ব্লক অ্যাকাউন্ট খুলতে যা যা লাগে
১) ব্লক অ্যাকাউন্ট ফর্ম (এই লিঙ্ক থেকে Forms section থেকে ডাউনলোড করে নিতে পারেন। https://www.deutsche-bank.de/pk/konto-und-karte/konten-im-ueberblick/internationale-studenten1.html?tp=forms)
২) পাসপোর্ট ফটোকপি।
৩) Bank Statement original copy (পরিবার এর যে কারো ব্যাংক এর Statement দেখাতে পারেন এবং Statement সুধু কারেন্ট এক মাসের দেখালে হয়)।
৪) Offer Letter (যদি থাকে)
ব্লক অ্যাকাউন্ট ফর্ম পূরণ করা
*ব্লক অ্যাকাউন্ট এর ফর্ম ব্যাংক পরিবর্তন করে থাকে এই জন্য ফর্ম ব্যাংক এর ওয়েবসাইট থেকে ডাউনলোড করা উচিত।
*ব্লক অ্যাকাউন্ট এর নতুন নিয়ম হল, আপনার পাসপোর্ট এর ঠিকানা এবং ব্লক এর ঠিকানা একই হতে হবে। অনেকের প্রশ্ন হতে পারে পাসপোর্ট এর ওই ঠিকানাতে এখন কেও থাকে না অথবা আমার Offer Letter এ অন্য ঠিকানা দেওয়া, তাদেরকে বলছি কোন চিন্তা করবেন না, ব্যাংক ওই ঠিকানা শুধু মিলিয়ে দেখবে, কোন ডকুমেন্ট পাঠাবে না। কিন্তু পাসপোর্ট এবং ব্লক এর ঠিকানা এক না হলে REJECT করবে।
*নিচের লিঙ্ক থেকে পূরণ করা ব্লক অ্যাকাউন্ট ফর্মটি দেখতে পারেন।
https://drive.google.com/open?id=0B0vmXYaFSgtPRlhBc2dzRngwbFU
*ফর্ম এর কোথাও সাইন করবেন না। ৪ টা সাইন করতে হয় যেটা এমব্যাসিতে জমা দেওয়ার সময় করবেন।
ব্লক অ্যাকাউন্ট ফর্ম পাঠানো
*ব্লক অ্যাকাউন্ট ফর্ম পাঠানোর জন্য আপনার লাগবে একটি প্রিপেড এনভেলাপ যেটি আপনি FedEx থেকে নিতে পারেন। FedEx এর বনানী ব্রাঞ্চ ছারা অন্য কোন ব্রাঞ্চ এ প্রিপেড এনভেলাপ পাবেন না। বনানী ব্রাঞ্চ থেকে আপনাকে ব্যাংক এর ঠিকানা সহ পূরণ করে দিবে। প্রিপেড এনভেলাপ এর Price ইউরো এর Rate এর উপর ভিত্তি করে ৩১০০-৩৪০০ টাকা হতে পারে।
বনানী ব্রাঞ্চ ঠিকানা
FedEx World Service Center
HOUSE-16, ROAD-10A, BLOCK-H, BANANI
DHAKA, 1213
88029884851
*প্রিপেড এনভেলাপ এবং অন্যান্য ডকুমেন্ট নিয়ে জার্মান এমব্যাসি এ গিয়ে জমা দিয়ে আসুন রবিবার- বৃহস্পতিবার দুপুর ১.৩০ থেকে ২ টা এর সময়। সাথে ১৭০০ টাকা নিয়ে যাবেন।
*এমব্যাসি ২-৪ দিন এর মধ্যে আপনার ফর্মটি পাঠীয়ে দিবে। আপনি FedEx এর ট্র্যাকিং নাম্বার দিয়ে আপনার ফর্মটি কখন ব্যাংক এ পোঁছাল জানতে পারবেন। ব্যাংক এ যাওয়ার ৪-১৫দিন এর মধ্যে আপনার অ্যাকাউন্ট ওপেন হবে।
ব্লক এর টাকা পাঠানো
ব্লক অ্যাকাউন্ট ওপেন হলে City Bank, EBL, Sonali Bank, Jonota bank etc যে কোনটির একটির Foreign Exchange Branch এ চলে যান। ব্যাংক এ গিয়ে বলবেন স্টুডেন্ট ফাইল ওপেন করবেন। City Bank এবং EBL এর বনানী তে আলাদা একটি ব্রাঞ্চ আছে স্টুডেন্ট ফাইল ওপেন করার জন্য।
যা যা লাগবে
*সব ডকুমেন্ট এর ফটোকপি(Certificate and Transcript of (SSC, HSC, BSc), IELTS/TOFEL, Block Account Confirmation)
*পাসপোর্ট ফটোকপি (যদি পুরানো পাসপোর্ট থাকে তাহলে ওইটার ফটোকপি সাথে লাগবে)
*Offer Letter(জার্মান এ হলে ইংলিশ এ আনুবাদ করে Notary করে নিয়ে যেতে হবে)
