২৮ দিনে ভিসা পেলাম।
Profile:
B.Sc in Computer Science and Engineering
CGPA: 2.0 (German Scale)
IELTS: 6.0

Intended University: Chemnitz University of Technology(TU Chemnitz)
Intended Program: M.Sc in Automotive Software Engineering

Timeline:
Documents sent to Uni-assist: 18th May, 2018
Receive Payment : 24th May, 2018
Uni-assist forwarded application to University: 7th June, 2018
Offer Letter from TU Chemnitz: 03 August, 2018
Fintiba Account Opening: 14th July, 2018
Fintiba Account Verified: 15th July, 2018
Block Money transfer: 8th August, 2018
Blocking confirmation issued: 9th August, 2018
Visa Interview: 14th August, 2018
Dorm Confirmation: 3 September, 2018
Visa Decision Mail: 11th September, 2018
Visa Collection: 11th September, 2018

Visa Interview Experience:

১৪ অগাস্ট সকাল ৯:৩০ মিনিট এ ইন্টারভিউ এর টাইম ছিল। ১০ মিনিট আগে পোঁছে গেলাম এম্বাসিতে। একটু পর নাম ডেকে গেট দিয়ে ভেতরে ঢুকালো। তারপর একজন মহিলা একটা লিস্ট দিয়ে বলল “আই ভাবে ডকুমেন্ট সাজান”। আমার সব ডকুমেন্ট সিরিয়ালই ছিল । আমি তাকে আমার এক সেট মূল ডকুমেন্ট এবং ২ সেট ফটোকপি ডকুমেন্ট দিলাম। তিনি তা কাউন্টার এ জমা দিলেন। তারপর মোটামুটি ১ ঘণ্টার মত বসে থাকলাম। হঠাত করে ভিও আমার নাম ডাকলেন। ৬ নং কাউন্টার এ চলে গেলাম।
1. Good Morning. Why Germany?
2. Which Course?
3. Why this course?
4. What is your career goal?
5. Do you have got any accommodation in dorm?
6. Did you travel any other country?

খুব ছোট ইন্টারভিউ ছিল। ২-৩ মিনিট এর মত। তারপর শুধু অপেক্ষা আর টেনশন। সবশেষে ১১ সেপ্টেম্বর সকাল ১১:৪০ মিনিট এ ইমেল আসল যে আপনার ভিসার ডিসিশান এসেছে। আমি ১:৩০ এর মধে এম্বাসির গেট এ হাজির। ১:৩০ মিনিট এ পাসপোর্ট জমা নিলো। তারপর বাহিরে মটামুটি ৪৫ মিনিট কনকনে রোদ এ দাড়িয়ে থাকার পর একে একে সব ছাত্রদের নাম ডেকে পাসপোর্ট দিতে থাকল। পাসপোর্ট হাতেনিয়েই আগে খুলে দেখলাম কি আছে তাতে  । পাইলাম আমি এক বছর সাধনার ফল ।
গ্রুপ এ খুব বেশি পোস্ট করি নি। ফাইল সেকশন দেখে আর সবার পোস্ট ফল করে সব সমস্যা সমাধান করে ফেলেছি। অনেক ভাইকে
জালিয়েছি।  নাম নিয়ে শেষ করা যাবে না। স্পেশাল ধন্যবাদ Tanmoy Mandalতন্ময় ভাই কে। কেন সেটা আপনি ভাল জানেন। সব কিছু ঠিক থাকলে আগামি মাসের প্রথম সপ্তাহে জার্মানি র উদ্দেশে রউনা হব। দোয়া করবেন সবাই যেন বাকিটা পথ ভাল ভাবে চলতে পারি।



