IELTS কি?
IELTS হল ইংরেজি ভাষার দক্ষতা (Communicative) যাচাই করার একটা পরীক্ষা। এই পরীক্ষা পদ্ধতি মূলত ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের একটা ভাষা সেন্টারের তৈরি। বিশ্বব্যাপী এই পরীক্ষাটি Brithish Council আর IDP নিতে পারে। কিন্তু প্রশ্ন সেট করে ক্যামব্রিজ অ্যাসেসমেন্ট ইংলিশ। এই পরীক্ষা পদ্ধতি মূলত দুই রকমের – “একাডেমিক” আর “জেনারেল”। আপনি যদি উচ্চশিক্ষার উদ্দ্যেশে বিদেশযাত্রা করতে চান, তাহলে আপনাকে একাডেমিক IELTS দিতে হবে। তাছাড়া অন্য কোন উদ্দ্যেশে (যেমন- চাকুরী/ব্যবসা/ইমিগ্রেশন ইত্যাদি) বিদেশযাত্রা করতে চাইলে আপনাকে জেনারেল IELTS দিতে হবে। এই দুইটি পদ্ধতির মধ্যে পার্থক্য যৎসামান্যই। ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতে পারি একাডেমিক-এর তুলনায় জেনারেল পরীক্ষার ব্যাপ্তি একটু বেশি। আর ঢাকায় সাধারণত প্রতি মাসেই ৫-৬ টার মত পরীক্ষার তারিখ থাকে। কিন্তু খুলনাতে মাসে ১/২ টা পরীক্ষার তারিখ থাকে। পরীক্ষা দিতে ১৬৫০০ টাকা আর পাসপোর্ট লাগে। রেজাল্ট পেতে সময় লাগে ১৩ দিন।
IELTS কেন?
বিদেশে M.Sc অথবা Phd করতে চাইলে আপনি যে ইংরেজিতে পড়াশোনা/কথোপকথন করতে পারবেন তার একটা দলিলপত্র থাকতে হয়। সেই দক্ষতা প্রমাণ করতেই IELTS স্কোর লাগে। আর আমেরিকার কিছু বিশ্ববিদ্যালয় বাদে সারা বিশ্বে IELTS সমাদৃত। এমনকি কিছু প্রগ্রামে IELTS না চাইলেও ভিসা অফিস এর রিকয়ারমেন্টে IELTS থাকে এখন। আমার আর্টিকেলের বাকি অংশ একাডেমিক IELTS এর সম্পর্কে ধারনা দিতে লেখা।
আমি তো ১ম / ২য় বর্ষে এখন প্যারা নিব কেন?
কারণ হঠাৎ করে একটা ভাষার দক্ষতা অর্জন করা যায় না। চেষ্টা করলে হতাশ হবার সম্ভবনা বেশি। এইটা একটা Continuous Process। যদিও বেশির ভাগ বিষয়গুলো আমরা ইংরেজিতে পড়ি, কিন্তু বাংলিশ-এর চক্কর থেকে বেড়িয়ে স্ট্যান্ডার্ড ইংলিশে অভ্যস্থ হতে চাইলে আগে থেকেই শুরু করা উচিত।
নিজের অবস্থা যাচাই করা
IELTS পরীক্ষার সম্পর্কে সংক্ষিপ্ত ধারনা
- লিসেনিং : এই মডিউলে ৪ টা সেকশন থাকে। প্রতি সেকশনে ১০ টা করে প্রশ্ন থাকে। মোট ৪০ টা প্রশ্ন থাকে যার প্রতিটার মার্ক ১ করে। এই ৪০ টার কতটা ঠিক হবে তার উপরে আসলে ব্যান্ড স্কোর দেওয়া হয়। এইখানে আসলে ৪ সেকশনে ৪ টা অডিও থাকে। অডিও শুনতে শুনতে প্রশ্নের উত্তর করতে হয়। ভয় পাবার কিছু নেই, ৪-৫ টা প্রশ্ন পড়ে পরের ৪-৫টা পড়ার জন্য সময় দেওয়া হয় আর উত্তর প্রশ্নের ক্রমানুসারে থাকে। সাধারণত ৬ ধরনের প্রশ্ন থাকে লিসেনিং এ। https://www.ielts.org/about-the-test/test-format এই সাইটে সুন্দর করে প্রতি টাইপের সম্পর্কে ধারনা দেওয়া আছে।
