আলহামদুলিল্লাহ! দীর্ঘ ২৮ দিন অপেক্ষার পর ভিসা পেলাম। গ্রুপের সবাইকে অসংখ্য ধন্যবাদ বিভিন্ন সময় ইনফরমেশন দিয়ে সাহায্য করার জন্য৷
Timeline:
Transferred the blocked amount: 24/07/2018
Blocking confirmation: 25/07/2018
Visa interview: 28/07/2018 (8:30 AM)
Email from Embassy: 23/08/2018
Visa collection: 26/08/2018
Intended Program: Electrical Systems Engineering (Universität Paderborn)
Visa Interview experience:
ইমেইলে বলা টাইমের এক ঘন্টা আগেই চলে গিয়েছিলাম কিন্তু ঢুকতে দিয়েছিল অনেক পরে। ভেতরে যাওয়া মাত্রই দেখি গার্ড তাড়া দিচ্ছে ডকুমেন্টস চেকলিস্ট অনুযায়ী রেডি করার জন্য কিন্তু আমি সব আগেই রেডি করে নিয়ে গিয়েছিলাম। একজনকে দেখলাম বলছে আপনার গুছানো লাগবে না, সময় নাই ইন্টারভিউ দিতে চলে যান। অনেকের ইন্টারভিউ এক্সপেরিয়েন্স পড়ে যে পজিটিভ একটা ইমেজ তৈরি করে রেখেছিলাম মনের মধ্যে যে অনেক সময় পাব ঢুকে, সেটার সাথে মিলল না কিছুই। ঢুকার ৫ মিনিটের মধ্যেই আমার নাম ডাকল, আর বলল আপনার ডকুমেন্টস রেডি থাকলে ৬ নং কাউন্টারে চলে যান। খুব নার্ভাস ছিলাম তার মধ্যে ভিসা ইন্টারভিউ দিয়ে আসার পর আরেকটা ইন্সিডেন্ট আমাকে আরো নার্ভাস করে দিয়েছিল।
VO একজন ত্রিশোর্ধ্ব ভদ্রলোক ছিলেন। উনি আমাকে যা যা জিজ্ঞেস করেছেন,
১. কোন কোর্স আর কোন ইউনিভার্সিটিতে যেতে চাও? এটা কোন সিটিতে?
২. HSC পাসের বছর আর গ্রেড কি ছিল?
৩. ব্যাচেলর্স শেষ করেছ কবে? সিজিপিএ কত ছিল?
৪. ব্যাচেলর্স শেষ করে বাকি সময়টাতে কি করেছ?
৫. আর কোন ইউনিভার্সিটি থেকে কি অফার লেটার এসেছে? তাহলে কেন এই ইউনিভার্সিটিতেই যেতে চাও?
৬. কোর্স কারিকুলাম সম্পর্কে কি কি জান?
৭. ওখানে গিয়ে কোথায় থাকবে? যেখানে থাকতে চাও সেটা ইউনিভার্সিটি থেকে কত দূরে?
৮. ফিউচার প্ল্যান কি?
৯. দেশে এই ফিল্ডে জব অপরচুনিটি কেমন?
১০. ইলেক্ট্রিক্যাল আর ইলেকট্রনিক্সের মধ্যে পার্থক্য কি?
১১. DC আর AC কারেন্ট কি?
১২. AC কারেন্টটা বুঝিয়ে বল। এটাকে AC কেন বলা হয়?
এর মধ্যেই ফিংগারপ্রিন্ট আর ফি ৭২০০ টাকা নিয়ে নিয়েছিল। ইমেইলে পরে জানানো হবে বলে ইন্টারভিউ শেষ হয়। ইন্টারভিউ শেষে দেখি গার্ড আবার আমার নাম ডাকছে আর আমাকে বলল আমি এক ঘন্টা ধরে আপনাকে ডাকছি আপনি কই ছিলেন? আমি খুব কনফিউজড হয়ে গেলাম। আমি ভাবলাম আমি কি ভুল যায়গায় ইন্টারভিউ দিতে চলে গেলাম তাহলে? পরে বুঝেছিলাম উনি নিজেই ভুলে গেছেন আমাকে যে ৬ নং কাউন্টারে যেতে বলেছিলেন। সবকিছু ঠিকঠাক ছিল তাও বারবার মনে হচ্ছিল আমি কোন ভুল করে ফেললাম কিনা। হয়তো কিছু একটা গোলমাল করে আসছি। যাই হোক, সব কনফিউশন ফাইনালি দূর হয়ে গেল।
Profile:
Undergrad: EEE (BRAC University)
CGPA: 3.34 (German grade 1.9)
IELTS: 7
Muhammad Waqqas shared a post.
