এগিয়ে আসছে ফল সেশনে আবেদন করার সময়। আবেদনের ধাপ সমূহের মধ্যে অন্যতম হল মোটিভেশান লেটার বা স্টেইটমেন্ট অব পারপাস। এটি এমন একটি জিনিস যা দেখে এডমিশন কমিটি আপনার জ্ঞান, অভিজ্ঞতা, পড়াশুনার ইচ্ছা, বুদ্ধিমত্তা মূল্যায়ন করে। বলা হয়ে থাকে, মাঝে মাঝে একটি শক্তিশালী মোটিভেশান লেটার বা স্টেইটমেন্ট অব পারপাসই আপনার এডমিশন নিশ্চিতকরণে প্রধান ভূমিকা পালন করে।
গত ২৪ মার্চ EMK CENTER আয়োজিত “How to Write a SOP” সেমিনারটিতে অংশগ্রহন করেছিলাম( যদিও তখন ফুল ফান্ডেড এডমিশন পেয়ে গিয়েছিলাম)। সেমিনার টি অনেক তথ্যবহুল ছিল। চেষ্টা করছি সেখান থেকে সংগৃহীত কিছু তথ্য তুলে ধরার। এবং সেমিনার থেকে পাওয়া কিছু ডকুমেন্ট আপলোড দিলাম। সেগুলো পড়ার পর মোটিভেশান লেটার বা স্টেইটমেন্ট অব পারপাস নিয়ে চিন্তা কিছু টা হলেও কমবে আশা করি। https://drive.google.com/open?id=1oOWHYtI5xItgsqcv6KJdF2Zv3YuSK6oS
গুগল ড্রাইভার লিংক থেকে পিডিএফটি দেখে নিবেন অনুগ্রহ পূর্বক।
1. Tell who are you.
2. Why and how- Try to give importance on this point.
3. Try to relate your subject with something in everyday.
4. SOP will be your slice of life.
5. Tell your stories.
6. Get personal- who you are.
7. Be detailed.
8. Write English clearly.
9. Try to make 3-5 drafts.
10. The more you prepare, the better you become.
11. Get help- but not much.
12. Divided into 3 category. i) 10% bad, ii) 100% great, iii) 80% between.
13. Make your SOP interesting.
14. It is favorite piece of application.
15. It will be your voice.
16. Vision to develop own country.
17. Try to write motivation that you have.
একটি বই সাজেস্ট করেছিল। “Graduate Admission Essay”
EMK CENTER এর লাইব্রেরিতে এই সম্পর্কিত অনেক বই আছে। একদিন যেয়ে বই গুলো পড়ে নোট্স নিয়ে রাখতে পারেন। মোটিভেশান লেটার বা স্টেইটমেন্ট অব পারপাস লিখতে সাহায্য করবে নোট্স গুলো।
https://web.facebook.com/EMKCenter/ EMK center এর এই ফেসবুক পেজ এ ইভেন্ট গুলোর খোঁজ রাখতে পারেন। সময় পেলে SOP নিয়ে ওদের পরবর্তী সেমিনারটিতে যোগদান করতে পারেন। অনেক কিছু জানতে পারবেন।
*লেখার ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টি তে দেখবেন। ধন্যবাদ।
আপু আমি চট্টগ্রাম থাকি,এখান থেকে ঢাকা গিয়ে EMK centre বই পড়া দুষ্কর।তাই যদি কয়েকটা বইয়ের নাম দেন যেখানে মোটীভেশনের লেখার উপর ভাল ইন্সট্রাকশন আছে,তাহলে আমি এখান থেকে বাতিঘরে খুঁজে দেখব আর না পেলে আমাযনে অর্ডার করব।আশা করি আপনি রিপ্লাই দিবেন।
নাম আমি যে দুই টা মেনশন করেছি, সেগুলোই বলেছিল। আপনি ওদের ফেসবুক পেইজ বা ইমেইল এ একটা ম্যাসেজ বা ইমেইল দিয়ে দেখতে পারেন। আশা করি ওরা রিপ্লায় দিবে।
i wanna admit in masters program . Do i need SOP?
Yes, You will need SOP.