ব্লক এর টাকা Sonali Bank অথবা Jonota bank থেকে পাঠানো ভাল। সুদু ম্যানেজার কে ৩০০০-৪০০০ টাকা দিতে হবে। ঝামেলা অনেক কম এবং অনেক টাকা বেচে যাবে। আমি নিজে City Bank থেকে পাঠিয়েছি কিন্তু আমার পরিচিত একজন একি দিনে Jonota bank থেকে পাঠায় এবং তার ১২০০০ টাকা কম লাগে কারন ইউরো Rate বেশি ছিল City Bank এ।
GermanProbashe.com এ একজন লেখক শুধু তাঁর অভিজ্ঞতা বর্ণনা করে থাকেন। তাই কোন কিছু করার আগে অবশ্যই অফিশিয়াল ওয়েবসাইট থেকে সাম্প্রতিকতম তথ্য দেখে, শুনে, বুঝে করুন। ধন্যবাদ।
To know more:
Hello. My query is, do I need to take cash to the respective bank to transfer money to the blocked account?
you do international bank transfer to the german bank account
Takar maturity koto diner dekhate hbe?
ask in the following group https://www.facebook.com/groups/BSAAG/
The name of the FedEx Banani branch from where the pre-paid envelope can be found is called Bangladesh Express Co. Ltd.
Block Account খোলার জন্য আমি কি আমার ভাইয়ের Business Account Statement,,,,,,,Bank Statement হিসাবে দেখাতে পারবো ।।
post in https://www.facebook.com/groups/BSAAG/
Yes. But better if it is from your parents.
Rashidul Hasan vaia and Tanzia Islam apu ami jodi mercentile Bank theke statement nie Block account khuli and then jodi Janata Bank er via taka pathai kono problem hobe ki?
technically na but bank takar source jante chay doubt hole.
Bhaia, bank statement current 1 month er dile hobe confirm to? Onekei dekhlam 3/6 months er dicchen. Ami chaichi 1 month er dite. Are you certain? Kindly let me know.
Hi,
Amar passport e permanent address e amar desh er barir address dawa. and emergency address e amar current address dawa. AMi block account form e kon address ta dibo ?
current address
Tanzia islam apu : block acc onek problem keu aacurate & whole information dichche na .
Block acc er jonno je bank st dite hoy sheta ki typer acc hote hobe ?
Personal / saving or fixed deposit
Acc er maturity koto month hote hobe
1 , 2 0r 3 mane atleast koto month ?
Acc kar name hote hobe ?
Applicant nijer own acc or
Fater / other relatives
Plz apu kindly jodi e-mail e reply diten tahole valo hoto
hlw, I want to know how much euro should I write 8640 or 8790 in blocked account application form?
৮৬৪০
offer letter chara block accnt open kora jabe?
About Bank Statement: Bank Statement এ কি balance 8640 euro থাকা লাগবে?
যদি লাগে তাহলে কি একসাথে অনেক টাকা ট্রান্সফার করলে সমস্যা হবে..??
অথবা এক মাসে কয়েকবার transfer করলে কি সমস্যা আছে.??
Hello!
Thank you for the post.
Rasidul vai, Tanzia Apu,
Shall we leave the “VAT ID” field blank?