- রিডিং : এই মডিউলে ৩ টা সেকশন থাকে। প্রতি সেকশনে ১৩ থেকে ১৪ টা করে প্রশ্ন থাকে। সাধারণত শেষেরটায় ১৪ টা থাকে। মোট ৪০ টা প্রশ্ন থাকে যার প্রতিটার মার্ক ১ করে। এই ৪০ টার কতটা ঠিক হবে তার উপরে আসলে ব্যান্ড স্কোর দেওয়া হয়। এই মডিউলে ৩ টা প্যাসেজ থাকবে। প্যাসেজ পরে উত্তর করতে হবে। আমাদের ৯ম -১০ম শ্রেণির ইংরেজি ১ম পত্রের মত করে আরকি। এইখানে সময় আর প্যারাফ্রেজ(একই কথা ঘুরিয়ে বলা যেটাকে বলে) বেশি গুরুত্বপূর্ণ। রিডিং এ সাধারণত ১১ ধরনের প্রশ্ন থাকে। https://www.ielts.org/about-the-test/test-format এই সাইটে সুন্দর করে প্রতি টাইপের সম্পর্কে ধারনা দেওয়া আছে।
- রাইটিং : এই মডিউলে আসলে ২ টা প্যাসেজ লিখতে হয়। ১ম প্যাসেজটায় একটা ভিজুয়ালের বর্ণনা করতে হয় আর ২য় প্যাসেজে একটা বিষয়ে মতামত ও তার পক্ষে যুক্তি দিতে হয়। টাস্ক ১ ও ২ এর জন্য ieltsliz ওয়েবসাইট খুবই অসাধারণ। খুব যত্ন করে এইখানের উত্তর আর পরামর্শ গুলা ফলো করে প্রস্তুতি নিলে রাইটিং এ ভাল করা যায়। আশা করি লিঙ্কটা কাজে আসবে… http://ieltsliz.com/ielts-writing-task-1-lessons-and-tips/ http://ieltsliz.com/ielts-writing-task-2/
- স্পিকিং : এই মডিউলে আসলে একজন শিক্ষকের সাথে ১১-১২ মিনিট কথা বলতে হবে। প্রথম ৪-৫ মিনিট কিছু সাধারণ প্রশ্নের উত্তর করতে হয়। তারপর একটা টপিকের উপরে ১-২ মিনিট কথা বলতে হবে। প্রস্তুতির জন্য ১ মিনিট সময় দেওয়া হয়। এরপর ৫-৬ মিনিট আবার প্রশ্ন-উত্তর করতে হবে। কিন্তু এইবারে প্রশ্নগুলা একটুু বিশ্লেষণধর্মী। ৩-৫ লাইনে উত্তর করতে হয়। আসলে উত্তরটার কারণ ব্যাখ্যা করতে হবে মূলত। IELTS speaking sample লিঙ্কটাতে ঘুরে আসলে সম্যক ধারণা পাওয়া যাবে।
কোচিং এ ভর্তি হব নাকি নিজেই প্রস্তুতি নিব?
কিভাবে ইংরেজি এর দক্ষতা বাড়াব?
Passive English(Listening, Reading) কেন বেশি গুরুত্বপূর্ণ?
Active English (Writing, Speaking) কেন রেগুলার পরীক্ষার আগে অবশ্যই প্র্যাক্টিস করতে হবে?
Grammer
আমার কথা
Materials To Learn
- IELTS এর সহজ পাঠ shikkhok.com এ কোর্সটা আছে কিন্তু শেষের কিছু ভিডিও নাই।
- Cambridge Guide to IELTS
- The Key To IELTS Success
- ieltsliz.com
- ieltsadvantage.com
- ielts-simon.com
- আমার সংগ্রহ করা
Sites for Practice
- https://ieltsonlinetests.com (এইখানে যখন তখন রিডিং আর লিসেনিং টেস্ট দেওয়া যায় আর সাথে সাথে স্কোরও পাওয়া যায়)
- Cambridge test 7-12
avijit bhattacharjee Thank you very much. lot of information share
Welcome bro. Glad to hear that you like it.
Hlw Avi! Nice suggestions to follow 🙂
Thank you Avijit for your informative writing. God bless you.
[…] বর্ণনা করা আছে। https://hsa.grecbd.com/?s=ielts https://www.germanprobashe.com/archives/16629 (avijit bhattacharjee) https://www.germanprobashe.com/archives/15912 (Farjana Yesmin) […]