দীর্ঘ ৩৫ দিন পর আল্লাহ্‌র রহমতে আজকে জার্মানির ভিসা হাতে পাইলাম। প্রথমে নির্বিকার ছিলাম যে ভিসাতো পামুই, আজ হোক কাল হোক, কিন্তু যতদিন গেল অস্থিরতা বাড়তে ছিল। যাইহোক ভিসা পাওয়ার অনুভূতিটা ভালই।

এপ্লাই করার টাইমলাইনটা ছিল মোটামটি এমন।

ব্লক অ্যাকাউন্ট রেজিস্ট্রেশান: ০৭/০২/২০১৭ (এইটা একদম শিওর না, দুয়েকদিন আগে পরে হইতে পারে)
ব্লক অ্যাকাউন্ট কনফার্মেশন: ১৪/০২/২০১৭
মানি ট্রান্সফার: ১৫/০২/২০১৭
ব্লক অ্যাকাউন্ট মানি রিসিভ কনফার্মেশন: ১৭/০২/২০১৭
ভিসা ইন্টারভিউ: ২১/০২/২০১৭
ভিসা ইস্যুর তারিখ: ২৮/০৩/২০১৭

visa germany bangladesh ভিসা জার্মানি বাংলাদেশ

ইন্টারভিউ টাইম ছিল ৯:৩০, ভিতরে যাইয়া বসলাম, ৯:৪০ এর দিকে ডাকলো। বুথ ১, চশমা পড়া “পোকার ফেস” এর অধিকারী একজন ভদ্রমহিলা। ইন্টার্ভিউ শুরুতে নাম জিজ্ঞেস করে মিলায় দেখল। তারপর ফিঙ্গার প্রিন্ট, ৪+৪ =৮ আঙ্গুলের ছাপ নিয়া সে আমাকে ২
হাত দিয়া “থাম্বস আপ” দেখাইল আর আমি ভাবলাম সে আমাকে “গুড জব” বলসে এবং আমার কাজ শেষ। ২/৩ সেকেন্ড পরে বুঝতে পারসি, ৫+৫ = ১০ আঙ্গুলের ছাপই লাগবে।  

যাইহোক, তারপর সে নিজেরমত করে আমাকে একটার পর একটা প্রশ্ন করা শুরু করলো। সিরিয়াল ঠিক না থাকলেও মোটামটি এই প্রশ্নগুলাই করসে।

VO: What is your HSC passing year?
ME: 2010

VO: When did you start your BSc?
ME: Well, my BSc admission test was on 1st october, 2010, but our class started on 26th february, 2011.

VO: In which university are you going?
ME: otto friedrich universitat bamberg

VO: What is the name of the program you will be attending there?
ME: MSc in International Software Systems Science

VO: What is computer science? (i had never been asked this question before  )
ME: (with a stuttering at first answered the question)

VO: Do you know the course outline of your program?
ME: (described in details)

VO: What is distributed System?
ME: (described the synopsis)

VO: What are the programming languages you know?
ME: (told)

VO: Which one do you use the most and why?
ME: (answered)

VO: Where do you currently work?
ME: (told)

VO: Is it a product or service based company?
ME: (told)

VO: What’s the main product?
ME: (explained the product)

VO: You had a thesis term, right? tell me about your thesis.
ME: (explained the main idea)

এই ছিল আমার ইন্টারভিউ, ভিসা অফিসার বললেন টাকা জমা দিয়ে তার কাছে রিসিটটা জমা দিতে, অইদিন ব্যাংক বন্ধ ছিল তাই পরেরদিন টাকা এবং রিসিট জমা দিয়া আসলাম। ঘড়ি ছিলনা, তাই পুরা ইন্টারভিউ কতক্ষণ ধরে হইসে আমি একদমই বুঝতে পারিনাই। আমার মনে হইসে ১০ মিনিটও হয়নাই।

আমার সংক্ষিপ্ত প্রোফাইল –

B. Sc.: Bangladesh University of Engineering and Technology(BUET)
Batch: HSC 2010
Subject: Computer Science and Engineering
CGPA: 3.06
IELTS: 7.5 (Listening: 8, Reading: 8, Writing: 7, Speaking: 7.5)
deutsch: Nothing at all
Publication: 1
Job experience: 12 months

দোয়া রাইখেন 🙂

ভিসা সাক্ষাৎকার – Visa Interview Experience & amp; suggestions

ভিসা ইন্টারভিউ অভিজ্ঞতা – সামার সেমিস্টার ২০১৭

জার্মানিতে এসে ভিসা বাড়ানোর উপায় ও জরুরী কাগজপত্র

mm

By Shohan

Nationality: Bangladeshi Date of Birth : 20 June Place of Birth: Dhaka Education: Mirpur Bangla High School (1998-2008) Dhaka College (2008-2010) Bangladesh University of Engineering and Technology (2011-2016) Otto Friedrich Universität Bamberg (2017-)

4 thoughts on “ভিসা ইন্টারভিউ – সামার সেমিস্টার ‘১৭”

Leave a Reply