Date: 31.07.2018
Interview Time: 8:30 AM
Reached Embassy: 7:45 AM
Call for Interview: 10:00 AM
(The guard submitted the papers of mine and 03 other students in counter no. 06)
The VO was a young girl (‘girl’ because she is definitely not older than me and i am not that aged too) Bangladeshi sitting in counter no-06.
VO: Helloooo (a long one 😑)
ME: hello Ma’am, Good Morning.
VO: Good Morning. So which University are you going in?
ME: I am going in “Friedrich-Schiller-University Jena” under Faculty of Biology and Pharmacy.
VO: Which module interest you most in this university? (Not expected, did expect asking of the module names and all that)
ME: Industrial Microbiology.
VO: Why?
ME: During my undergrad studies, this is the only topic gain my most of the interest. People studying microbiology, interested more about doing research in future. But my interest always goes for industrial level. Introducing biological ways of life other than chemicals in the industries of our countries. And Jena came out with all these opportunities that i have ever dreamed of. It surrounded with so many biotechnological companies….. (Stopped by VO)
VO: Why do you want to study in Germany?
ME: There are so many reasons actually. One of the main reason that no student can denied is, No/Low Tuition Fees-
Unlike many other countries, no/a little tuition fees are charged for masters’ degrees at public and some private universities in Germany. Another reason is, Affordable Accommodation / Living cost: The cost of living, on average, is around 700-800€ including everything which is really affordable for a student who wants to study properly and don’t want to think about working besides study. And…. (Stopped again)
VO: Why did you choose jena for you master’s program?
ME: You jena university? (😑)
VO: Yes.
ME: Compared to other locations/universities providing microbiology studies in Germany, Jena can boast two unique selling points: (1) The great number of non-university research facilities and, (2) The great number of biotechnology companies conducting research in Jena, which surely a great opportunity for the students who want to study microbiology in Industrial level like me.
VO: Tell me something about Jena.
ME: Jena is really small and student friendly city in the middle of Germany and is situated in the federal state Thuringia which is often called the “Green Heart” of Germany. A youthful student life… (Stopped) 😑
VO: Where will you live in Germany?
ME: I booked a hotel near my university for 14 which can be rescheduled if I get a room in university dorm before leaving. And also in the short listed/ in waiting list for university dorm which will be distributed after 15 August.
VO: What is your plan after your masters?
ME: I will definitely go for PhD if i will get better opportunity. If not, i will come back, join my university from where i completed my bachelor as lecturer and will gain experiences in teaching for at least 2 years and then will apply for PhD again.
VO: When did you get your IELTS? (DATE) 😑
ME: (I mean seriously? IELTS date, not Score?) 13th January, 2018.
VO: Saw the IELTS paper and confirmed.
VO: Put your fingers in that order, 1. Right hand 4 fingers together (Other than thumb), 2. Left hand 4 fingers together (Other than thumb), 3. 2 thumbs together.
ME: Did. And received my original documents including passport.
VO: Please pay 7200.
ME: Paid and received the pay slip.
VO: Thank you so much, this is the end of your interview.
ME: (SHOCKED) Ma’am, I didn’t send the blocked amount yet.
VO: Okay, after sending the money leave the papers in the embassy’s gate.
ME: I didn’t received any missing documents list.
