পুরো ইউরোপ যখন আসন্ন শীতকে বরণ করার প্রস্তুতি গ্রহণ করেছে, বৃক্ষরাজি পত্রাবলী ঝরানোর তাগিদে রঙ্গীন আভায় উদ্ভাসিত হয়ে এখন নিঃশেষ পথে ঠিক এমনই শীতের এক ক্ষণে আপনাদের প্রিয় ম্যাগাজিনটি নিয়ে হাজির হলাম।
এবারের লেখার বিষয় ছিল ছোটবেলার স্কুলের দুরন্ত দিনগুলোর কথা। এই স্কুলবেলার হাসিকান্না আনন্দ বেদনার গল্প দিয়েই সাজিয়েছি এবারের সংখ্যাটি। পড়তে পড়তে দেখবেন এ যেন আমার আপনারই কাহিনি বলা হচ্ছে, স্কুলের সেকাল-একালের পার্থক্য অথবা বাংলাদেশের শিক্ষাব্যবস্থার সাথে আপনি যে দেশে আছেন সেখানকার পার্থক্য, কোন কিছুই যেন বাদ থাকবে না। এছাড়া থাকছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির কার্যকরী সভাপতি শাহরিয়ার কবিরের বিশেষ সাক্ষাৎকার।
ম্যাগাজিন ডাউনলোড/দেখতে ক্লিক করুন
(প্রায় ০৪.১৮ মেগাবাইট)
আশা করি, আমাদের এই পরিবেশনা আপনারা বরাবরের মত ভালবাসবেন। গত প্রায় ৩ বছর ধরে নিরবিচ্ছিন্ন প্রকাশনা আপনাদের ভালবাসার জন্যই সম্ভব হয়েছে। আপনারাই আমাদের ম্যাগাজিনের প্রাণ! তাই যেকোন মতামত আমাদের জানাতে ভুলবেন না।
ধন্যবাদ।
টিম জার্মান প্রবাসে
৬ নভেম্বর ২০১৬,
২২ কার্তিক ১৪২৩
ম্যাগাজিন ডাউনলোড/দেখতে ক্লিক করুন
(প্রায় ০৪.১৮ মেগাবাইট)
লেখা আহ্বান
বিষয়ঃ নতুন দেশ, নতুন জীবন
চাকরি-বাকরি, পড়ালেখাসহ নানা বিষয়ে বেশ কমাস ম্যাগাজিন টিম তৎপর থাকার পর আবারো আপনাদের প্রিয় ম্যাগাজিন নিয়ে নিয়মিত হওয়ার উদ্যোগ নিয়েছি। আশাকরি আমাদের সাময়িক বিরতি আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। যাহোক, ম্যাগাজিন যেহেতু দ্বিমাসিক ভিত্তিতে নিয়মিত প্রকাশিত হবে তাই আপনাদের কাছ থেকে লেখা প্রয়োজন। আসছে ১লা জানুয়ারী’২০১৭ তে নতুন লেখা নিয়ে নতুনভাবে ফিরতে চাই আমরা। নতুন বছরের নতুন সংখ্যা সাজাতে চাই নতুনদের লেখা দিয়ে। চলতি উইন্টার সেমিস্টারে যারা এসেছেন তাদের কাছে জার্মানির রুপ-রস-গন্ধ, এর প্রকৃতি, নতুন বিশ্ববিদ্যালয়ের পরিবেশ, ভিনদেশি বন্ধুবান্ধব, পড়ালেখা পদ্ধতি, স্বাস্থ্যবীমা-ব্যাংক-ভিসার জটিলতা কাটিয়ে সব মিলিয়ে কেমন লাগছে এই ভিনদেশে সেসব কথাই লিখে পাঠান আমাদের কাছে।
১লা জানুয়ারীতে সেসব লেখা স্থান পাবে ‘জার্মান প্রবাসে’ ম্যাগাজিনে। এছাড়া আপনার মনমতো যেকোন বিষয়ে যেকেউ লিখতে পারেন, কোন বাধাধরা টপিকেই লিখতে হবে এমন নয়।
শব্দসংখ্যা ৫০০ থেকে ১০০০ শব্দের মধ্যে এবং লেখার সাথে নাম ঠিকানা পেশা আর একটি ছবি অবশ্যই পাঠাবেন।
ডেডলাইনঃ ৫ ডিসেম্বর, ২০১৬
——————————–
লেখা পাঠানঃ [email protected]
অথবা পেজের ইনবক্সে পাঠানঃ https://www.facebook.com/GermanProbashe.Official/
আপনার তোলা সুন্দর কোন ছবি পাঠানোর জন্য বিস্তারিতঃ http://goo.gl/90IVlk
জার্মান প্রবাসে আড্ডা দিতে চাইলেঃ www.facebook.com/groups/BSAAG/ (৫৫,০০০+ মেম্বার্স)
Is it possible to get work in Germany if I do ms in any arts subject in Germany
http://www.germanprobashe.com/archives/161