Adjective নিয়ে আগে লিখেছিলাম যে যদি সেটা Nominativ bestimmt এর ক্ষেত্রে সর্বদা adjective এর শেষে ‘’e’’ যোগ হয়। যেমনঃ Das schöne Wetter, Der schöne Stuhl। Nominativ unbestimmt এর ক্ষেত্রে যা হবে তা হল das→es, der→ er এবং die → e যোগ হয়। যেমনঃ ein schönes Wetter (das Wetter), ein schöner Stuhl (der Stuhl), eine schöne Frau (die Frau).

  • Dativ এর ক্ষেত্রে bestimmt হলে adjective এর শেষে en যোগ হয়। যেমনঃ Ich spreche mit dem Armen Mann (der Mann), Ich spreche mit der armen Frau (die Frau).
  • Dativ এর ক্ষেত্রে singular এর ক্ষেত্রে যদি adjecive এর আগে einem অথবা einer থাকে তাহলে adjective এর শেষেও সর্বদা en যোগ হবে। যেমনঃ Ich spreche mit einem neuen Schüler (der Schüler), Ich spreche mit einer neuen Schülerin (die Schülerin).
  • Dativ এর ক্ষেত্রে যদি আর্টিকেল ছাড়া বা einem/einer ছাড়া হয়, তাহলে adjective এর শেষে শুধু সেই আর্টিকেল অনুসারে das/der→em, die →er যোগ হয়। যেমনঃ Ich spreche mit neuem Schüler (der Schüler), Ich spreche mit neuer Schülerin (die Schülerin).
  • Dativ এর Plural এর ক্ষেত্রে সর্বদা en যোগ হয়। যেমনঃ Ich spreche mit den armen Kindern. (die Kinder).German Basic Grammar 26 Adjective (with Dativ) part 4
mm

By Alfred Bhowmick

I am Alfred, currently living in Köln, Germany. I am doing M.Sc. in Communication Systems and Networks at TH Köln.

Leave a Reply