ষার্থীদের এবং এটা যতটা না টুইশন ফিস তার চেয়ে বেশি হল ট্রান্সপোর্টেশন খরচ ইত্যাদি বাবদ ফিক্সড কিছু টাকা। কিন্তু সামনের সেমিস্টার থেকে বাডেন ভুর্টেমবার্গ স্টেইটের বিশ্ববিদ্যালয়ে পড়তে হলে ১৫০০ ইউরো করে টুইশন ফিস দিতে হবে এবং তা শুধুমাত্র নন-ইউরোপিয়ান শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য!
জার্মানিদের শিক্ষার্থীদের উপর টুইশন ফিস আরোপকে সবসময় ভিন্ন চোখে দেখা হয়েছে। একে একে প্রতিটা স্টেইট যখন ফিস নেয়া বাদ দিয়েছে, তখন বাডেন ভুর্টেমবার্গ স্টেইটের আঞ্চলিক সরকারের এই সিদ্ধান্ত কিছুটা বিশ্বয়ের সাথেই দেখছে সবাই।
এই ফিস আরোপকে ভুয়া কথা বলে উড়িয়ে দেয়ারও উপায় নাই। কারণ এটি বাডেন ভুর্টেমবার্গ স্টেইটের সম্মিলিত অর্থনৈতিক বাজেটের একটি অংশ হিসেবে ঘোষণা করা হয়েছে। আর ফিস থেকে পাওয়া টাকা বিজ্ঞান/গবেষণার কাজে ব্যয় হবে বলে উল্লেখ করা হয়েছে।
মিনিস্ট্রির একজন মুখপাত্র জানিয়েছেন, এই ফিস উইন্টার ২০১৭/১৮ থেকে ১৫০০ ইউরো/সেমিস্টার আরোপ করা হবে। এর সাথে বাডেন ভুর্টেমবার্গ প্রতিটি শিক্ষার্থীকে অতিরিক্ত ১০ ইউরো এডমিনিস্ট্রেটিভ বা প্রশাসনিক ফিসও দিতে হবে। তবে এরপরও এই ফিস অন্যান্য অনেক দেশের তুলনায় অনেক কম। নিচে একটি তথ্যছবি থেকে আমরা সেই ধারণা পেতে পারি।
তবে একটি ক্ষীণ আশার কথা হল এই বিলটি পার্লামেন্টে এখনো তোলা হয় নি এবং পাশ হয় নি। কিন্তু যা বোঝা যাচ্ছে এটা শুধুমাত্র কিছু সময়ের ব্যাপার। কারণ বাডেন ভুর্টেমবার্গ রাজ্যে গ্রীন পার্টি কেন্দ্রীয় ক্ষমতায় এবং বিলটি তারাই উত্থাপন করতে যাচ্ছে।
উল্লেখ্য এই ফিস ইউরোপিয় এবং রিফিউজিদের উপর প্রযোজ্য হবে না। কিছুক্ষেত্রে ফিস দিতে একেবারেই অপারগদের উপরও ফিস শিথিলের ব্যবস্থা থাকবে বলে বলা হয়েছে, কিন্তু ব্যাপারটা পরিষ্কার নয়।
সূত্র, অনুবাদ এবং কৃতজ্ঞতাঃ স্পিগেল অবলম্বনে
আরো পড়তে পারেনঃ
- আবেদন করার পদ্ধতিঃ DAAD স্কলারশিপ অনলাইন পোর্টাল
- উচ্চশিক্ষার ইতিকথা-তৃতীয় পর্ব (অষ্ট্রেলিয়া, স্কলারশিপ এবং সুযোগ-সুবিধা)
- বোরিংগার ইংগেলহাইম ফাউন্ডেশনের বৃত্তি
- DAAD মাস্টার্স স্কলারশিপঃ Public Policy and Good Governance (PPGG) বৃত্তি
- ফ্রিডরিশ নাওমান স্টিফটুং – স্বাধীনতাপ্রেমীদের বৃত্তি দেয় যে সংস্থা
- ফ্রিডরিশ এবার্ট ফাউন্ডেশন – প্রতি বছর ২৭০০ জনকে বৃত্তি দেয় যে সংগঠন
- DAAD স্কলারশিপ নিয়ে পড়াশোনা
- সমাজবিজ্ঞান এর উপর পিএইচডি ফেলোশিপ, ১৩০০ ইউরো/মাস – ব্রেমেন, জার্মানি
- হাইনরিশ ব্যোল ফাউন্ডেশনের বৃত্তি নিয়ে জার্মানিতে লেখাপড়া
- স্কলারশিপ (scholarship) কি সোনার হরিণ নাকি দাবার গুটি?
- স্কলারশিপ/বৃত্তি অভিজ্ঞতা – Abbe School of Photonics
- ৩৮ লক্ষ টাকার এম.বি.এ. স্কলারশিপ/বৃত্তি (ESMT – MBA)
এক নজর বাডেন ভুর্টেমবার্গ রাজ্যের বিশ্ববিদ্যালয়ের তালিকাঃ (বিস্তারিত দেখতে হবে DAAD.de তে!)
Cse private University er 2nd semister korar por germany te porte gele kmn ki lagbe at cost and result requirement ta bolle valo hoi