ভিসা visa

আলহামদুল্লিয়াহ ……অনেক নাটকীয়তার পর আজ ভিসা হাতে পেলাম।

ব্লক একাউন্ট ফর্ম সাবমিসনঃ ২১ জুন, ২০১৭
ব্লক একাউন্ট ওপেনিং কনফার্মেসনঃ ৫ জুলাই, ২০১৭
ব্লকে টাকা পাঠানোঃ ১১ জুলাই, ২০১৭
ব্লকের টাকার কনফার্মেসনঃ ১৩ জুলাই, ২০১৭
ইন্টারভিউ ডেটঃ ১৯ জুলাই, ২০১৭
ফরেন অফিসে মেইলঃ ১৪ অগাস্ট, ২০১৭
এম্বাসিতে মেইলঃ ১৬ অগাস্ট, ২০১৭ ([email protected], [email protected])
এম্বাসির মেইল কনফার্মেসনঃ ২১ অগাস্ট, ২০১৭ ([email protected])

ভিসা ইন্টারভিউঃ ভো ছিলেন মহিলা। তিনি খুবিই হেল্পফুল ছিলেন। পুরুষ ভো আমার পাশেই একজন ইলেক্ট্রিকালের ছেলেকে প্রশ্ন করে নাজেহাল করে ফেলছিল। সেমিকন্ডাক্টার কি, ভালেন্স ব্যান্ডে কয়টি ইলেক্ট্রন থাকে, তোমার থিসিস এক্সপ্লেইন কর……ইত্যাদি নানা প্রশ্ন।

ভোঃ ডকুমেন্ট গুলো দিন। (ডকুমেন্ট ভো নিজেই সাজিয়ে নিলেন ও অদারকারি ডকুমেন্ট বাদ দিলেন)
ভোঃ কোন ইউনিভার্সিটি?
আমিঃ RWTH Aachen University – Electrical Power Engineering
ভোঃ কনগ্রুচেলেসন খুবই ভাল একটি ইউনিভার্সিটি । আমি ২০০৭ সালে পাস করেছি এই ইউনিভার্সিটি থেকে। বলেই হেসে দিলেন। এই দেখে আমার সব ভয় কেটে যায়।
ভোঃ আরও কিছু প্রশ্ন জিজ্ঞেস করলেন… যেমনঃ
১) আপনার সিজিপিএ কত?
২) ব্যাচেলরের থিসিসের টপিক কি ছিল?
৩) মাস্টার্সের কত ক্রেডিটের ও প্রথম সেমিস্টারে কি কি সাবজেক্ট নিবেন?
৪) কোথায় থাকবেন? কেন এত দূরে বাসা নিলেন? এই বলেই তিনি তার স্টুডেন্ট লাইফের গল্প শুরু করলেন এবং বললেন আমিও বাসা পেতে অনেক সমস্যায় পরেছিলাম।
৫) মাস্টার্সে থিসিস কিসের উপর করবেন?
৬) পওয়ার সিস্টেম প্রোটেকসন কোর্সে কি কি পরেছেন?

এর পর আমি বললাম যে আমার ক্লাস শুরু হবে সেপ্টেম্বরের ৪ তারিখ, তার আগে ভিসা পাব কিনা? ভো বললেন যে তার আগেই হয়ে যাবে। অবশেষে ৩২ দিনে পেলাম। টিকেট আগেই কাটা উচিৎ ছিল। ১৫০ ডলার বেড়ে গেছে এক দিনেই। কেউ ভাল ট্রাভেল এজেন্ট ও সরকারি ব্যাংকের (যেখানে ইউরো বিক্রি করে) খোজ জানলে কমেন্ট করুন। ইনশাল্লা সেপ্টেম্বরের ১ অথবা ২ তারিখ কোলনে যাবার ইচ্ছা আছে। দোয়া করবেন।

টিপসঃ এম্বাসিতে মেইল করলে [email protected] ঠিকানায় মেইল করবেন।তাহলে রিপ্লাই পাওয়ার সম্ভাবনা বেশি।

mm

By Anis

Vice-President (Media & Marketing) Overall moderation, group, page, website, magazine. Responsible for learn German for FREE movement.

One thought on “ভিসা ইন্টারভিউ,(১৯ জুলাই, ২০১৭) অনেক নাটকীয়তার পর অতঃপর ভিসা পাওয়ার অভিজ্ঞতা ২০১৭”

Leave a Reply