#VISA_INTERVIEW
#EXPERIENCE_থেকে_কিছু_তথ্য
আলহামদুলিল্লাহ্‌, ভিসা পেয়েছি।
ইন্টার্ভিউ ডেটঃ ১৪/০৮/২০১৮
ডিসিশন মেইলঃ ০৯/০৯/২০১৮
ভিসা কালেকশনঃ ১০/০৯/২০১৮
প্রোফাইলঃ
Bachelor in Urban and Regional Planning (KUET)
CGPA: 3.30
Going to: Technical University Berlin
Subject: Geodesy and Geo-Information Science (Masters)

১. ভিসা ইন্টার্ভিউ তে ভিসা VO কি Tricky Question/Subject related কঠিন কোন Question করে?
ঊত্তরঃ হ্যাঁ করতে পারে আবার নাও পারে। সত্যি কথা বলতে VO এর কোন প্রশ্নের কারণে আপনার ভিসা রিজেক্ট হওয়ার সম্ভাবনা অনেক কম। কারন তাদের হাতে খুব বেশি কিছু থাকে না। সব সিদ্ধান্ত আপনি যে শহরে যাচ্ছেন বা যেতে চাচ্ছেন সেই শহরের VISA Office নেয়। তাই অযথা এগুলো নিয়ে দুশ্চিন্তা না করাই ভাল। গ্রুপে অনেককে দেখেছি তাদের Experience শেয়ার করার সময় এধরণের কিছু Question এর উদাহরণ দিয়েছেন এবং পাশে উল্লেখ করেছেন (এটা Tricky Question ছিল, এটাকে এভাবে উত্তর দিয়েছি, ব্লা ব্লা) . আমি এসব দেখে অযথা দুশ্চিন্তা করতে করতে interview এর আগের রাতে ঘুমাইতে পারিনাই, interview এর আগ পর্যন্ত নার্ভাস ছিলাম। আমার মতে এগুলো তেমন কিছুই না। এটা শুধুমাত্র একটা ফর্মালিটি। মনে করবেন VO আপনার মুখ থেকে কিছু তথ্য শুনতে চায়, যেসব তথ্য আপনি আপনার VISA Application form এ লিখেছেন। মনে রাখবেন আপনার যোগ্যতা অনুযায়ী ভার্সিটি আপনাকে সিলেক্ট করে রেখেছে, সুতরাং আপনার Qualification নিয়ে VO আপনাকে Judge করবে না। তাই straight উত্তর দিবেন। VO আপনার লগে মজা নিলেও, ঘাবড়াবেন না। আর হ্যাঁ, কমন Question করবে, why Germany, Why this Uni, Why this city, ওই ভার্সিটি ছাড়া অন্য কোন ভার্সিটি থেকে অফার পেয়েছেন কিনা। etc.
২. Dorm না পেলে হোটেল বুকিং দিবেন। আসে পাশে যে হোটেল আছে বুকিং দিয়ে দিবেন, অবশ্যই যেগুলোতে ফ্রি বুকিং দেয়া যায়। আমি Agoda থেকে বুকিং দিয়েছিলাম। booking.com এও ফ্রি বুকিং দেয়া যায় তবে Master Credit Card দরকার হয়। আমার Master Debit Card থাকায়, বুকিং দে


য়ার ৪ দিন পরে বাতিল হয়ে যায়। তারপর Agoda থেকে বুকিং দিয়েছিলাম সবথেকে দামি হোটেল। 
৩. আপনি যেহেতু Interview দিতে যাবেন, আপনার অবশ্যই জানা আছে কি কি Documents প্রয়োজন এবং কিভাবে সাঁজাতে হয় এবং কত গুলো Photocopies জমা দিতে হবে, কি কি মিসিং আছে। যদি কোন কিছু মিসিং থাকে, অবশ্যই নিজে দায়িত্ব নিয়ে সেগুলো VO কে জিজ্ঞেস করে পরিষ্কার হয়ে আসবেন। আমার Financial Statement Confirmation এর লেটার মিসিং ছিল। VO আমাকে এসব কিছুই বলেনি। শেষে আমিই জিজ্ঞেস করেছিলাম তারপর তিনি চেক করে বলেছিল আমার ঐ লেটার টা মিসিং Document হিসাবে বাইরে দিয়ে দিতে। তাই VO কিছু না বললে আপনিও কিছু বলবেন না, এটা কইরেন না। ভুল হতেই পারে। তবে both end থেকে ভুল করলে সমস্যা। আর হ্যাঁ, মিসিং Documents ও ২ কপি করে Photocopy দিবেন।
আপাতত যতটুকু মাথায় এসেছে শেয়ার করলাম, আর Interview এর Question শেয়ার করলাম না কারন আমার Interview খুব ই সাদামাটা হয়েছে, যতটুকু মনে পড়ে, ৩ মিনিট এর মত স্থায়ী ছিল।