VO: Do you want any? 😑 If you want i can give you. ( Then printed out 2 copies of the missing documents and took my signature in one of them and give the other one. I am really disturbed with that incident. She supposed to check my all documents and should give the missing documents list all by own)
P.S: Didn’t ask any academic questions, not even about the SSC, HSC, BSc, CGPA, passing year, NOTHING. She was stucked between Jena and Germany and didn’t asked me about missing documents list. I was so pissed and shocked with that incident and already prepared my mind to get a REJECTION! Adding that, I couldn’t answer properly about the module question in the beginning but then answer again in a organized way. Other than that everything was fine during interview. (Without the missing documents part).
#Intended_University: Friedrich-Schiller-University Jena (FSU Jena)
#Intended_Program: Master of Science in Microbiology
আপডেটঃ
Alhamdulillah got the Visa after 26 days!
Interview Date: 31/07/18
Blocking Confirmation (Missing documents) submission date: 05/08/18
Visa email: 26/08/18
Visa collection: 27/08/18
#Intended_Program : Masters of Science in Microbiology
#Intended_University : Friedrich Schiller University, Jena
#Flight_Date : 28/09/18 (Qatar Airways) – from Dhaka to Berlin TXL Airport
আলহামদুলিল্লাহ, ভিসা হাতে পেলাম। ঈদ সংক্রান্ত ব্যস্ততার কারনে এক্সপেরিয়েন্স শেয়ার করতে দেরি হয়ে গেলো। গ্রুপের সবার প্রতি অশেষ কৃতজ্ঞতা শুরু থেকে এই পর্যন্ত প্রতিটা স্টেপে হেল্প করার জন্য। এছাড়া কোনভাবেই সম্ভব ছিল না এতদূর আসা।
টাইমলাইন
*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#
Block Account Opening: 19/07/18 (The City Bank Limited, Dhanmondi – 2 Branch)
Block Confirmation: 20/07/18
Total Amount: Almost 9 Lac
Visa Interview: 25/07/18
Visa Decision Call: 19/08/18 (at 10:50 am)
Visa Collection: 19/08/2018 (at 3:30 pm)
Flying: 23/09/2018 (Probable)
ভিসা ইন্টারভিউ
*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#
১/ ভিসা ফী এবং ফিঙ্গারপ্রিন্ট নিলেন সবার আগে।
২/ কোন ভার্সিটিতে যাচ্ছেন?
৩/ কোন সাবজেক্টে যাচ্ছেন?
৪/ থিসিস আছে?
৫/ এই সাবজেক্ট নিয়ে ইংরেজি ভাষাভাষী কোনো দেশে না গিয়ে জার্মানি কেন যেতে চাচ্ছেন?
৬/ ফ্রাঙ্কফুর্ট সম্পর্কে কিছু বলুন
৭/ ফ্রাঙ্কফুর্টে কেন যেতে চাচ্ছেন?
৮/ আপনার অনার্সের রেজাল্ট ***! এটাই তো মেবি হাইয়েস্ট?
৯/ এইচএসসি রেজাল্ট কী ছিল?
১০/ আইএলস রেজাল্ট ***! হুম!
১১/ মাস্টার্সের পরে কী করবেন?
১২/ আপনার স্পন্সর কে?
১৩/ কী করেন তিনি?
১৪/ আপনারা কয় ভাইবোন?
১৫/ বাকিরা কে কী করেন?
১৬/ দ্যাটস অল। আপনার ভিসার ডিসিশন হলে আমরা আপনাকে ইমেইলে বা কল দিয়ে জানাবো।
প্রোফাইল
*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#
Prepared everything with:
Subject: Anglophone Literatures, Cultures and Media
University: Goethe University Frankfurt
Going to:
Subject: English Studies: Literature, Language and Culture
University: Free University of Berlin
German Qualification: 1.1
Bangladeshi Qualification: 3.88
Alma Mater: Daffodil International University, Department of English
Work Experience: 6 months (Research Assistant, Daffodil International University)
Publication: 0
IELTS: 8
German Proficiency: 0
Foreign Exchange: 1 semester (under Mevlana Exchange Programme, sponsored by the Government of Turkey)
How does the Visa collection email/phone call look like? Can you provide any sample?