মানুষ তার স্বপ্নের সমান বড়। আমরা স্বপ্নে বাচি, তাই আমরা প্রতিনিয়ত স্বপ্ন দেখি। প্রায় প্রতিটি ছাত্র/ছাত্রী জীবনে কোনো না কোনো সময় স্বপ্ন দেখে বিদেশে উচ্চ শিক্ষার। কিন্তু সামান্য কিছু তথ্যের অভাব, কিছু ভুল ধারনা বা ভুল তথ্যের কারনে সেই স্বপ্ন অঙ্কুরেই বিনষ্ট হয়।

এবার মূল কথায় আসা যাক। বর্তমান সময়ে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে উচ্চ শিক্ষার জন্য অন্যতম প্রধান গন্তব্য হচ্ছে জার্মানী। কিন্তু কেন…? কারন জার্মানীতে টিউশন ফী ছাড়া পড়াআর সুযোগ, বিশ্ব মানের শিক্ষা ব্যাবস্থা, অর্থনৈতিক ও রাজনৈতিক স্থিতাবস্থা, অনূকুল পরিবেশ ও একটা উন্নত জীবন। এছাড়া আরো যে বিষয়টা বিশ্বের বিভিন্ন প্রান্তের মেধাবীদের জার্মানী আসার ক্ষেত্রে Pull Factor হিসাবে কাজ করে সেটি হচ্ছে প্রযুক্তিগত উথকর্ষের ফলে এই ধরনের বিষয়ে পড়াশুনা শেষ করেই নিশ্চিত চাকরী ও আরাধ্য বস্তু Blue Card.

অনেকের একটা ভ্রান্ত ধারনা আছে, জার্মানী মানেই Computer Science, IT কিংবা Mechanical Engineering… অন্য কোনো বিষয়ের- বিশেষ করে Non-engineering science বা Social Science এর কোনো সম্ভবনা নেই। কিন্তু এই ধারনাটা সম্পূর্ন ভুল। আপনি যদি যোজ্ঞতা অর্জন করতে পারেন, তাহলে এই বিষয় গুলোরও রয়েছে অপার সম্ভবনা।

এই বিষয় গুলোর সম্ভাবনা নিয়ে আরেক দিন বিস্তারিত কথা হবে। যেহেতু Winter Session এর Application deadline ফুরিয়ে আসছে, তাই আসুন দেখে নিই কোন কোন বিশ্ববিদ্যালয় এই ধরনের সাবজেক্ট গুলো অফার করছে আর তাদের ডেড লাইন কবে-

 

Sl. Institute Course Deadline
1.    University of Hamburg Integrated Climate System Sciences 31 March
2. University of Stuttgart Masters Program in Infrastructure Planning
3. University of Passau Development Studies 30 June
4. TH Koln Integrated Water Resource Management Ask uni-assist
5. Leuphana University Luneburg Sustainability Science 1 June
6. Brandenburg University of Technology Environmental & Resource Management 15 July
7. Osnabrück University of Applied Sciences Soils, Inland Waters and Contaminated Land 15 July
8. TU Dortmund University Spatial Planning 15 July
9. Technical University of Munich (TUM) Transportation System 15 March
10. Bauhaus-Universität Weimar European Urban Studies 25 June
11. Bauhaus-Universität Weimar Advanced Urbanism 25 June
12. Technical University of  Berlin (TU Berlin) Environmental Planning 15 May
13. University of Duisburg-Essen Sustainable Urban Technologies (MSc) 15 July
14. University of Cologne International  Masters Program in Environmental Sciences
15. Frankfurt University of Applied Sciences Urban Agglomerations (MSc) 15 April
16. University of Kiel Environmental Management 30 April
17. HafenCity University, Hamburg Resource Efficiency in Architecture and Planning 15 May
18. Triesdorf University of Applied Sciences Int. Master of Landscape Architecture 15 July

 

ডেড লাইন গুলো গত বছরের। এবারও একই হবার কথা। তবুও একটু সময় খরচ করে দেখে নেয়ার অনুরোধ রইলো।

ইউনি এসিস্ট (uni-assist) এবং ফিস পাঠানো, ২০১৭

বিশ্ববিদ্যালয়ে আবেদন: প্রত্যাখ্যান থেকে বরণ – Rejection to Acceptance

mm

By Faisal Shams

Studying M.Sc. in Environmental Planning at Technical University of Berlin

One thought on “Physical and Environmental Development সম্পর্কীত বিষয়গুলো নিয়ে অল্প কথা”

Leave a Reply