আলহামদুলিল্লাহ! এটলাস্ট ভিসা পেলাম। গ্রুপের সকল ভাইয়া অ্যান্ড আপুকে অনেক ধন্যবাদ। আপনারা না থাকলে এই যাত্রা এতো সহজ হতো না। এই গ্রুপ এবং germanprobashe.com এর মতন এত সাজানো গুছানো রিসোর্স মনে হয়না আর কোন দেশের জন্য আছে।

ভিসা ইন্টারভিউঃ ২৬/৭/২০১৮ – সকাল ৯ঃ৩০
ভিসা ডিসিশন কলঃ ২০/৮/২০১৮ (২৫তম দিনে)
ভিসা কালেকশনঃ ২০/৮/২০১৮, ২ঃ০০ টায়

গতকালের সবাই যেমন পেল আমিও আজকে সকাল ৯ঃ০০টায় কল পাই এবং আমাকে বলা হয় আজকে ২ঃ০০ টায় ভিসা কালেকশন করার জন্য। কোন মেইল পাইনি।

Visa Interview (Counter no. 6) :
********************************
*What is Your Name?
*When you have completed your HSC?
*What is your HSC result?
*Then the VO officer asked me the give my fingerprints and just after asked for the payment of 7200 tk.
*When you have completed your Bachelor’s Degree?
*Your University Name?
*What is your Bachelor’s Course name?
*So in which university you are intending to do your masters?
*Name of your intended Master’s Course?
*Your Bachelor’s CGPA?
*Your IELTS Score?
*So this university where you have chosen “Otto von Guericke University Magdeburg” ,Who was Otto von Guericke?
*Tell me something about the City where you are going.
*Why Germany?
*Why Magdeburg ?
*Who is sponsoring you?What is his occupation?
*How many siblings do you have? What does they do?
*What is your future plan?
*Tell me the name of one German Scientist related to Electrical Engineering. He is very popular in recent times.
*Explain Ohm’s Law.

That’s all. Thank You. Here is your receipt. Check your name if it is ok.
******************************
I was able to answer all the questions but I was too much focused on my B.Sc. related questions and took a lot preparations regarding those . So i couldn’t answer the question “One famous German scientist name related to Electrical Engineering”.

Personal Opinion : ভিসা ইন্টারভিউ সবাই যেমন বলে আসলেই তেমনি জাস্ট একটা ফর্মালিটি বলে আমার মনে হয়েছে। মূল ডিসিশন নির্ভর করে সব ডকুমেন্টস সব ঠিক থাকার উপরই।

Profile :
German Grade : 2.3
Bachelor’s University & Subject : AUST, EEE
IELTS : Overall 7.00
Intended Course : M.Sc. in Digital Engineering
University Name : Otto von Guericke University Magdeburg

পরিশেষে, সকলের দোয়াপ্রার্থী। সবাই দোয়া করবেন প্লিজ 


 

mm

By টিম জার্মান প্রবাসে

আমি জার্মান প্রবাসে! আপনাদের সাথে ছিলাম, আছি, থাকব! :)

Leave a Reply